নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এস টি জালাল

এম এস টি জালাল › বিস্তারিত পোস্টঃ

প্রতি: শাহবাগ~ইমরান এইচ সরকার~ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৩

ইমরান এইচ সরকার ও ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্টদের প্রতি যুক্তির খোলা চিঠি।

প্রথমে একাত্রতা প্রকাশ করছি আপনাদের আন্দোলনের সাথে যেটা শুরু করেছিলেন যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবীতে কিন্তু দিনে দিনে আপনাদের দাবীগুলো যে রাজনীতির দিকে ধাবিত হচ্ছে আর তার পরীধি যে মিডিয়ার ব্যক্তি, মিডিয়া ও দেশের অথনীতির উপর ছড়ি ঘুড়ানোর মতো সে দিকে কি খেয়াল করছেন?? বাংলায় একটা কথা আছে হাগে জাওয়ে মিলাইয়া আসল ব্যপারটাই ভুলে যায় মানুষ আর আপনাদের আন্দোলনটা কি সে পথেই চলছে কিনা এখন সেটাই ভাববার বিষয়। মাঝে মাঝে ভয় হয় আপনারা কি আসল ছেড়ে মুসল নিয়ে পাড়া পাড়ি করে শেষে সুবিধাভোগী রাজনীতির গ্যড়াকলেই ফাসেন কিনা। আমি আগের দুটি লিখাতে আপনাদের কিছুটা বলতে চেয়েছিলাম,

** শাহবাগের আন্দোলনের সাথে যুক্ত ভাই ও বোনেরা

আন্দোলনটা যেন কারো পেট ভরার জন্য না হয়**

Click This Link

** থাবা_বাবা ~বাক স্বাধীনতা~রাজনীতির গন্ধ।**

Click This Link

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জাগরণ মহাসমাবেশ শেষে নতুন কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা (আপনারা)। যার বেশীর ভাগই রাজনীতির গন্ধ বহন করছে, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবীতে আপনারা আগামীকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবেন। তাঁকে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি দিবেন কিন্তু আসল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীর সাথে আপনারা কেন ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পিছনে লেগেছেন? উনি আপনাদের আন্দোলনের বিরুদ্ধে লিখছেন তাই?? যারা আপনাদের কথাই লিখছেন কই তাদের বিরুদ্ধেতো আন্দোলন করছেন না??।আপনারা ভাল করেই জানেন বতমান সরকারের আমলে বহুবার ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বহু কিছুই হয়েছে রাজনৈতিক কারনে আর এখন আপনারা ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আন্দোলন করছেন এটাও রাজনীতির কিছুটা গন্ধ বহন করছে আর মিডিয়ার ব্যক্তি স্বাধীনতায় হস্ত চালনার মতইতো কিছুটা মনে হচ্ছে।



সমাবেশ শেষে আজও শপথ নিয়েছেন আপনারা। সেখানে সবাই দাঁড়িয়ে হাত তুলে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকারের সঙ্গে শপথ নেন যুদ্ধাপরাধীদের সব সংগঠন ও প্রতিষ্ঠান বয়কট করার। আমি আগেই বলেছি আসল ছেড়ে মুসল নিয়ে পাড়া পাড়ি মানে আপনাদের আসল দাবী ছিল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি কিন্তু এখন নানা সংগঠন ও প্রতিষ্ঠানের পিছনে লেগেছেন কেন? যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলেতো ঐ সব সংগঠন ও প্রতিষ্ঠানের নাম নিশানা এভাবেই মুছে যাবে বা দেশের প্রচলিত আইনে সরকার ঐ সব সংগঠন কালো তালিকাভুক্ত করতে পারে ও প্রতিষ্ঠানের পরিচালকদের সরিয়ে রাস্ট্রীয় পরিচালক দ্বারা পরিচালনা করতে পারে, আপনারা কেন শুধু শুধু আসল দাবী ছেড়ে অন্য দাবীগুলো নিয়ে আরো নিজেদের রাজনীতির গ্যড়াকলে ধাবিত করে ব্যপারটা আরো ঘোলাটে করছেন?



আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মহাসমাবেশ শেষে আগামীকালের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। এ সময় ইমরান এইচ সরকার বলেন, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করতে হবে; এটাই শাহবাগের দাবি। তিনি সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, ‘এই নব্য রাজাকারকে ধরতে কিসের এত দ্বিধা?’ কিন্তু ইমরান এইচ সরকার--এটা কি বাড়াবাড়ি বা মিডিয়ার ব্যক্তির উপর আপনাদের হংকার নয়? আপনাদের আসল দাবী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি আর এই দাবীটা আদায় না হওয়া পযন্ত অনড় থাকুন না, ছাগলের ছাও তিনটি দুইটি দুধ খায় একটি লাফায়, মনে করুন কিছু ব্যক্তি বা মিডিয়া আপনাদের আন্দোলনের বিরুদ্ধে কিছু লিখছে তার মানে এই নয় আপনারা আসল দাবীর পাশা পাশি মিডিয়া বা মিডিয়ার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে লড়ে আসল দাবীটাকে আরো হালকায় নিয়ে আসবেন?আপনাদের বতমান দাবীগুলো কিছুটা রাজনীতির গন্ধ যে বহন করছে সেটা কিন্তু আপনাদের দাবীগুলোই প্রমান দেয়।



ইমরান এইচ সরকার আরও বলেন, ‘২১ দিন ধরে রাজপথে আছি। যে দাবি নিয়ে নেমেছি, তা পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। হা সেটা যদি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী হয় আমরাও সেটা থেকে পিছপা হব না কিন্তু তিনি যে সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এ ব্যাপারে কোনো আপস চলবে না। এটার মানে কি?? রাজনীতি না?? যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি যদি হয়েই যায় তাহলেতো এভাবেই আপনারা জিতে গেলেন আর জামায়াত হলো বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল সেটা নিষিদ্ধ করা না করা দেখতে হবে রাজনৈতিক দল গুলোকে বা নিবাচন কমিশনকে কিন্তু আপনাদের দাবীগুলো কেমন জানি রাজনীতির গন্ধই বহন করছে।



আন্দোলনকারীদের পক্ষ থেকে আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার ইসলামী ব্যাংক, ‘আমার দেশ’ ও ‘নয়া দিগন্ত’ পত্রিকা বয়কট করতে এবং প্রত্যেককে নিজের জায়গা থেকে আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানান। আসল দাবীটা হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি কিন্তু তার সাথে ইসলামী ব্যাংককে বয়কট করা মানে দেশের অথনীতির উপর চাপ দেওয়া আর আপনার দাবীটার আগে একটু ভেবে দেখুন দেশের সবচেয়ে বেশী মূলধন বা রেমিটেন্স আদায় কারী ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক হলো একটি আর সরকার যদি মনে করে যে এই ব্যাংকটির পরিচালকরা যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য চেস্টা করছে তবে ব্যাংকটির পরিচালকদের সরিয়ে রাস্ট্রের অধীন করে নিতে পারে কিন্তু বয়কট বা ধংস করে দেশের অথনীতির উপর চাপ দেওয়া কি যুক্তিসুদ্ধ?? আর আপনার বা আপনাদের ইসলামী ব্যাংককে বয়কটের দাবীটা প্রমান করে হয়তো আপনারা অন্য কোন অপশক্তির সাহায্য নিয়ে দিনে দিনে নানা দাবী তুলছেন যেটা আপনাদের আসল দাবীর আড়ালে দেশের অথনীতির উপর চাপ দেওয়ার প্রমানই বহন করে, ‘আমার দেশ’ ও ‘নয়া দিগন্ত’ হলো মিডিয়া আর স্বাধীন বাংলাদেশে আপনাদের নিয়ে আলোচনা আর সমালোচনা করবে মিডিয়া এটাই স্বাভাবিক, তাই বলে মিডিয়ার স্বাধীনতার বিরুদ্ধে যেতে হবে আপনাদের? আসলে কি আপনারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চান না কি মিডিয়ার মুখ বন্ধ করতে? আর রাজনৈতিক দলের আদলে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীর পরে অন্য দাবী তুলে এটাই কি প্রমান করতে চান যে আপনার হয়তো কোন রাজনৈতিক দলের সক্রীয় কমী বা নেতা?



আন্দোলনের ধরন সম্পর্কে ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা অহিংস আন্দোলন করছি। সহিংসতার আশ্রয় নিইনি। তার মানে এই নয় যে, আমাদের সেই শক্তি নেই।’ তিনি বলেন, শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীরা একটি চেতনার বিজয় দেখতে চায়। তাই মাথা ঠান্ডা রেখে শান্তিপূর্ণ আন্দোলনকে বেগবান করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। হা সেটা কোন রাজনৈতিক দলের লেজুড় ধরে যদি না হয় আর সেটা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য যদি হয়, আমরা আপনাদের পাশেই আছি, থাকবো।



তথ্য:

মাহমুদুরকে গ্রেপ্তারের দাবিতে কাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিক্ষোভ

Click This Link

মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

মিশনারী বলেছেন: হাম্বালীগে কর্মসুচি বাস্তবায়ন চলছে, ভিষন ২০২১।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

এম এস টি জালাল বলেছেন: আগের দাবী আর এখনকার দাবী গুলো কিছুটা সন্দেহ তৈরি করবে এটাই স্বাভাবিক, তাই আন্দোলন কারীদের সাবধান হয়েই আগে বাড়তে হবে।

আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

আসাদুজ্জামান সোহাগ বলেছেন: পুরোপুরি একমত। ভালো লিখেছেন। শেয়ার দিলাম ভাই...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

এম এস টি জালাল বলেছেন: আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্য ও শেয়ার করার জন্য

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৬

তাইনূর বলেছেন: ভাই আপনার মাহমুদ প্রীতি দেখে ভাল লাগলো ,তবে আপনাকে বলছি আর কত কাল নিজেকে নিয়ে পরিহাস করবেন । সত্যের পক্ষে সবাই লরতে যানেনা ,সবাই জানবে তাও আসাকরি না ।

We can make batter economic position boycotting Jamath organization & we will be.

Do u forget mahmud activities during BNP time, he just crashed total power sector . We don't forget his bloody activities .

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

এম এস টি জালাল বলেছেন: আপনি কি পড়েছেন আমি লিখেছিলাম ছাগলের ছাও তিনটি, দুইটি দুধ খায় একটি লাফায়, তার মানে কি বুঝেছেন? মাহমুদ প্রীতি যদি আমার থাকতো তাহলে লিখাটির ধরন হতো অন্য, তাই ভাল করে লিখাটি পড়ুন, আমার লিখাটি হলো যুক্তির আন্দোলন কারীদের প্রতি, তারা যেন আসল ব্যপারটা ছেড়ে রাজনীতির গ্যড়াকলে না ফাসেন আর নিজেদের ব্যবহার না করেন, যদি নিজেদের ব্যবহার করেন তাহলে আন্দোলনটা যে কোন রাজনীতির কারিগরদের দ্বারা পরিচালিত হচ্ছে সেটাই প্রমানিত হয়ে যাবে।

আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫

মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: Well said.

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

এম এস টি জালাল বলেছেন: Thanks lot for visit to my blog, read and feed back

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪

বড় ভাই বলেছেন: ইমরান এইচ সরকার-আপনাদের বতমান দাবীগুলো কিছুটা রাজনীতির গন্ধ যে বহন করছে সেটা কিন্তু আপনাদের দাবীগুলোই প্রমান দেয়।

----পুরোপুরি একমত। ভালো লিখেছেন।জালাল ভাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

এম এস টি জালাল বলেছেন: ধন্যবাদ ব্লগটি পড়া ও মন্তব্য প্রদান করার জন্য ভাই

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৮

তুহিন সরকার বলেছেন: দাবী কখনো একমুখী থাকেনা, প্রেক্ষাপটে বিস্তার হয় কিন্তু চেতনা বর্ত্যায় না।
জয়বাংলা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

এম এস টি জালাল বলেছেন: আপনার কথা ঠিক কিন্তু যারা আন্দোলন করছেন তারাতো রাজনৈতিক দলের না তাহলে বিস্তারের দরকারটি কি??

জয়বাংলা, জয় বাংলাদেশের

আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬

ক্ষুদ্র মস্তিস্ক বলেছেন: একমত।
রাজনীতির কলুষিত হাওয়া লেগেছে প্রজন্ম চত্তরে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

এম এস টি জালাল বলেছেন: যদি আসলে তাই হয় তাহলে সেটাই আমার ভয়, যে কাজের জন্য ব্লগাররা শাহবাগে গেল সেটা ছেড়ে যদি রাজনীতির গ্যড়াকলে ফাসে তবে কেহু কি ব্লগারদের বিশ্বাস করবে?

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

বাকরুদ্ধ আমি বলেছেন: রাজাকার মাজাকারের ফাঁসি মাসি আসলে কিছু না । হাম্বালীগের ইলেকশন ইনজানোয়ারিং এর কৌশল এগুলো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

এম এস টি জালাল বলেছেন: শপথের ধরনে কেমন জানি আন্দোলনটাকে দু পায়া দু পায়া লাগছে

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুদের রক্ষা নাই, ত্যানা প্যাচাইয়া লাভ নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

এম এস টি জালাল বলেছেন: এখানে কোন ত্যানা প্যাচনো হচ্ছে না, শুধু ব্লগার ভাই বোনেরা যেন রাজনীতির গ্যড়াকলে না ফাসে সেটাই তুলে ধরার প্রয়াস চালানো হচ্ছে,

আপনাকে ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:২৪

জাহাজ ব্যাপারী বলেছেন: শাহবাগের তরুণদের বলবÑ যে আন্দোলন ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা পায়Ñ সেই আন্দোলন আর যাই হোক রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে পারে না, পারে না কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে; কারণ আন্দোলনের জ্বালানির মধ্যে ভেজাল রয়েছে। এই কিছু দিন আগেও দেখেছি সরকারের পৃষ্ঠপোষকতায় হরতাল হয়েছে। কিন্তু সেই মানুষেরাই যখন সাম্রাজ্যবাদীদের লুণ্ঠনের বিরুদ্ধে হরতাল ডাকল, জ্বালানি তেলের দাম বাড়ানোর নামে সাধারণ মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদ করল; ক্ষমতাসীনেরা কিন্তু তখন মরিচের গুঁড়া নিক্ষেপ করল। তাই আপনাদের বলব, যে অদৃশ্য সুতার টানে আপনারা পরিচালিত হচ্ছেনÑ তাদের ইতিহাস হলো ছুড়ে ফেলার ইতিহাস। তারা মজলুম জননেতা মওলানা ভাসানীকে ছুড়ে ফেলেছে, তারা ছুড়ে ফেলেছে আবদুল মান্নান, আবদুল মমিন, দেওয়ান ফরিদ গাজী, আতাউর রহমান খানের মতো নেতাকে। শুধু তাই নয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সাহস করে যে ব্যক্তি প্রথম সেই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন, সেই বাঘা সিদ্দিকীও তাদের সাথে থাকতে পারেননি। হয়েছেন রাজাকার।

http://www.dailynayadiganta.com/new/?p=126059

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

এম এস টি জালাল বলেছেন: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সাহস করে যে ব্যক্তি প্রথম সেই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন, সেই বাঘা সিদ্দিকীও তাদের সাথে থাকতে পারেননি। হয়েছেন রাজাকার, এটাইতো একজন মুক্তি যোদ্ধার পাওনা
**বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ধিক্কারের আগে জনাব আবদুল লতিফ সিদ্দিকী সাহেব একটু যুক্তিতে আসুন।**
Click This Link

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

হাঁড় = ঘাঁড় বলেছেন: জামাত শিবির নিষিদ্ধ করতে হবে না????????????????????????????



এইটা কি কইলেন?

এহন এই পুস্টও ফেসবুক শেয়ার পাইতই থাকব

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

এম এস টি জালাল বলেছেন: লিখাটি ভাল করে পড়ুন আর তাতেই পরিস্কার বুঝতে পারবেন, আমি মূলত বলতে চাচ্ছি আমাদের ব্লগার ভাই বোনদের তারা যেন রাজনীতির গ্যড়াকলে না ফাসেন

ধন্যবাদ আপনাকে

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

হাঁড় = ঘাঁড় বলেছেন: তাইলে আপনারে গিয়ান দেয়ার শক্তি মাইষের নাইক্কা

হুনেন, কেউ যদি একলা রাজাকারি করে তাইলে একলা নিষিধ
আর যদি কেউ দল লয়া রাজাকারি করে?


কমেনের জবাব পামু?

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

মৃত্যুঞ্জয় বলেছেন: আপনার যেমন খুব ইচ্ছা হইছে জানার তেমন আমারও হইছিল, তাই আমি নেটে বেশ কিছু সার্চ দিয়া বেশ কিছু তথ্য পাইছি, যাই হোক কয়েক জায়গা থেকা বলতাসে স্বঘোষিত ব্লগার ইমরান, যদিও শিওর না, তবে একটা লিঙ্ক দিলাম তিনি ছাত্র লিগের সভাপতি, লিঙ্কটি নিচে দেয়া হল, Click This Link
আমি আর কষ্ট করবনা বাকিটা আপনারা সার্চ করে দেখে নেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

এম এস টি জালাল বলেছেন: আপনাকে ধন্যবাদ, আমি আমার তিনটি লিখাতে ব্লগার ভাই বোনদের আহবান দিয়াছিলাম যাতে উনারা রাজনৈতিক দলগুলো দ্বারা প্রভাবিত না হন আর আসল দাবীটা থেকে পিছ পা না হন, আপনার দেয়া লিংকটি পড়ে যা পেলাম তা যদি সব সত্য হয় তাহলে আমার সন্দেহ গুলোই ঠিক মনে হয়। আমার লিখা গুলো হলো

ইমরান এইচ সরকার ও ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্টদের প্রতি যুক্তির খোলা চিঠি।
Click This Link

থাবা_বাবা ~বাক স্বাধীনতা~রাজনীতির গন্ধ।
Click This Link
শাহবাগের আন্দোলনের সাথে যুক্ত ভাই ও বোনেরা
আন্দোলনটা যেন কারো পেট ভরার জন্য না হয়
Click This Link

আপনার লিংকের পুরো লিখাটি হলো:
Click This Link
চরমপত্র পাঠকারী কে এই ব্লগার ইমরান!
প্রাইম রিপোর্ট »এক্সক্লুসিভ, শীর্ষ খবর

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি (প্রাইম নিউজ বিডি ডটকম)- শাহবাগে গতকালের মহাসমাবেশের সভাপতি ও চরমপত্র পাঠকারী ব্লগার ইমরান কট্টর আওয়ামী লীগ সমর্থক। তিনি পেশায় চিকিত্সক এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) নেতা। শুধু তাই নয়, ইমরান সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘রাজাকার’ অভিহিত করে সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে অবস্থিত শহীদ জিয়ার মাজার নিয়েও কটাক্ষপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন। ব্লগ ও ফেসবুকে ইমরানের যাবতীয় লেখা ও স্ট্যাটাসে আওয়ামী লীগের পক্ষে এবং বিএনপি-জামায়াতের বিষোদ্গারে পূর্ণ। এ নিয়ে ব্লগারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়াও দেখা গেছে।
সামহোয়ার ইন ব্লগে আহসান নামের এক ব্লগার তার ব্লগে লিখেছেন, ‘আজ ওখান (শাহবাগ) থেকে যে ঘোষণাপত্র পাঠ করেছে তার নাম ইমরান এইচ সরকার। সে ব্লগিং করে তবে পেশায় ডাক্তার। ইমরান আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) সঙ্গে জড়িত। তার বিভিন্ন ব্লগ ও ফেসবুক প্রোফাইল দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন, সে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কতটা জড়িত এবং আওয়ামী লীগের একজন গোড়া সমর্থক।’
ইমরান তার ফেসবুক https://www.facebook.com/dr.imran.bd-এ জিয়াউর রহমানকে কটাক্ষ করে স্ট্যাটাস এ লিখেছে, ‘জাতীয় সংসদ প্রাঙ্গণে রাজাকারের কবর রেখে এই পূজা আর কতদিন? এ সার্কাস আর দেখতাম চায় না প্রজন্ম…এই শালাদের কোনো নিশানা রাখা যাবে না এই বাংলায়।’
আবার ইমরান শেখ মুজিবুর রহমানের প্রশংসা করে লিখেছেন, ‘যে শ্রেণীরই হোক না কেন গর্ব করার মতো বাঙালির যা কিছু বিদ্যমান তার অন্যতম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ক্ষয় নেই।’
ব্লগার আহসান এ প্রসঙ্গে মন্তব্য করেন—আমার কথা হলো-উনারা সবাই জাতীয় নেতা। তাদের অবদান নিশ্চয় রয়েছে। কাউকে হেয় করে এই ধরনের মন্তব্য যে করতে পারে, সে কীভাবে দলীয় লেজুরবৃত্তির বাইরে যেতে পারে?
তাহলে ধরে নিতে পারি-পেছন থেকে আওয়ামী লীগই এই আন্দোলনে কলকাঠি নাড়াচ্ছে! এখন আমরা কি ছাত্রলীগের সোনার ছেলেদের খুন-খারাবি-টেন্ডারবাজি-দখলবাজির কথা ভুলে যাব। দুঃশাসনে সারাদেশের মানুষ চাইছে একটা পরিবর্তন, তার কী কিছুই হবে না?
এদিকে কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের মহাসমাবেশে গতকালের ঘোষণা নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইট ও ব্লগে চলছে ব্যাপক আলোচনা। অনেক ব্লগার ও প্রতিবাদী যারা ৩ দিন থেকে শাহবাগ প্রাঙ্গণে গলা ফাটিয়ে প্রতিবাদ করেছে তারা ওই ঘোষণার পর থেকেই হতাশা ব্যক্ত করেছেন। তাদের ক্ষোভ এটা কেন রাজনৈতিক মঞ্চ হলো? এমন তো কথা ছিল না।
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও পঠিত প্রথম ব্লগ সামহোয়ার ইন ব্লগে আহসান আরও মন্তব্য করেছেন, আমরা যারা রাজাকারদের ফাঁসির দাবিতে শাহবাগ স্কয়ারের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং যারা গত তিনদিন ধরে খেয়ে না খেয়ে এই শাহবাগে পড়ে আছে, তারা আজ সত্যিই হতাশ! আমাদের আশঙ্কা—এই আন্দোলনের ফসল আওয়ামী লীগের ঘরেই যাচ্ছে। কিন্তু আমাদের তো প্রত্যাশা ছিল-শুধু রাজাকারদের ফাঁসিই নয়, বরং এই বিজয় ধরে রাখতে পারলে এ তরুণরাই একটা নতুন বাংলাদেশ উপহার দেবে। এখানে বাংলাদেশ রাজনীতিকদের হাত বদল হবে।
তিনি তার ব্লগে হতাশার সঙ্গে লিখেছেন, শাহবাগের এ তারুণ্যের স্রোত ও সমাবেশে কোনো রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য দেয়ারই কথা ছিল না। অথচ আজ এ ব্যাপক মহাসমাবেশে বক্তব্য দেয়—ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ। সঞ্চালনায় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের একজন কর্মীকে দেখা গেলেও তার আশপাশে মঞ্চজুড়ে ও সামনে ছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। দলীয় নেতাদের মধ্যে ছিলেন-ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, মহাজোটের শরিক জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আমহদ তাফসীর, ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর রায় প্রমুখ। আর মঞ্চের সামনে বিশাল জায়গা দখল করে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর-দক্ষিণের শত শত ছাত্রলীগের নেতাকর্মীরা।
ব্লগার নাফিস লিখেছেন, ‘আমাদের তো প্রত্যাশা ছিল-শুধু রাজাকারদের ফাঁসিই নয়, বরং এই বিজয় ধরে রাখতে পারলে এ তরুণরাই একটা নতুন বাংলাদেশ উপহার দেবে। এখানে বাংলাদেশ রাজনীতিকদের হাত বদল হবে। কিন্তু এখানেও সেই গান্ধা রাজনীতি ঢুকল কীভাবে? সময় ছিল তরুণদের সামনে, নৌকা আর ধানের শীষের বিকল্প খুজে নেওয়ার…এ সুযোগকে আমরা হাতছাড়া করতে দিতে পারি না।’
এর উত্তরে কায়েস চৌধুরী মন্তব্য করেছেন, আমি চাই রাজাকারদের ফাঁসি হোক। গত ৩ দিন ধরে আমার ভূমিকা শুনলে আপনি নিজেই অবাক হবেন। কিন্তু জাতীয় নেতাদের নিয়ে যে ব্যক্তি এমন মন্তব্য করতে পারে এবং যে কিনা রাজনৈতিক ছত্রছায়ায় আছে-তার হাতে আমরা এত বড় দায়িত্ব দিলাম কেন? এটা তো রাজনৈতিক মঞ্চ হোক আমরা কি তা চেয়েছি? বরং রাজনীতির বলয় থেকে পুরো দেশকে উদ্ধার করার এটা একটা সুযোগ ছিল না কি? সূত্র, আমার দেশ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

এম এস টি জালাল বলেছেন: https://www.facebook.com/dr.imran.bd-এ
Sorry, this page isn't available
The link you followed may be broken, or the page may have been removed.

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

নাজমুল পিন্টু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ... সম্পূর্ণ নিরপেক্ষভাবে বাস্তবতাকেই তুলে ধরেছেন ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮

এম এস টি জালাল বলেছেন: আসলে ব্লগার ভাই বোনেরা আজ যে দাবীর জন্য লড়ছে সেটা হলো যুদ্ধাপরাধকারীদের বিচার কিন্তু সেটা যদি রাজনৈতিক দলগুলোর লাভের জন্য ভিন্ন ভিন্ন দাবীতে পরিনত হয়, আম আনতে ছালা হারার মতো হতে পারে, তাই সচেতন হয়ে যদি ব্লগার ভাই বোনেরা ও সমথন দানকারীরা একটু আগে বাড়ে তাহলে হয়তো ইমেজ ধরে রাখা যেতে পারে আন্দোলনের।

ধন্যবাদ আপনাকে।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

মৃত্যুঞ্জয় বলেছেন: ধন্যবাদ, ভাইয়া, কাল এই লিঙ্ক গুলো দেখেই আমার তার ছিরে গেল কি করলাম এই ক দিনে শাহবাগ গিয়ে, তাই সব গুলো লিঙ্ক আমি পরেছিলাম গতকাল, পোষ্ট দেয়ার কারন জানতে চেয়েছিলাম নিজের কাছেই যারা লিখছেন তারা কি জানেন নাকি অন্ধের মতো ছুতে চলেছেন। আমরা কার সাথে চলছি, ধন্যবাদ আপনি সবগুলো লিঙ্ক তুলে ধরেছেন সবার বুঝতে সুবিধা হবে

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

এম এস টি জালাল বলেছেন: তবে এটা সত্য যে ঘন ঘন দাবী পাল্টালে সেই আন্দোলনের প্রতি যে কোন লোকের বিস্বাস থাকার চেয়ে সন্দেহ ঘূনিভূত হয় বেশী আর আন্দোলনের কান্ডারীদের পূব রেকড যদি কোন দলের অন্তগত হ্য়, তবে সে আন্দোলনের পিছে যে রাজনীতি কাজ করছে সেটা যে কেউ ভাববে আর বার বার আন্দোলন কারীদের হুশিয়ার করবে যাতে তারা কারো রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার না হন। ভাল থাকুন ও শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

এম এস টি জালাল বলেছেন: হাহাহাহাহা এমনটি হতে পারে কারন যে কান্ডারীকে বিশ্বাস করে রাস্তায় চলছি সেই কান্ডারির নামে যদি এমন দলীয় লিখা পাই, তবে কিছুটা আশার বাণী হচ্ছে শাহবাগের মোড় কাল যে দাবী তুলেছে তা আগের দাবী গুলো থেকে ভিন্নতায় উঠে এসেছে, কিন্তু এগুলো যেন লোক দেখানো না হয় সেটাই প্রত্যাশা আর জামাত শিবির একটি রাজনৈতিক দল, সেটার মধ্যে আজকের প্রজন্মও জড়িত তাই দলটির নিষিদ্ধ করার ব্যপারে রাজনৈতিক দল গুলো এবং নিবাচন কমিশনকে এগিয়ে এসে সুম্পূন গনতান্তিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে কারন গোটা কয়েক লোকের জন্য একটা পুরো দল বা সংগঠনকে বিনা দোষে যদি নিষিদ্ধ করা হয় আজ তাহলে কাল আরেকটি দল বা সংগঠনকে নিষিদ্ধ করার দাবী উঠবে বা নিষিদ্ধ করা হবে, এতেতো গনতন্তের ভবিষ্য অন্ধকার বলেই মনে হবে । কালকের কিছু তথ্য দিলাম।
**
ইমরান পড়ে শোনান, 'জাগরণ মঞ্চ কোনো দলীয় প্লাটফর্ম নয়, এটি একটি নির্দলীয় মঞ্চ। এর সঙ্গে সম্পৃক্ত আছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দল-মত নির্বিশেষে সবাই এ গণজাগরণ মঞ্চের সারথি। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন কখনোই আমাদের উদ্দেশ্যে নয় এবং এ বিষয়ে আমরা সম্পূর্ণ সচেতন। আমাদের দাবি সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এ দাবিগুলোই সামনে রেখে আমাদের এগিয়ে যাওয়া। কেবল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তিজামায়াত-শিবির নিষিদ্ধ করণসহ মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত বাংলাদেশ নির্মাণই আমাদের মূল লক্ষ্য। অন্য কোনো বিষয় নিয়ে গণজাগরণ মঞ্চ ভাবছে না**

শাহবাগের ঘোষণা
* এ আন্দোলনের সঙ্গে ধর্মের কোনো বিরোধ নেই
* আমরা যেকোনো ধর্ম অবমাননার বিরোধী। আমরা হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সব ধরনের কুরুচিপূর্ণ আক্রমণের বিরোধিতা করি, তীব্র নিন্দা জানাই
* আমাদের স্পষ্ট মন্তব্য ধর্ম যার যার রাষ্ট্র সবার
* জাগরণ মঞ্চ কোনো দলীয় প্ল্যাটফর্ম নয়, এটি একটি নির্দলীয় মঞ্চ। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সঙ্গে সম্পৃক্ত
Click This Link

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মৃত্যুঞ্জয় বলেছেন: ভাই আমি এই প্রজন্মের পোলা, আমার সামনে মুজিব কে কিছু বললে যেমন আমার খারাপ লাগে তেমনি জিয়ারে কিছু কইলেও লাগে আমি কি করুম, সেখানে এরা তো মরা মানুষ। মরা মানষকে গালি দেয়া রাজনীতির কোন অবস্থায় সাজে আপনি বলতে পারেন, আর এখানে জিয়াউর রহমান কে রাজাকার বলছেই তার সাথে তার কবরকেও লাত্থি মারবে বলতাসে :ও

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:১১

এম এস টি জালাল বলেছেন: আসলে শাহাবাগ যে রাজনীনৈতিক কিছু দলের কিছু আশা পূরনের জন্য লড়ছে তা প্রমানিত কান্ঠারী ও কিছু দলীয় ও কিছু ব্যক্তির কথা বাতায়, যদিও শাহাবাগের তরুন প্রজন্ম সেটা বুঝবে কি বা শুনবে কি জানিনা, হয়তো তারা ঠিক আন্দোলনই করছে, হয়তো কান্ঠারী আগে খারাপ ছিল বা কোন দলের লেজুর বা এখন সেটাতে নেই, তবে এটা সত্য যে কোন সাহায্য ছাড়া কান্ঠারী এতো বড় কথা বলতে পারেনা,ময়নাকে যা শিখানো হয় ময়না তাই বলে, যারাই যে আন্দোলন করুক সেটা যেন সত্য বাস্তবায়নের জন্য হয় এটাই আশা, যে মিডিয়া আজ খবরের আশায় সত্য মিথ্যাকে না জেনে কাউকে নায়ক বানাবে, সে মিডিয়াই একদিন তার আগা পাছা এমন কি ঘরের বউয়ের খারাপ দিকটিও জনসাধারনের সন্মুখে নিয়ে আসবে,আর এঁমনই হয়েছে পূবে। তাই সাধু সাবধান।

১৭| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:০৮

েতলবাবু বলেছেন: Ai sahbager manushguli ke sara desher protinidhi ke banalo? Apnara ki gonovote kore jonogoner rai peacen?

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:২১

এম এস টি জালাল বলেছেন: আপনার কথাও হয়তো ঠিক কিন্তু কোন আন্দোলন করতে গনভোটের প্রয়োজন হয়না,তবে খেয়াল রাখতে হবে আন্দোলনটা যেন কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য না হয়।সন্দেহজনীত কারনতে প্রয়োজনীয় প্রমান ছাড়া যদি কিছু বাস্তবায়ন হয় তবে সেটা ভূলেই ভরে থাকবে।

ধন্যবাদ আপনাকে

১৮| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩১

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: শাহবাগ আন্দোলনে সরকার বা আওয়ামীলীগের সবচেয়ে বিব্রত হবার কথা ছিল। কিন্তু রাজনেতিক অবস্থানের কারণে বিব্রত হয়েছে বিএনপি। ফায়দা অটোমেটিক চলে গেছে আওয়ামীলীগের ঘরে। আওয়ামীলীগ এখন তার ষোলকলা পূরণ করছে। এই দায় বিএনপির। রাজাকারের সাথে মিত্রতা করে তো রাজাকারের বিচার চাওয়া যায়না।

বিএনপির পক্ষে সম্ভব ছিল এদেশের সত্যিকারের জনপ্রিয় দল হয়ে ওঠার। বিএনপি কোন এক অদ্ভূত হীনমন্যতায় সেটা হাতছাড়া করেছে। হয়তো এর সৃষ্টি প্রক্রিয়াতেই কোন ভুল ছিল। সেটা আর ঠিক করা যাচ্ছেনা।সবশেষে বলি ইমরান বুঝিনা, জনতা বুঝি। শাহবাগ ব্যক্তিচর্চার জায়গা নয়। ইমরান স্বার্থপরতা করলে এর পাঁকে সে ই পড়বে।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৩৫

এম এস টি জালাল বলেছেন: সুন্দর উক্তি ও যুক্তি সম্মত আর এটা পরিস্কার আওয়ামীলীগ ও বি এন পি রা এক কালে যুদ্ধাপরাধীদের নিয়ে সরকার চালিয়েছিলো, তার পরও বলবো বিচারটা যেন নিদোশ মানুষের উপর না হয় রাজনৈতিক কারনে তাহলে শাহাবাগ বা সরকার কারো নামেই জয়গান বেশীদিন হবে না।বাংলার রাজনীতি এমন পোকায় ভরা, আজ আপনাকে বানাবে হিরো কাল ভিলেন।

আপনাকে ধন্যবাদ মন্তব্য শেয়ার করার জন্য

১৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:২৫

রুপ।ই বলেছেন: ভাই ইমরান সরকার নিয়া কিছু বলবোনা, এমনিতেই বলগার হতে উনার পারমিশন লাগবে তার উপর উনি হবেন আওয়ামীলীগের future minister. :)

০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩

এম এস টি জালাল বলেছেন: মিনিস্টার?? নারে ভাই সেটা অনেক ধূরে, আমারতো ভয় না জানি রাজনীতির গ্যাড়া কলে ফাসা নিয়ে, গত কয়েকদিন দেশে যে অবস্হা চলছে, না যানি সব দায় শাহবাগের উপরই দিয়ে রাজনৈতিক দল গুলো নিজেদের জনগনের কাছে তুলসী পাতা সাজে।কারন হুজুগে মানুষ যেকোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.