নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয়নাল,হাটহাজারী

জয়নাল আবেদীন

জয়নাল আবেদীন › বিস্তারিত পোস্টঃ

...সমাধি ...

১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২১

সবুজ মাঠে জোৎস্না রাতে জোনাকীরা

মিট মিট করে আলো দিয়ে খোঁজে তোমায়

জোনাকীরা খোঁজে তোমায় ..

শুধু তুমি নাই কাছে

সব কিছুই ডাকে তোমায় ..

শুধু তুমি নাই পাশে ৷



তোমার জন} কাদেঁ আকাশ , কাদেঁ বাতাস

কাদেঁ চাদঁ আর তারাঁ

ব}৷থায় বুঝি থমকে দাড়ায়

নদীর স্রোত ধারা ৷

সবকিছুই ডাকে তোমায়

শুধুই তুমি নাই কাছে

তারা গুলো ডাকে তোমায়

শুধু তুমি নাই পাশে ৷

তোমার সমাধির নিজনে

লতা পাতায় ঘিরে আছে বনে

সমাধির পাশে কোকিলের সুের

ব্যাথায় মন কাঁদে ..



সব কিছু ডাকে তোমায়

শুধু তুমি নাই কাছে

মনটা খুজেঁ তোমায়

শুধু তুমি নাই পাশে ..

পৃথীবীতে ফিরবেনা জানি

স্বপ্নের ঘোরে দিও দেখা মনে পাব শান্তি ৷







জয়নাল আবেদীন

হাটহাজারী, বাসষ্ট্যান্ড

চট্রগ্রাম

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:০০

জয়নাল আবেদীন বলেছেন: বানানে রেপ লিখতে সমস} হওয়ায় লিখতে পারিনি ৷

২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

দূরে থাকা মেঘ বলেছেন: নামটা পড়েই মন উদাস হয়েছে, নাম বড্ড পছন্দ হয়েছে। আর "জোনাকীরা খোঁজে তোমায় ..
শুধু তুমি নাই কাছে
সব কিছুই ডাকে তোমায় ..
শুধু তুমি নাই পাশে ৷" লাইন গুলোর তুলনা নেই।

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭

জয়নাল আবেদীন বলেছেন: ধন}বাদ, দূরে থাকা মেঘ..।

৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর লিখেছেন ।।

৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

জয়নাল আবেদীন বলেছেন: ধন}বাদ, মায়াবী ছায়া ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.