![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ কে ভালবাসি। দেশের বিরুদ্ধে যারা তাদের সামনে আমি দাড়িয়ে থাকবো সারা জীবন তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ চলবে আমার লেখাতে
বেশ কিছুদিন যাবৎ আমাদের এলাকায় রাত্রীতে বৃষ্টি হচ্ছে, মজার বিষয় হচ্ছে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে ভালোই লাগে, কিন্তু এই আরাম দায়ক ঘুমটা আবার বেশি ক্ষনের জন্য নয়তো। দুই আড়াই ঘন্টা পর আলসেমি শরীরে সেহেরীতে উঠার জন্য তাড়াহুড়া।
এই যে, গত রাতেও ঘুমানোর সময় ঝুম বৃষ্টি, ঘরের দরজাটা খুলে দাড়িয়ে থাকা। দাড়িয়ে পৃথিবীর নতুন রুপ দেখছিলাম।
অনেক জ্ঞানী মানুষেরা বলে থাকেন, বৃষ্টি আর চোখের পানি নাকি একি বিষয়। মেঘ জমে বৃষ্টি হয় আর কষ্ট জমে নাকি চোখের জল পরে, আমি আবার এই উক্তির সাথে এক মত হতে পারি না।
কারণ বৃষ্টিতো পৃথিবীকে ঠান্ডা করে দেয় আর চোখের জল কিন্তু কষ্টকে কখনো কমাতে পারে না। তাইতো আমরা সহজেই বলতে পারি বৃষ্টি শান্তির প্রতিক।
দু:খি মানুষের জন্য এক ঠান্ডা আভাস, আর শুখিদের জন্য মন থেকে আনন্দে বের হয়ে আসা বৃষ্টির গান।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনি কবি হয়ে যাবেন এক সময়<