![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
বৈশ্বিক উষ্ণতার খবর রাখে সবাই
এই মনের উষ্ণতা কবে যে বেড়ে গেছে
সে খবর কি কেউ রাখে?
বৈশ্বিক কাঁপনের শংকা দিন দিন বেড়ে চলেছে
এই মনের প্রতিনিয়ত কাঁপন পুরোনো হচ্ছে
সে খবর কি কেউ রাখে?
অবাধ বাঁধের বাঁধাবাঁধিতে বেড়ে উঠছে ক্ষরার থাবা
এই মন একপাক্ষিক ভালবাসার বাঁধে
কবেই শুকিয়ে গেছে
সে খবর কি কেউ রাখে?
বসন্ত রঙের কোলাহলে মাতাল পিচঢালা শহুরে রাজপথ
মাতাল উন্নয়নহীন গ্রামের মেটোপথ
এই মনের ধুলোমাখা পথে
শীতের ঝরাপাতার আর্তনাদ
সে খবর কি কেউ রাখে?
উনো পেটে নাগরিক চোখে
উন্নয়ন বিজ্ঞাপনের মাখামাখি
শিরোনামে অথবা শেষ পৃষ্ঠায়
কোথাও খবর নেই ভীষণ মন খারাপের
সে খবর কি কেউ রাখে?
২| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ২:৩১
জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০২৩ রাত ১:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।