নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিধা পাবলিক...

jajabor13

jajabor13 › বিস্তারিত পোস্টঃ

বাসে উঠতে সাবধান...

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭

দিনের আলো প্রায় শেষ । হাঁটতে হাঁটতে আগ্রাবাদ মোড়ে আসলাম । পকেটে ৩ টা মোবাইল ... একটা বাসার, ঠিক করতে আনছি আর দুইটা নিজের । পকেটে হাজার খানেক টাকা নিয়ে গন্তব্য জি.ই.সি মোড়। একেকটা বাস আসে আর সবাই দৌড়ায় । মোড়ের large screen এ বেবি ডায়পারের এড দেখতেসি আর মনে মনে অলিম্পিকে বাঙ্গালির ব্যর্থতার কারন আনুসন্ধান করতেসি । ১০ নম্বর বাস দেখে কিছু না ভেবে উঠে গেলাম । প্রচণ্ড ভিড়ে কোন রকমে হ্যান্ডেল ধরে দাঁড়ালাম । গাড়ি ছারতেসে এমন সময় দুইটা ছেলে উঠলো, পরে উঠলো আরো ২ জন । সবার বয়স ১৫ - ১৭। বাসে দাঁড়াই আছি আর একটু পর পর পকেটে মোবাইল, মানি ব্যাগ চেক করতেসি । টাইগার পাস আসতেই আমার পাশে দাঁড়ানো লোক বলে উঠলো , পকেটে হাত দেস কেন ? এই বলে সে পরে ওঠা একটা ছেলের হাত ধরল। ওদের দিকে তাকাতেই দেখি দুইজনই আমার গায়ের সাথে প্রায় লেগে আছে । সাথে সাথে ছেলেটা বললো, আমার মোবাইল নিয়ে গেছে , গাড়িতেই কেউ আমার মোবাইল নিয়ে গেছে । একটু ভয় পেলাম এবং নিজের পকেট চেক করলাম । তখন ওই ছেলের সাঙ্গ পাঙ্গ খুব চিল্লাচিল্লি করতেসে আর প্রথম জনের পকেট চেক করতেসে, যেন সেই চোর। নিজের একটু অস্বস্তি লাগতেছিল, ছেলেটা ছিল আমার পাশে । পকেট চেক করে যদি তিনটা মোবাইল পায়, তাহলে আর কথা বলা লাগবেনা... মাইর একটাও মাটিতে পরবেনা। বাসের অন্য কাউকে খুব একটা চিন্তিত মনে হল না। ছেলেগুলা অন্য কাউকে চেক ও করল না। পরের স্টপেজেই নেমে গেল। ওদের কাজ দেখে পুরাই স্পিকার হয়ে গেলাম... :-*

ছেলেগুলো নেমে যাওয়ার পর বাসের কন্ট্রাক্ট্রর বললো আসল কথা। এই ছেলেগুলা পকেটমার। একজন পকেট কাটে। সে ধরা পরলে, উল্টা victim কেই আক্রমন করে পরিস্থিতি পরিবর্তন করে। অন্য ছেলেগুলো ওকে সমর্থন দিতেই বাসে ওঠে।

বঝেন অবস্থা... সাবধানে থাকবেন... শুভ রাত্রি।

;)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

ইখতামিন বলেছেন: :#) :#) :#)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

jajabor13 বলেছেন: :)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

ইখতামিন বলেছেন:
ধন্যবাদ
শুভ রাত্রি।

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

রাজ্ু দাশ বলেছেন: ভাই, আমি নিজে ও প্রতিদিন বাসে আগ্রাবাদ থেকে বাসার দিকে যাই, খুব কষ্ট হয় যেতে। ১০নং বাসগুলোর স্বেচ্ছাচারিতা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেলাম। ওরা সকালে আর বিকেলে গার্মেন্টসের ভাড়া চালায় আর দিনের অন্য সময় সাধারণ যাত্রী বহন করে। অফিস ছুটির সময় অনেক অসহায় মানুষের সাথে নিজে ও দাঁড়িয়ে থাকি কাকটা ১০নং বাসের আশায়। অনেককিছু নিজের চোখে দেখে ও মুখ বুঝ সহ্য করে যাই, কিছুই করার থাকে না। সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরি তো, প্রতিবাদ করার মত শক্তি/সামর্থ্য কোনোটাই থাকে না। তবে আমি যা পারি নিজে সতর্ক থাকি আর অন্যদের কে ও সতর্ক থাকতে বলি। ধন্যবাদ, ভালো থাকবেন।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৮

jajabor13 বলেছেন: হ্যা, আগ্রাবাদের জ্যাম খুব বিরক্তিকর... ভাল থাকবেন ।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

ডরোথী সুমী বলেছেন: সাবধান থেকেও খুব একটা লাভ হয়না। বিশেষ করে পুরুষ ভাইদের। ভয়াবহ অবস্থা। ধন্যবাদ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫

jajabor13 বলেছেন: মহিলারা আলাদা সিটের জন্য কিছুটা সেইফ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.