![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্দোলনটা যেন কারো পেট ভরার জন্য না হয়
শাহবাগের আন্দোলনের সাথে যুক্ত ভাই ও বোনেরা
ভাষার জন্য লড়াই করে বাংলা ভাষার বিজয়: এটা আমাদের জন্য বিরাট পাওনা আর আমরা তাদের ভুলবোনা যারা আমাদের মূখের ভাষাকে বাচানোর জন্য লড়াই করেছে।
মুক্তিযুদ্ধ: এটা শুরুর আগে শেখ মজিব নিবাচনে জিতেছিলেন কিন্তু পাকিস্হানীরা উনার হাতে দেশের ভার না দিয়ে বাংলার জনতাকে মারতে থাকে আর বাংলার জনতা নেতাদের নিরাপদে রেখে যুদ্ধ করে বাংলাকে স্বাধীন করে বাংলাদেশ নামে একটি দেশ আমাদের উপহার দেয়,আমরা কাউকেই ভুলবোনা যারা আমাদের একটা স্বাধীন দেশ উপহার
দিয়েছেন।
১৯৯০ এর গন আন্দোলোন: এটা হয়েছিলো একনায়কের বিরুদ্ধে দেশের সব রাজনীতির নেতাদের ডাকে আর কিছুলোকের প্রান হানীর বিনিময়ে একনায়কের অবসান হয়,এখানে আমরা পাই সংসদীয় পদ্ধতি, আর সুফল বাংলার জনতা কি পেয়েছে সেটা তরুন প্রজন্মও ভাল করেই জানে।
নাটকের শুরু:
যারা একনায়ককে হটিয়ে দল নিয়ে দেশ চালান তারা কখনো একনায়কের সাথে সন্ধি করে দেশের প্রধান হন আবার কখনো রাজাকারদের দল বলেন যে দলকে, সে দলকে নিয়ে দেশের প্রধান হন, আবার তারাই সেই একনায়ককে জেলে পাঠান,একনায়কের দলকে টুকরা টুকরা করেন আবার রাজাকারদের দল বলেন যে দলকে সে দলকে টুকরা টুকরা করা বা নিষিদ্ধ করার জন্য নানা আয়োজন করেন আর সেই আয়োজনই হলো যুদ্ধাঅপরাধীর বিচার হয়তো।
**যদি আপনারা একনায়ককে দেখতেই না পারেন বা উনার প্রয়োজন এদেশে না থেকে থাকে তাহলে উনার কাধে ভড় করে সরকার গঠন কেন করেছিলেন বা করেছেন??????রাজাকারদের দলকেই কেন সরকারে আসার জন্য ব্যবহার করেছিলেন বা করেছেন??? আসল রহস্যটা কি?**
**মনে হয়তো বাংলাদেশের বেশির ভাগ রাজনীতির দল একে অপরকে শুধু সরকারে যাওয়ার জন্য ব্যবহার করেছে**
****এখন শাহবাগে যা হচ্ছে তার জন্য তরুনরাই আগে আছেন তাই তরুনদের দাবীটা যেন কোন দলের মনো আশা পূরন করার জন্য না হয়****কারন যাদের ফাসির জন্য দাবী উঠেছে তাদের নিয়ে সব দলই সরকার চালিয়েছে আগে আর এখন কাজে লাগছেনা বিধায় হয়তো বিচারের নামে তাদেরকে ফাসির কাস্ঠে ঝুলাবে কিন্তু যে তরুনরা আন্দোলন করছেন তারাও কি ব্যবহার হচ্ছেন কিনা এটাও খেয়াল রাখা দরকার হয়তো।
ভাল থাকবেন সবাই
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৪
এম এস টি জালাল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
এম এস টি জালাল বলেছেন: Thanks for your Comments
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: কিন্তু যে তরুনরা আন্দোলন করছেন তারাও কি ব্যবহার হচ্ছেন কিনা এটাও খেয়াল রাখা দরকার হয়তো। ...
এটাতো রাজনীতির সাধারন খেলা। আবেগকে পূজি করে ফায়দা লুটা।
কিন্তু এই প্রহসনের রায় দিয়ে আওয়ামীলীগ যে স্বাধীনতার চেতনার সাথে বিশ্বাস ঘাতকতা করল- তার বিচার চাইবে কে?
আর বিএনপিরতো বালাই ষাট। এরা ঘটনা বোঝে গন্ডারের অনুভবে!!
স্বৈরাচার ঘাপটি মেরে আছে- ঝোপ বুঝে কোপ মারবে বলে....!
এখন চাই তৃণমূল দল-তরুনের দল
কে ধরবে হাল?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২
এম এস টি জালাল বলেছেন: হাল কে ধরবে জানি না তবে বাংলার যে অবস্হা তাতে হাল ধরতে গিয়ে বেহাল হওয়ার সম্ভাবনাই বেশী
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
অপর্না হালদার বলেছেন: শাহবাগের তরুনদের কে ব্যবহার করলো আর কে করলো না তা দেখার সময় এখনও হয়নি ।
একটাই দাবী ঃ ~যুদ্ধাপরাধীদের ফাঁসি~
স্বাধীনতার বিরোধী যারা তার হিসেব করবে কারা তরুনদের ব্যবহার করলো এবং মায়াকান্না করবে আমাদের কথাগুলো একবার বলো ।
স্বাধীনতার পক্ষে যারা আছে তারা ব্যবহার করতে না চাইলেও তরুনরা ব্যবহৃত হবে কারন ঃ স্বাধীনতাবাদীদের অনেকগুলো দাবীর মধ্যে একটা বড় দাবী ~যুদ্ধাপরাধীদের ফাঁসী~
তরুনদের মুল একটাই দাবী~যুদ্ধাপরাধীদের ফাঁসি~
মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা না করে নিজে ভালো হন (সকল মানুষদের উদ্দেশ্যে) ।
শুভ বুদ্ধির উদয় হোক ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩২
এম এস টি জালাল বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ কিন্তু আন্দোলনটা যেন কারো পেট ভরার জন্য না হয়, এটাই প্রত্যাশা করি
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
মৃত্যুঞ্জয় বলেছেন: এখন ব্যবহার হচ্ছে তারা জানে কিনা বুঝতে পাচ্ছিনা, বলতে যাবেন তো রাজাকার টাইপের কিছু একটা বলে বসবে, তা কি বলব বুঝতে পাচ্ছিনা
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
সুমন জেবা বলেছেন: thanks your fresh opinion..