নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ জাকারিয়া

মোঃ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

জীবন বাঁচানোর এক অনন্য প্লাটফর্ম (মেড ইন বাংলাদেশ)

১২ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

আমাদের দেশে প্রতিবছর পাঁচ লাখ ব্যাগ রক্তের দরকার হলেও এর মাত্র ২৫ শতাংশ স্বেচ্ছাসেবী রক্তদাতার মাধ্যমে আসে। অপরদিকে অতি প্রয়োজনের সময় পেশাদার রক্তদাতা কিংবা ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত কিনতে হয়। কিছু কিছু ব্লাড ব্যাঙ্ক এবং পেশাদার রক্তদাতা যে কত অনিরাপদ এবং রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, পত্রিকার কিছু প্রতিবেদন দেখলেই এর ভয়বহতা বুঝা যায়। দেশের হাজার হাজার মানুষ প্রতিবছর রক্তের অভাবে মৃত্যুবরণ করে। কিন্তু আমাদের মোট জনসংখ্যার ৬০% মানুষ রক্ত দানে সক্ষম হলেও প্রকৃত পক্ষে দান করেন মাত্র ৪% মানুষ।



আমাদের দেশে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য অনেক মানুষের আগ্রহ থাকা সত্বেও সমন্বয়ের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করা সম্ভব হয় না। আরেকটা বড় সমস্যার হলো স্বেচ্ছাসেবী রক্তদাতা পাওয়া গেলেও দূরে গিয়েই রক্ত দিতে অনেকে রাজী হন না। কেননা শহরে প্রচন্ড ট্রাফিক জ্যামের জন্য তাদের ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়। ফলে চাকরিজীবি অফিস থেকে এতো দীর্ঘ সময়ের জন্য বের হতে পারেন না। ইউনিভার্সিটি/কলেজ স্টুডেন্টরা ক্লাসে সময়মতো উপস্থিত হতে না পারার ভয়ে রক্ত দিতে যান না। কিন্তু রক্ত এমন একটা জিনিস, সব সময় দরকার না হলেও প্রয়োজনের সময় নিরাপদ রক্তের সরবরাহ নিশ্চিত করা অনেক কঠিন, বিশেষ করে বাংলাদেশের মত দেশে। এই সমস্যা সমধানের জন্যই BloodSN.com এর যাত্রা শুরু।







BloodSN.com হলো বাংলাদেশ থেকে চালুকৃত একটি সোশ্যাল নেটওয়ার্ক। যেটি সবচেয়ে নিকটবর্তী রক্তদাতা এবং রক্তগ্রহীতার মধ্যে যোগাযোগ করে দিতে কাজ করে। যেখানে আপনি আপনার রক্তের গ্রুপের উপর ভিত্তি করে নিকটবর্তী মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবেন (ফেইসবুক, টুইটার এবং অন্যন্য জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কে )। ফলে জরুরি (এক্সিডেন্ট, অপারেশন ইত্যাদি) সময়ে আপনার রক্তের প্রয়োজন হলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।



প্রচলিত ব্লাডের ওয়েবসাইট গুলোর সাথে BloodSN.com তেমন মিল খুঁজে পাবেন না। এখানে ডোনারদের তথ্য সবার সাথে পাবলিকলি শেয়ারিং করা হয় না। ডোনারকে তার লোকেশনের সবচেয়ে নিকটবর্তী ক্রমানুসারে রক্তগ্রহিতাদের দেখায়। তখন ডোনার যদি বিস্তারিত দেখে কাউকে রক্ত দিতে সম্মত হয় এবং সাড়া (রেসপন্স) দেয়। তাহলে যোগাযোগ করার জন্য ঐ রক্ত গ্রহীতা ডোনারের যোগাযোগের নম্বর, ইমেইল দেখতে পারে। ফলে ডোনারের গোপনীয়তা (প্রাইভেসি) রক্ষা হয় এবং অকাঙ্খিত ফোনকল/ইমেইল পাওয়ার সম্ববনা থাকে না।



BloodSN.com এমন সব বৈশিষ্ট্যসমৃদ্ধ একটি সাইট যেটি রক্তদানের প্রক্রিয়াকে দ্রুততর এবং ফলপ্রসূ করার পাশাপাশি, ব্লাড নিয়ে যারা কাজ করছেন তাদের সবাইকে এক প্লাটফর্মে নিয়ে আসবে। এই প্লাটফর্মে এমন সব ফিচার আছে আপনি পৃথিবীর কোথায় এমন সব জিনিস খুঁজে পাবেন না।



আসুন আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলি। যা অন্য দেশের কাছে মডেল কিংবা অনুপেরণা হতে পারে



বিস্তারিত জানতে: http://www.bloodsn.com/bn/about

আমাদের ফেইসবুক পেজ: https://www.facebook.com/BloodSNcom



নিজের চোখে দেখলে বুজতে পারবেন, রক্তের অভাবে কিভাবে মানুষ অসহায়ভাবে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে। আমরা প্রাপ্তবয়স্করা প্রত্যেকে যদি এইসব অসহায় মানুষদের সহযোগীতায় এগিয়ে আসি, তাহলেই কাউকে আর অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েতে হবে না। রক্ত দান একটি মহৎ কাজ। আসুন সবাই মিলে এই মহৎ কাজ এগিয়ে নিয়ে যাই। যদি একটি ভালো কাজ করতে চান তাহলে রক্ত দান করে একজন ব্যাক্তি, একটি পরিবার বাঁচিয়ে রাখুন।বার বাঁচিয়ে রাখুন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৭

শামীম সুজায়েত বলেছেন: বাংলাদেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে আসুন সমবেত হই মেড ইন বাংলাদেশের প্লাটফর্মে।

শুভ কামান রইলো।

২| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

তাসজিদ বলেছেন: আমি ৬ বার দিয়েছি। আশা করি আমৃত্যু দিয়ে যেতে পারব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.