নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাকির হোসাইন এর বাংলা ব্লগ।

?জকির!

on Facebook: www.fb/jakir007

?জকির! › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক চক্র

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১



নতুন কেউ যখন প্রথম অনলাইনে আসে প্রথমেই ফেসবুকে ঢুকে। দেখে একটা ইমেইল লাগবে একাউন্ট খুলকে। সাথে সাথেই ইয়াহুতে ঢুকে একটা ইমেইল আইডি খুলে নেয়। তারপর ফেসবুকে আইডি খুলে শুরু হয় অনলাইন জীবন।

কিভাবে না কিভাবে পুরাতন যারা ফেসবুক ব্যবহার করে, শুরু করে এড করা ফ্রেন্ড লিস্টে। সে হোক পরিচিত। হোক অপরিচিত। সে চিনুক আর নাই চিনুক, সে বিরক্ত হোক বা আনন্দিত[!] হোক তাতে কিছু যায় আশে না।

ঘুরতে ঘুরতে পেয়ে যায় ব্লগের খবর। দুই একটা ব্লগ পড়েই নিজের জ্ঞান সব উকি দিয়ে বের হতে থাকে। তার ও লিখতে হবে। দুই একটা লিখেও পেলে। এবার আবার ফেসবুকে যায়। ইতিমধ্যে দুই একটা গ্রুফে যুক্ত হয়ে যায়। কয়েকটা পেইজ লাইক ও দেয়। নিজের লেখা গুলো ছাগলের ছনার [বানান ভুল হতে পারে, মানুষের মুখে শুনছি। ছাগলের পায়খানা] মত সব জাগায় ছিটাতে থাকে।

দুই দিন পর জানতে পারে অনলাইনে আয় করা যায়। এর জন্য ব্লগস্পটে ব্লগ খুলতে হয়। খুলে ফেলে ব্লগ। নিজের ব্লগের লিঙ্ক আবার ঐ ছাগলের ছনার মত সব জাগায় ছড়াতে থাকে। ভিবিন্ন ব্লগে গিয়ে ঐ ব্লগের লিঙ্ক পেশ করে আশে।

এভাবে সব জাগায় লিঙ্ক শেয়ারের জন্য দুই একটা গ্রুফ এবং পেইজ থেকে ব্লক খায়। এবার চিন্তা করে নিজেই কয়েকটা গ্রুফ খুললে কেমন হয়। যেই চিন্তা সেই কাজ। সবাইকে ইচ্ছে মত গ্রুফে এডকরতে থাকে। দিতে থাকে নিজের গ্রুফের ইনভাইটেশন। বুঝেও না যে এভাবে সবাই বিরক্ত হয়। বা বুঝেও বুঝতে চায় না। এভাবে কেউ বিরক্ত হলে তাতে তার কি? তার দরকার ভিজিটর। ভিজিটর হলেই অনেক টাকা পাওয়া যাবে।

যখন দেখে এভাবে কিচ্ছু হয় না, তখন এক সময় হতাশ হয়ে পড়ে। ফেসবুক পায় একজন গুণী ব্যাক্তি। আরো কয়েকটা ফেসবুক পেইজ খোলে। শুরু হয় আবার বালছাল নিয়ে পোস্ট দেওয়া।



সাম্প্রতিক কোন ঘটনা ঘটলেই হয়েছে। শুরু হয় ত্যানা পেছানো। লেবুর মত চিপতে চিপতে একটা সুন্দর ঘটনাকেও তিক্ত করে পেলে।



যা কিছু অপছন্দ করি, তার সবটুকুই নিউজ ফীডে যায়গা করে নিচ্ছে। ভালো কিছু এখন আর চোখেই পড়ে না।

একই জিনিশ সব গুলো পেইজে শেয়ার করার মত বিরক্তিকর জিনিশ আর নেই হয়তো। ফেসবুকে ঢুকি মন ফ্রেস হবার জন্য। উল্টো আরো খারাপ হয়।



বিরক্ত হতে হতে এখন ফেসবুকের উপরই বিরক্ত।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

আমি মাখন বলেছেন: কিছু কিছু জায়গায় আতে ঘা লাগিল... |-) |-)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১

?জকির! বলেছেন: কম কম সব কিছুই ভালো। তাই বলে অতিরিক্ত কিছু ভালো না। অনেক অতিষ্ঠ হয়ে গেছি :(

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

তিমিরবিদারী বলেছেন: জটিল লিখছেন ভাই।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

?জকির! বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

রিওমারে বলেছেন: এইটা কি আপনার নিজের কাহিনী লিখলেন নাকি??? :P :P :P :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

?জকির! বলেছেন: নিজের ও হতে পারে। আমি নিজেও ফেসবুক ইউজার। দুই তিনটা পেইজ ও আছে। ব্লগস্পটেও ব্লগ আছে।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

আবু শাকিল বলেছেন: সমালোচনা মানুষ কে সঠিক করে।তাই মাইন্ড খাইলাম না।পোস্টে + দিলাম

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

?জকির! বলেছেন: ধন্যবাদ :)

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

doha057 বলেছেন: ফেসবুক থেকে ব্লগে আসতে সময় লাগলো প্রায় ৬ বছর, আমিই তাহলে অনেক দেরীতে আসলাম ;) কি জানি কবে আমিও আপনার মত বিরক্ত হয়ে যাই :P

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

?জকির! বলেছেন: শীগ্রই হবেন

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১

শান্তা273 বলেছেন: মনে হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে বলছেন।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

?জকির! বলেছেন: হু :(

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

নেংটি ইদুর বলেছেন: ;) ;)

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

?জকির! বলেছেন: :P :P

৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩

মাহাবুব১৯৭৪ বলেছেন: শুরু টা আমার সাথে মিলে গেছে । শেষ টা অবশ্য মিলেনি।

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

?জকির! বলেছেন: না মিল্লেই ভালো। :) ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.