নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ জাকারিয়া

মোঃ জাকারিয়া › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে "বিসিএস ম্যাথ এর প্রিপারেশন" ১০০% বিনামূল্যে

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫

সরকারী চাকরীর ক্ষেত্রে বিসিএস ক্যাডার পদে চাকরী করার স্বপ্ন দেখি আমরা অনেকেই। স্বপ্নের বিসিএস পরীক্ষার প্রথম বাধা হচ্ছে প্রিলিমিনারী পর্ব। প্রিলিমিনারী পরীক্ষা পাশ করলে আপনি লিখিত পরীক্ষার যোগ্যতা অর্জন করবেন। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে দীর্ঘমেয়াদে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে গণিত: গণিত অংশ থেকে সাধারণত ১০-১২টি প্রশ্ন থাকে। গড়, অনুপাত-সমানুপাত, ঐকিক নিয়ম, সরল-সুদকষা, লাভ-ক্ষতি, পরিমাপ, বীজগণিতের সাধারণ সূত্রাবলি, মাননির্ণয়, উৎপাদক, সূচক, সাধারণ জ্যামিতি—এসব বিষয়েই প্রশ্ন করা হয়। মাধ্যমিক পর্যায়ের গণিত চর্চা করলে সহজেই এসব সমস্যার সমাধান সম্ভব।

বিসিএস প্রস্তুতির গণিত অংশটিকে সহজ করে দিতে ১৩৫ টি লেকচার এর মাধ্যমে সুন্দরভাবে সাজানো হয়েছে নিচের চারটি কোর্স:

BCS Prep : Math Tricks

চলুন সবচেয়ে সহজে ও দ্রুত পদ্ধতিতে অংক শিখি । অংক সম্পর্কে সবারই থাকে অধিক আগ্রহ। আসলেই গণিত একটি মজার বিষয়। যারা গণিতকে পছন্দ করে তারাই জানে গণিত কতটা মজার। আজ সেই মজার গণিতকে নিয়ে আমরা সাজিয়েছি মজায় মজায় দ্রুত অংক করার পদ্ধতি। এই কোর্সটা সবার জন্য যারা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ নিবে তাঁদের জন্য তো অবশ্যই।

Start Learning Now

BCS Prep : Arithmetic

গণিতের ভয়কে জয় করতে Math দুর্বলতার অ্যান্টিবায়োটিক হিসাবে পাটীগণিত অংক এর tutorial video যা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, BCS সহ PSC এর সকল নিয়োগ , সরকারি বেসরকারি Bank নিয়োগ , সহকারী জজ নিয়োগ পরীক্ষা , প্রাথমিক মাধ্যমিক শিক্ষক নিয়োগ , শিক্ষক প্রভাষক নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার গৃহীত যে কোন নিয়োগ পরীক্ষার জন্য। এই কোর্সটি সম্পূর্ণ করলে যে কেও খুব সহজে পাটিগণিত অংক খুব সহজে শিখতে পারবে।

Start Learning Now

BCS Prep : Algebra

গণিতের ভয়কে জয় করতে Math দুর্বলতার অ্যান্টিবায়োটিক হিসাবে বীজগণিত অংক এর tutorial video যা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী, BCS সহ PSC এর সকল নিয়োগ, সরকারি বেসরকারি Bank নিয়োগ, সহকারী জজ নিয়োগ পরীক্ষা, প্রাথমিক মাধ্যমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রভাষক নিবন্ধন পরীক্ষা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার গৃহীত যে কোন নিয়োগ পরীক্ষার জন্য। এই কোর্সটি সম্পূর্ণ করলে যে কেও খুব সহজে বীজগণিত অংক খুব সহজে শিখতে পারবে।

Start Learning Now

BCS Prep : Mental Skills

মানুষের বুদ্ধিমত্তা যাচাইয়ের একটি বিশেষ মাধ্যম হল সিরিজ সম্পন্নকরন। সাধারণত অংক ও সংখ্যা দ্বারা এসব অভীক্ষা গঠন হয়ে থাকে। সংখ্যাবাচক বিচারশক্তি ও বুদ্ধি পরীক্ষার এ অভিক্ষায় বিভিন্ন ধরণের সিরিজ বা অনুক্রম , সিকুয়েন্স বা পরজায়ক্রম ইত্যাদির সমন্বয় ঘটানো হয়।

Start Learning Now

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৭

আবদুর রব শরীফ বলেছেন: উপকারী পোস্ট

২| ২৮ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

মোঃ জাকারিয়া বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.