নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ঘুরতে ভাল লাগে। ভাল লাগে প্রকৃতি বিজ্ঞান নিয়ে ভাবতে। ভাল লাগে নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলতে।

একটি পেন্সিল

একটি পেন্সিল › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট বলতে কি শুধুই somewhereinblog?

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০১

সম্ভবত ২০০৮ সাল থেকে ইন্টারনেট ব্যবহার শুরু করি। আর তখনই ফেসবুকের সাথে পরিচয়। মূলত পেপার পত্রিকার মাধ্যমেই ফেসবুকের কথা প্রথম জানতে পারি। তখন বেশিরভাগ মানুষেরই ফেসবুক বা ইন্টারনেট নিয়ে তেমন ধারনা ছিল না। এমনকি, আমার ক্লাস ফ্রেন্ডদের মধ্যে দু চারজন ছাড়া কেউ ই ফেসবুক চিনত না।
যাইহোক, ইন্টারনেট ঘাটতে ঘাটতেই ফেসবুকে একটা একাউন্ট খুলে ফেললাম। কয়েকদিন ঘাটার পরেই ফেসবুক ব্যবহারের খুটিনাটি অনেক কিছু শিখে গেলাম। মজার মজার স্ট্যাটাস পেতাম ফেসবুকে, দূর দুরান্তের মানুষের সাথে পরিচয় হত, কথা হত। সে যে কি অনুভূতি! কিন্তু একটা বিষয় খারাপ লাগত, ফেসবুকে পরিচিত মানুষদের তেমন খুজে পেতাম না, যদিও পেতাম, দেখা যেত আজ একটা স্ট্যাটাস দিয়ে আর দুই মাসেও খোঁজ নেই। আমি এই সমস্যা কাটানোর জন্য আমার বন্ধুবান্ধবদের ফেসবুকের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করি; কিন্তু তেমন কাজে দেয় না। যাইহোক, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন আমার ফেসবুক ফ্রেন্ড লিষ্টে প্রায় সবাই ই আমার পরিচিত লোকজন। তা সত্ত্বেও ফেসবুক এখন আর ভাল লাগেনা। কারন, সবাই সেলফি দেয়ায় থাকে ব্যস্ত, কেউ কেউ সারা দিনে ২০ টা ২৫ টা সেলফি দেয়, বলে সেলফি কেমন হয়েছে। বিষয়টা আমার মোটেও পছন্দ না। তাছাড়া যত ধরনের ফালতু স্ট্যাটাস, কে কি করল, কি খেল, কোথায় ঘুমালো এসব। ভাল কোন স্ট্যাটাসের ধার ধারেনা কেউ। আর কেউ কষ্ট করে ভাল কোন স্ট্যাটাস লিখে দিলেও, তার কোন ভেলু নাই। তাই ফেসবুকে আসা কমিয়ে দিয়ে ঢুকে পড়লাম একটা ব্লগ সাইটে। সেখানে লেখা পড়ছি, লেখা দিচ্ছি, কমেন্ট করছি, কমেন্ট পাচ্ছি। ভালই লাগছিল। কিন্তু সমস্যা একটাই, ব্লগটিতে সব সাহিত্য বিষয়ক পোস্ট করা হয়। অন্য কোন পোস্ট সেখানে দেখা যায় না। কিন্তু আমিতো শুধু সাহিত্য পছন্দ করিনা। আমার পছন্দের তালিকায় সাহিত্য ছাড়াও রয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, দর্শন, ধর্ম, রাজনিতী, অর্থনিতী, ভ্রমন কাহিনী সহ সব কিছু। এমন একটা ব্লগ কি থাকা সম্ভব? অবশেষে খুঁজতে না খুঁজতেই পেয়ে গেলাম আমার মনের মত ব্লগ সাইট, সামু ব্লগ। কয়েকদিন ব্যবহারের পর বুঝতে পারলাম, এটাইতো আমার চাই। এখন ইন্টারনেটে আসলেই প্রথমেই ঢুকে পড়ি সামু ব্লগে। সামু ব্লগে কি না আছে, কে না আছে, তা ব্লগের স্ট্যাটাস দেখলেই বোঝা যায়। এখানে কবি সাহিত্যিক আছে, বৈজ্ঞানিক আছে, অর্থনিতীবিদ আছে, রাজনিতীবিদ আছে, চিত্র শিল্পী আছে, চলচ্চিত্র ব্যক্তিত্ব আছে, আস্তিক আছে, নাস্তিক আছে। এখানে না আছে কি, এটাইতো জ্ঞানের ভান্ডার। সামুর মত ইন্টারনেট জগতে এত সুন্দর, এত বৈচিত্র্যময় ওপেন প্লাট ফর্ম হয়ত কমই আছে ইন্টারনেট দুনিয়া জুড়ে। জ্ঞান অর্জনের সব উপাদানই আছে এখানে।

কিন্তু একটা দুঃখের বিষয়ও আছে। সামু ব্লগের সন্ধান পাওয়ার পর তাড়াহুড়ো করে একাউন্ট খুলতে গিয়ে প্রথমেই নিকে ভুল করে ফেলি। কি নাম দেব, কি নাম দেব কিছুই মাথায় আসছিল না। অবশেষে মাথায় আসল, একটি পেন্সিল দেয়া যাক। কিন্তু লিখতে গিয়ে একটি পেন্সল হয়ে গেছে নামটি। এখন সম্মানিত মডারেটরের ইচ্ছা, তিনি ঠিক করে দেবেন কিনা। যদি দেন, তাহলেতো অনেক খুশি। না দিলেও সমস্যা নেই, এই নাম নিয়েই সামু ব্লগের সাথে থেকে যেতে পারব বলে আমার বিশ্বাস। আর সে ক্ষেত্রে সামুর সম্মানিত সিনিয়র ব্লগাররাই আমার ভরসা। তাদের ভালবাসা, সহায়তা আর বিজ্ঞ পরামর্শ না পেলে কিভাবে সামনের পথগুলো চলতে পারব(!)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮

মুশশাররাফ হোসেন সৈকত বলেছেন: ইন্টারনেট বলতে সামুব্লগ, বাঙালী কখনোই তা মনে করতো না বরঞ্চ উল্টা মনে করতো। ২০১৩ এর আগে মানুষ সামুর ব্লগার ও পাঠক বলতে পাগল ছাগল অগোছালো বুঝতো, ১৩ এর পরে বুঝে পাগল ছাগল অগোছালো+নাস্তিক। বাঙালী সমাজে সবসময়ে কদর ছিলো ফেসবুকের, শুরু থেকে। ১২ সালের মধ্যেই ফেসবুক বিভিন্ন লাখুর্ধ্ব মেম্বারবিশিষ্ট ফ্যাশন ও কুলনেস গ্রুপে ভরে যায়।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

আহা রুবন বলেছেন: ফেসবুকে মানুষ কী করে সেটাই তো বুঝি না। আরেকজনের ছবি কতক্ষণ দেখা যায়। তবু যদি সেগুলো সৃষ্টিশীল বা তথ্য সংবলিত কিছু হত। ফেসবুকের লাইকের কী মূল্য আছে? সবই তো ভুয়া,ভালমতো না পড়ে না দেখেই লাইক! আর কেই যদি কোনও কমেন্ট করে তার উত্তরও দেয়ার চেষ্টা করে না কেউ। ওর চেয়ে ব্লগ অনেক ভাল হাজার বিষয় পড়া যায়, জানা যায়, মন্তব্য করা যায়।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০০

রক্তিম দিগন্ত বলেছেন:



এগিয়ে যান ব্লগিং-এ।
ব্লগের আগের সেই আমেজটা এখন অতটা নাই। তবুও চলছে তো নিজের মত করেই।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শুভ ব্লগিং। লিখে যান।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৫

রুদ্র জাহেদ বলেছেন: লিখে যান। শুভ ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.