![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি মেয়ে। নাম আনিকা। প্রথম দেখছি তাদের ছাদের উপর। বিকেল বেলায়। গান শুনে কানে এয়ারফোন দিয়ে। আমি ছিলাম তাদের বিল্ডিং এর পশ্চিম দিকে একটা বিল্ডিং এ। ছয় তলার একটা বারান্দায়। ঐদিন থেকে শুরু। প্রতিদিন বারান্দায় গিয়ে আনিকাকে দেখা। আজ ও দেখি। বিকেল বেলায়। বারান্দায় গিয়ে বসে থাকি একবার দেখার জন্য।
কোন কোন দিন আনিকা আসে না। কিছুক্ষণ পর পর ই তাকা ওদের চাদের দিকে। কিন্তু কেউ থাকে না ওইদিন। অনেক কষ্ট লাগে। মাগরিবের নামাজের আজান দিলে নামাজ পড়তে চলে যাই।
একই নিয়মে। আজও। শুরু হয়েছে অনেক আগে। ঢাকায় প্রথম আসছি পড়ালেখা করার জন্য। একটা অপদার্থ ছিলাম। নিজের কাছে যেমন, সবার কাছেও। ছিলাম গুড ফর নাথিং। জানতাম আমি আনিকার সামনে যাওয়ার যোগ্য না। তাই যেতে পারতাম না। অবজারভার হিসেবে কাজ করছি। দূর থেকে সব কিছু দেখে যেতাম। অবজারভার। দেখতে পারব, কিন্তু ছুঁতে পারব না, কিছুই করতে পারব না।
আজ অনেক দিন হয়ে গেছে। তিন বছরের ও বেশি। মনে হয় চার বছর। বা চার বছরের ও বেশি হবে। এখনো আমার বারান্দায় বসে আনিকাকে দেখার জন্য অপেক্ষা করি। ঐ একই বারান্দায়, ঐ একই সময়। ঐ একই নিয়ম। এখনো আমি অবজারভার। এখনো আমি ছুঁতে পারিনা কিছু। কিছুই না। এখন আমার আনিকার সামনে যাওয়া যোগ্যতা হয়েছে, ওদের ফ্যামিলির সামনে যাওয়ার যোগ্যতা হয়েছে। তারপরও যেতে পারি না। কেন জানি কেমন একটা ভয় লাগে। হেরে যাওয়ার ভয়। আমি হেরে যেতে চাই না। "না" শব্দটি আমি শুনতে চাই না।।
পদার্থ বিজ্ঞানের সকল নিয়ম মেনে চলা একজন অবজারভার কিন্তু একটা অপদার্থ।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
?জকির! বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
তাসজিদ বলেছেন: ছোট এবং দারুণ লেখা।
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
?জকির! বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
টাইটান ১ বলেছেন: ছোট কিন্তু কিউট হয়েছে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
?জকির! বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২
স্পাইসিস্পাই001 বলেছেন: ভালো লাগল......
২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
?জকির! বলেছেন: ভালোলাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
ইখতামিন বলেছেন: ১ম ভালো লাগা