![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় বাবা
আজ আমি বড় ভাল আছি ! এই সমাজের ভাষায় সুখী ৷ সমাজের কথা বলছি কারন এই সমাজ জীবনের মূল} পরিসংখ}৷নে হিসেব করতে শিখিয়েছে ৷ যার যত টাকা সে তত সুখী ৷ বড় হাস}কর লাগে শুনতে ৷ তবে বাস্তব মেনে নিতে হবে বৈকি ৷ তুমি যেভাবে মেনে নিয়ে আমাদের থেকে অনেক দূরে চলে গেছ ৷
তোমার দেখানো পথেই হাটছি বাবা ৷ এই হাটার মাঝে আমাকে হোচঁট খেতে হয় প্রতিনিয়ত , চারদিকে শুধুই আধাঁর তখন , আধাঁরের মাঝে হাটতে হাটতে ভীষন বড় বড় gorte পড়ে যায়, তবুও আমি ওঠে দাড়ায়, আবার পথ চলতে শুরু করি ৷ সে mohorte তোমার কথা মনে পড়ে যায় বাবা ৷
কেন তুমি এত তাড়াতাড়ি চলে গেলে বাবা না ফেরার দেশে
Zonzal মুখর poristitite বুকে আগলে রাখার porivot te তুমি আজ নিথর নিশ্চল হয়ে ঘুমিয়ে পড়লে সাড়ে তিন হাত মাটির নিচে ৷ যে দিন বাবা তুমি চলে গেলে আকাঁশ ছিল গভীর অন্ধকারে ঢাকা, তখনোই বুঝতেই পারিনি আমার জীবন ও গভীর অন্ধকারে ঢেকে গেছে ৷ আমি বুঝতেই পারিনি কেউ যে আমার নেই ... ..
চারিদিকে শুধুই হাহাকার
আমি শুধু হতবাক হয়ে চেয়ে আছি আকাশের কোনে
হারিয়ে ফেললাম প্রিয়জনকে
বাবা তোমাকে
আচ্ছা বাবা কতটা ভালবাসলে তুমি জেগে উঠবে ?
কীভাবে ডাকলে তুমি ফিরে আসবে ?
বুকে জড়িয়ে ধরবে ?
জান বাবা তোমার ছোট ছেলে এখন ডাক্তারী পড়ছে ৷ তার জন} অনেক কষ্ট করতে হয়েছে আমাকে ৷ তারপরেও ভাললাগে সে একদিন ডাক্তার হবে, আমি সবাইকে বলতে পারব আমার ছোট ভাই ডাক্তার ৷
আচ্ছা বাবা তুমি বেচেঁ থাকলে খুবই gorvo করে বলতে পারতে তাই না !! আমি জানি তুমি খুব gorvo করতে ৷
কারন এই রকম কপালতো সবার হয়না
কিন্তু কী দূভাগ} আমাদের অকালে চলে গেলে আমাদের ছেড়ে ৷
বাবা তুমি চলে যাওয়ার পর অনেক ছড়ায় উৎড়ায় পেরিয়ে আজ এই porzaiea এসেছি ৷ জীবনে অনেক পাওয়া আর না পাওয়ার হিসেব করতে হয়েছে , অনেক ধৈযে}র পরীক্ষা দিতে হয়েছে , কখনো কখনো অনেক কষ্ট ও পেয়েছি , কিন্তু ধৈয} হারায়নি ৷
বাবা তুমি চলে গেলে বড় অসময়ে ৷ তোমার জন} কিছু পা রিনি করতে , তবে একটা জিনিস পেরেছি , তোমাকে কাধেঁ নিতে পেরেছি শেষ বারের মত ৷
তুমি কি বুঝতে পেরেছিলে বাবা ?
তোমার সমাধিটা বাবা এমন এক জায়গায় চোখ ফেরাতে চেয়েও যেপারিনা ৷ তোমার সমাধিটা চোখে দেখলে আমার বুকটা যে হাহাকার করে ৷ তখন অন} রকম এক কষ্টের মাঝে আমাকে ডুবে থাকতে হয় ৷
জেমসের বাবা গানটি শুনলে আমি খুব আবেগ প্রবন হয়ে যায় ৷ কারন গানের কথা গুলো একান্তই যে আমার ৷ প্রতিটি স্পন্দনে অন্তনিহিত, অথচ অদৃশ} ৷ গোপনে রেখে দেয় ওদের অতীব যত্নে ৷ শুধু বের হয়ে আসে কান্নার ধ্বনি গানটার সুরের সাথে ..
...
আমি অবাক হয়ে ভাবি আর মনের নিভৃতে কাদিঁ ৷ আমার এই লেখাটি লিখতে অনেকবার বসতে হয়েছে বাবা , প্রতিবারই চোখের জলেই ভেসে গেছে আমার দুচোখ ৷
আচ্ছা বাবা তুমি কী দূর আকাশেতর তারা হয়ে সন্তানদের সব কিছু দেখছ ?
তোমারতো দেখারই কথা
কারন এই বন্ধন এক অন}রকম বন্ধন
আমার অস্তিত্বের প্রতিটি রক্তবিন্দুর nirzase তুমি যে বহমান ৷
পৃথীবীর এই কঠিন nirmom বাস্তবে তোমাকে প্রতিক্ষনে স্বরন রাখি ৷
অভিমান ভেঙ্গে তারপরেও ফিরে আসবেনা ?
যদি নাই আস অন্তত স্বপ্নের ঘোরে হলে ও দিও দেখা ....
.
#রেপ দিতে সমস}৷ হওয়ায় দিতে পারিনি #
©somewhere in net ltd.