নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ত্রিশ বছর বয়সে

১৩ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৪



ত্রিশ আমার সে’দিন হলো - যেদিন আমি নিজেকে দেখে বুঝতে পারলাম; এও একটা মানুষ; এরও একটু তবে শোনা যাক কথা। আমি বুঝতে পারলাম অর্থহীন বেঁচে থাকা আর চূড়ান্ত অর্থময় মরে যাওয়ার কোনোটাই কোনো সমাধান নয়- আসলে কোনও কিছুই কোনও সমাধান নয়!

আমি বুঝতে পারলাম - ভালোবাসা প্রেম; এসব কমে যায় - কমতে হবে কমতেই হবে- যেমন কমে সময়; আয়ু।
আমি একটা কচ্ছপ হয়ে সমুদ্রের তীরে অনেক গভীর রাত্রে মাইলের পর মাইল ভেসে বেড়াতে চেয়েছি, না হয় আমার ছোট্ট পা গুলো মেলে হেঁটে বেড়াতে ইচ্ছে করছিলো - ফেনীল মোহনায়।

যার হৃদয় শুদ্ধ, পবিত্র, কখনো ভাঙে নি- লাগে নি কোনও নখের আঁচড় - তার আস্ত হৃদয়টাকেও ভেঙে দাও তুমি! ভয় পেও না! হৃদয়ের মতন এমন আর কি ভাঙে নিখুঁত! বাতাস কে আমি অভিশাপ দেয়া ছেড়ে দিয়েছি; আমি এমন বিশ্ব নাগরিক; বিবিসি রয়টার্স আল-জাজিরা কেউ রাখেনি আমার খবর।

কেউ কোনো অপরাধ করে নি কভু, সব্বাই কেবল একটু আধটু বেসেছে ভালো;
ত্রিশ বছর বয়সে - এই যে প্রেমের কবিতা লিখতে এসে খেয়াল বন্দিশে লিখে ফেলি জীবনের গান।
আমি চাই যুদ্ধ তবুও হলেও বা হোক - ভালোবাসা যেন কখনও কারও না হয়।

আমি বুঝেছি পুরো অখণ্ড
নিহিলিজম
স্টোইসিজম
ওশো-ইজম।
আমি চিনতে ও বুঝতে পেরেছি সমগ্রটা-
মার্কাস অরেলিয়াস
এপিকটেটাস
ব্যাকেট কামুস, স্ব-অস্তিত্ব; আর ব্যক্তিগত দ্বিজাতি তত্ত্ব।

আমি শিখেছি ও আত্মস্থ করেছি
থিউরি অফ এভ্রিথিং
মিথ অফ সিসিফাস
গ্রাভিটি তত্ত্ব
এনট্রপি
কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট।

তারপর আমি নিজের মধ্যেই দেখলাম অসহায় কি এক বিশ্ব ঘুরে মরছে -
আহা কী জীবন! আহা প্রেম! আহা জল! আহা সন্ধ্যা! আহা শব্দ!
আর বয়স- আহা ত্রিশ!

আমি মনে মনে চলে গিয়েছি এন্টার্কটিকা আরেক পেঙ্গুইনের কাছে
তবুও আমার ভালো লাগে নি কো;
আমার স্মরণে আমি নিজেই এক মিনিট চুপ থেকে শোক প্রকাশ করছি,
নিজের নিষ্পাপ চেহারা দেখে ভুলে গিয়েছি আমার ভেতরেরটা আরও বেশি নিষ্পাপ!

ইবাদত তওবা - ইশক-এ-জান; আমি এনেছি ঈমান আমার স্ব-অস্তিত্বে।
আমি আর প্রেমে পড়ি নাকো আর বাসি না কো অমন ভালো -
তবুও আমি বাসিয়াছি এই ভালো - এই যে বাসাবাসি - বাঁচাবাচি।
আমি প্রেয়সীর হৃদয়ে; প্রেমের পরে - পাপের পরে- প্রিয়ার হৃদয়ে ধারণ করা কবেকার কবিতার লাইন!
আমি হৃদয়ে ধারণ করি যুগপৎ -চূড়ান্ত অসংগতি আর সর্বনাশা প্রেম।

--------
কবিতাঃ ত্রিশ বছর বয়সে
জাহিদ অনিক

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০০

আরইউ বলেছেন:



জাহিদ,

লেখায় বিষণ্ণতা-র সুর তীব্র! বিষণ্ণতা কখনো কখনো সুন্দরও বটে।

আপনি মাইলি সাইরাস-এর Flowers গানটা শুনেছেন?

"I can buy myself flowers
Write my name in the sand
Talk to myself for hours
Say things you don't understand
I can take myself dancing
And I can hold my own hand
Yeah, I can love me better than you can"

আপনার লেখার "আমি এনেছি ঈমান আমার স্ব-অস্তিত্বে" অংশটকু পড়ে গানটার কথা মনে হলো।

ভালো থাকুন, শুভকামনা!

১৩ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৩২

জাহিদ অনিক বলেছেন: আরইউ,

যে গানটি আপনি আমাকে শোনালেন বা শুনতে দিলেন এই গানটি আমার কোনদিন শোনা হয়নি, তবে আমি ধারণা করছিলাম যে গানটির সুর মেজাজ এবং আবহাওয়া ঠিক এরকমটাই হবে।

জেনে আনন্দিত হলাম যে কবিতার লাইনটি পড়ে আপনার এই গানটির কথা মনে হয়েছে, এবং এটা আমায় দিলেন শুনতে।
দুর্দান্ত একটা গান।

একটা স্টেজে এসে মানুষ যেন ঘুরেফিরে নিজেকেই চায়। আসলে এই বয়সে এসে, মানে বয়স যখন ৩০ হলো তখন মানুষের অনেকগুলো উপলব্ধি হয় এবং সেই উপলব্ধি বিরহের হয়, জীবন বোধ এর হয়, মাঝেমধ্যে আনন্দের হয় এবং আপনি সেটা ধরতে পেরেছেন এবং চমৎকার একটি মন্তব্যে সেটি ব্যক্ত করেছেন আমি এতে খুবই পুলকিত।

এই লেখায় আপনাকে পেয়ে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

২| ১৪ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৪৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: হৃদয়ের মত এমন আর কি ভাঙ্গে নিখুঁত! +++

ত্রিশ বছরের আত্ম উপলব্ধি'তে একরাশ ভালো লাগা।

১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৩৮

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ বোকা মানুষ বলতে চায়

যত দিন বাড়ে বছর বাড়ে, উপলব্ধি, লব্ধি - সবকিছুই বাড়ে। সময় আমাদের অনেক কিছুই শেখায়।
আপনার মন্তব্যে ভালোলাগা রইলো।

৩| ১৪ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২৪

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




কে বলেছিলো, " আবার আসিও তুমি - আসিবার ইচ্ছা যদি হয় - ত্রিশটি বছর পরে ?"
অসুস্থ পাতার মতো দুলে দুলে বয়সের শাখা থেকে খ'সে যাওয়া ত্রিশটি বছরের বিষাদী কবিতা লিখলেন।

ত্রিশ বছরে এসে আপনার উপলব্দি মনে হয়ে এটাই -- আপনারে আমি বাসিয়াছি ভালো - বারেবার।

সুন্দর লেখায় +++++++

১৪ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৪০

জাহিদ অনিক বলেছেন: ত্রিশটি বছরের বিষাদী কবিতা লিখলেন। - বিষাদী কবিতা লেখার পরে যে একটা মারাত্মক সুখানুভূতি হয় সেটা একদম দুর্দান্ত!

শ্রদ্ধেয় আহমেদ জী এস, চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।

৪| ১৪ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:





আমি চাই যুদ্ধ তবুও হলেও বা হোক - ভালোবাসা যেন কখনও কারও না হয়।
আহা কি ভীষণ অভিমান!

আমি হৃদয়ে ধারণ করি যুগপৎ -চূড়ান্ত অসংগতি আর সর্বনাশা প্রেম।
হোক সর্বনাশা, তাও হৃদয়ে প্রেম থাকুক।


১৪ ই জুলাই, ২০২৪ রাত ৮:৫৩

জাহিদ অনিক বলেছেন: মিরোরডডল


অভিমান, মান, প্রেম, দ্রোহ, জীবন, জল, সন্ধ্যা -
যা কিছুই আসুক, সবিকিছুই যেন গ্রহণ করে নিচ্ছি। নিতে শিখেছি।


ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য। ভালো থাকবেন। শুভেচ্ছা! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.