![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ যদি অপ্রত্যাশিত ভাবে মারা যায়, কারো দ্বারা খুন হয় তার জন্য সুষ্ঠু তদন্ত মৃত ব্যাক্তির / মৃত ব্যাক্তির পরিবারের অধিকার।
খুনি যদি পরিচয় গোপন করে খুন করে, যে কোন রাষ্টই সর্বোচ্চ চেষ্টা করে খুনির পরিচয় বের করার। খুনিকে আটক করে পরে বিচারের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করার। নিহত পরিবারকে যথাযথ সাহায্য করার, তাদের পাশে এসে দাঁড়ানোর।
গনতান্ত্রিক দেশ হিসেবে সরকারের কাছ থেকে আমরা তো নিজেদের নিরাপত্যা পেতে পারি, পেতে পারি সুষ্ঠু বিচার তাই না? কিন্তু আসলে আমরা কি পাই?
আমার প্রিয় বাংলাদেশে মনে হচ্ছে বিচার চাওয়া একটা অপরাধ। কে কাকে খুন করে তা আমরা সরাসরি দেখি, টিভিতে তা সরাসরি দেখানো হয় তারপর ও খুনির বিচার হয় না। উলটো বাহ বাহ দেওয়া হয়।
প্রিয় বাংলাদেশ যেখানে সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে কেন আইন শৃঙ্খলা আর রাজনৈতিক দিক দিয়ে দিন দিন দিন পিছিয়ে যাচ্ছে? কেউ যদি বুঝত যে এই রাজনীতি আর আইন শৃঙ্খলায় বাংলাদেশ স্থিতিশীল হয় আমরা বিশ্বকে দেখিয়ে দিতে পারতাম আমরাও পারি... এতটুকু স্বপ্ন দেখাও কি আমাদের অপরাধ?
©somewhere in net ltd.