নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বিমাত্রিক স্বপ্নগাথাঁ

কীর্তন কানাই

এক গ্লাস স্বপ্নের শরবত আমার ভীষণ দরকার, যেখানে থাকবে একমুঠো ভালোলাগা, এক চিমটি জোছনা আর পরিশেষে থাকবে ভালোবাসাময় তৃপ্তির এক অনিঃশেষ ঢেঁকুর...

কীর্তন কানাই › বিস্তারিত পোস্টঃ

স্যূইসাইডাল নোট

২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

আমার জিবনটা আমি এখানেই থামিয়ে দিতে চাই। আমি আর স্বপ্ন দেখতে চাইনা। অনেক ভুলে জিবনটা পরিপূর্ণ করে দিয়েছি আমি। চারিপাশের মানুষগুলোকে আমি বিরক্ত করে দিয়েছি। আমাকে আর নিতে পারছেনা কেউ। কারো শান্তি বিনষ্ট করার অধিকার নেই আমার। এতো কষ্ট হজম করার মত পরিপক্ক হইনি আমি। পূর্ণ বিকশিত না হওয়াটা সত্যিই অনেক দোষের। সর্বোচ্চ না হওয়াটা আরো বেশি পাপের। অনেক বেশি জানতে হবে, অনেকের মধ্যে অন্যতম হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে। এইতো জীবন তাই না??? থুতু ফালাই এই জিবনে। নষ্ট জীবন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

রহমান জর্জ বলেছেন: ভাইডি, জাস্ট এমব্রেস দ্যা বিটার টেস্ট অব লাইফ এন্ড দ্যান ইউ উইল এমব্রেস দ্যা বিউটিফুল টেস্ট অব লাইফ৤ হোল্ড অন৤ হয়ে যাবে৤

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মাহবুবুল ইসলাম (সুমন) বলেছেন: বিবেককে বাঁচিয়ে রাখা কষ্টের তবু চেষ্টা থাকবে অবিরত, সম্মুখ যুদ্ধে বারবার হেরে যাওয়া শত্রুকে আলিংগন করাটাই বিবেকবানের বিবেকের স্পষ্ট পরিচয় বহন করে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

কীর্তন কানাই বলেছেন: উপরের নোটটি আমি আমার মৃত্যু কামনার সাক্ষি হিসেবে লিখিনি । লিখেছি আমার সদ্য প্রয়াত বন্ধুর উৎসর্গে। তার মৃত্যু স্বাভাবিক ছিল না। সে আত্নহনন করেছে। তার এই মৃত্যুর পিছনে ছিল আমাদের অসুস্থ সমাজ এবং শিক্ষা ব্যবস্থা।সে হয়তো পেরেছে এই অসুস্থতার বিরুদ্ধে প্রতিবাদ করতে। সে শারীরিক ও আত্নিকভাবে মুক্তি পেয়ে চলে গেছে না ফেরার দেশে কিন্তু আমরা যারা এখনও শারীরিকভাবে বেঁচে আছি তারা কি পারছি আমাদের আত্নাকে বাঁচিয়ে রাখতে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.