নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাজাবর পৃথিবী

ভ্রমন ভালোবাসি...!!! যাযাবরের মতো যেখানে রাত সেখানেই কাত হয়ে যাই। ঘুরে দেখতে চাই এই অপরূপ বসুন্ধরার রূপ টাকে...।

জাজাবর পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

ঢাকা - বরিশাল - মোড়লগঞ্জ রুটে চলাচল কারী বিআইডব্লিউটিসি এর জাহাজ এম ভি বাঙ্গালী এর রিভিও

০১ লা মে, ২০১৫ রাত ১০:১৯

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নিজস্ব অর্থায়নে এই জাহাজটি নির্মাণ করা হয়েছে। জাহাজটি তৈরী করেছে ওয়েস্টার্ন মেনির শিপইয়ার্ড লিমিটেড ।ঢাকা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় জাহাজটি চাঁদপুর হয়ে বরিশাল পৌঁছাতে পারবে।

কনস্ট্রাকশন অব প্যাসেঞ্জার ভেহিকেল ফর বিআইডব্লিউটিসি প্রকল্পের আওতায় বিআইডব্লিউটিসির তত্ত্বাবধানে ‘এমভি বাঙ্গালি’ ও ‘এমভি মধুমতি’ নামে দুটি জাহাজ নির্মাণ করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। গত ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘এমভি বাঙ্গালি’ জাহাজটি উদ্বোধন করেন। অপরদিকে একই সঙ্গে তৈরি করা ‘এম ভি মধুমতি’ জাহাজটি জুনে বিআইডব্লিউটিসি’র বহরে যুক্ত হবে।

স্টিমারে চলাচলের জন্য যাত্রীদের ই-টিকিটিং-এর ব্যবস্থা থাকবে বলে বলা হয়েছিল, এখন সেটা বাস্তব হতে যাচ্ছে, আজ থেকে sohoz.com এ অনলাইন এ টিকেট পাওয়া যাবে।

জাহাজটির ডাইমেনসনঃ জাহাজটির দৈর্ঘ্য ২৪৭.৭০ এবং প্রস্থ’ ৪১.০১ ফিট, গভীরতা ৯.৮৪ ফিট।
জাহাজটির গতিঃ এর নূন্যতম স্পিড ঘণ্টায় ১১ নটিক্যাল মাইল বা ২০.৩৭ কিলোমিটার।
জাহাজটির চলাচলের রুটঃ ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি- কাউখালী-হুলারহাট- চরখালী -বড় মাছুয়া (মঠবাড়িয়া)-মোড়লগঞ্জ-সান্ন্যাসি-মংলা-খুলনা। বর্তমানে নাব্যতা সংকট এর কারনে, মোড়লগঞ্জ পর্যন্ত যায়।

জাহাজটির যাত্রী ধারণ ক্ষমতাঃ জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা ৭৫০ জন।
কেবিনঃ
ভিআইপি/ফ্যামিলি স্যুট কেবিন চারটি, প্রথম শ্রেণি ডাবল কেবিন ৩৪টি, সিঙ্গেল কেবিন চারটি, দ্বিতীয় শ্রেণি ডাবল কেবিন ১৮টি, দ্বিতীয় শ্রেণি চেয়ার ৮৪ জন।



ডেকঃ তৃতীয় শ্রেণি মেইন ডেক ৪০০ জন, তুতীয় শ্রেণি আপার ডেক ১৫০ জন।
চলাচলের সময়সূচীঃ
সপ্তাহে ৩ দিন, শনিবার, সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে রাত ৮.৩০ (এখন সন্ধ্যা ৭টায় ছেড়ে যাচ্ছে) মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বরিশাল থেকে পরদিন সন্ধ্যা ৭.০০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

ভাড়া:
সুলভ ঢাকা-বরিশাল ১৭০ টাকা, চাঁদপুর ১০০ টাকা
প্রথম শ্রেণীর কেবিন (এসিসহ সিঙ্গেল) এক হাজার ৫০ টাকা
ডাবল ৩ হাজার ৭৪০ টাকা
দ্বিতীয় শ্রেণী (নন এসি) ৬৩০ টাকা
ভিআইপি কেবিন দুই হাজার টাকা

যোগাযোগঃ
সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে সরাসরি যোগাযোগ করা যায়। তাছাড়া মোবাইলের মাধ্যমেও যোগাযোগ করা যায়।
ঠিকানা: ৫ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭২৯-৭৭৪৫৬
বিআইডব্লিউটিসি প্রধান অফিস ও বাদামতলী ঘাট অফিস ফোনঃ ৯৫৫৯৭৭৯, ৯৫৫৫০৩২-৩৩, ৯৫৫০৪৬৬, ৭৩৯০৬৯১

বাংলাদেশ এর নৌ রুটে চলাচল কারী সকল ধরনের জাহাজ/লঞ্চ নিয়ে ভারচুয়াল জগতে, আমরা এই Launch Lover - লঞ্চ ভালোবাসি পেজ এ পোস্ট করে থাকি, এগুলোতে যাতায়াত এর ভালো মন্দ, সময়, যাত্রী সচেতনতা সব কিছু। শুধু মাত্র নৌযান এর প্রতি ভালোবাসা থেকেই আমরা কিছু নৌযান পাগল ছেলে পেলে কাজ গুলো করি। আমাদের পেজ টা ঘুরে আসার আমন্ত্রন রইল। আর আমাদের লঞ্চ / জাহাজ নিয়ে ফেসবুক কমিউনিটি Launch Gossip: The ultimate passion আছে, যেখানে আমরা সবাই নদী ও নৌযান সম্পর্কিত বিষয় নিয়ে মুক্ত আলোচনা করে থাকি। আমাদের সাথে থেকে এই বিষয় গুলোতে আপডেট থাকতে পারেন। আর হ্যাঁ ছবি গুলো আমাদের পেজ এবং গ্রুপ এর ভাই ব্রাদার লঞ্চ লাভার রাই তুলেছে। আর কোন ইনফো দরকার হলে আমাকে আমার ফেবু তে নক করতে পারেন।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ রাত ১০:৪০

হাউ মাউ কাউ বলেছেন: কুয়াকাটা যাওয়া যায় এমন একটা রুট Plan দিয়া পোস্ট কইরেন ভাই । আপনার পোস্ট ভাল লাগছে ।

০১ লা মে, ২০১৫ রাত ১০:৪৯

জাজাবর পৃথিবী বলেছেন: পোস্ট করবো। ধন্যবাদ !!

২| ০১ লা মে, ২০১৫ রাত ১১:০৮

আহমেদ জী এস বলেছেন: জাজাবর পৃথিবী ,




সংগ্রহে রাখলুম ।

০১ লা মে, ২০১৫ রাত ১১:২৩

জাজাবর পৃথিবী বলেছেন: ধন্যবাদ ! :)

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

জুবাইদুল ইসলাম বলেছেন: ভালই লিখেছিস ভাতিজা.। B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.