![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের আলছানি দেয়া
পুস্পটিত হৃদয় ভেজা ,
শিশিরের মত ঝরা
নিলীমার নীল ,
আমার নিখীল তুমি
আমার নিখীল ।
বাজিল ব্যাকুল বাণী
তোমাকে প্রানের জানি ,
একটু নিরবতা
ব্যথা নেই ,নেই ব্যথা ,
আর অন্য কোথা ।
নয়নে স্বপ্ন টুটে ,
হৃদয়ে বেজে উঠে ,
বেদনার ঢেঊ উঠে ,
অনন্ত অসীর ।
স্বপ্ন তুমি , নিলীমার নীল
আমার নিখীল তুমি ,
আমার নিখীল ।
২| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫১
বিজন রয় বলেছেন: কি চোখে দেখালেন তাকে, কিভাবে হৃদয়ে নিলেন তাকে।
সে তো নীল। সে তো নীল।
ভাল লিখেছেন পুরানো ঢঙে।