![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ জুড়ে মেঘের মেলা
ঘরে কেটেছে সারা বেলা
সন্ধা হয়েছে ও মোর জ্বালা
কি করিব প্রভূ?
কর্মের খোঁজে যেতে পারি নাই
কি খাব তাও জানা নাই।
ক্ষুধার্ত সন্তানের আর্তনাদে
আকাশ বাতাশ ভারি হয়ে উঠে।
সকাল হলে কি করিব
সন্ধ্যা হলে কোথায় যাব?
এই আর্তনাদ কাকে জানাবো
তুমি বলে দাও প্রভূ?
সকল সমস্যার সমাধান
তুমিই দিতে পার হে মহান
তোমার কাছে আকুতি আমার
তুমিই স্রষ্টা মহান।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: দারুন লিখেছেন কবি। ধন্যবাদ সুন্দর কবিতা উপস্থাপনের জন্য।