নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এম এস টি জালাল

এম এস টি জালাল › বিস্তারিত পোস্টঃ

আসুন ধর্মীয় শত্রুদের শায়েস্তা করি শান্তি প্রিয় ভাবে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৬

ইসলামিক নিয়ম নীতির বিরুদ্ধে যদি নানা কটুক্তি করে মহসিন আলী, লতিফ সিদ্দিকী ও অন্যান্যরা বাংলাদেশে থাকিতে পারে, তবে তসলিমা নাসরিনও থাকিতে পারিবে কিন্তু দূর্ভাগ্য, তসলিমা নাসরিন কোন দলের রাজনীতি করেন না। ঠিকানা পত্রিকায় পড়েছিলাম একবার তসলিমা নাসরিন বলেছিল আমি অসহায় আর নারী বলেই আমার কোন কূল নেই আর নিজের মাতৃভূমির মধ্যে ফিরত যেতে পারছিনা। যাই হউক ইসলাম ধর্মের লোকেরাই যদি নিজ ধর্মের বিরুদ্ধে নানা বিষাদাগার বক্তব্য দেয় তবে এর চেয়ে দুঃখ আর কি। মহসিন আলীরা ক্ষমতার ক্ষমতায় বসে ভূলে যাচ্ছেন নিজের ধর্মের রীতিনীতি আর দিনে দিনে অন্যকেও নানা ভাবে হেয় করছেন ধর্মীয় রীতিনীতি পালন করার ক্ষেত্রে, এর থেকে বাঁচার উপায় মহসিন আলীদের ক্ষমতার ক্ষেত্র বন্ধ করে দেওয়া, ওদের নিজ পরিবারের সাথে কোন আত্নীয়তা না করা, কোন আচার অনুষ্ঠানে ওদের দাওয়াত না দেওয়া, মসজিদ গুলোতে ওদের কোন কমিটিতে না রাখা, ওদের পরিবারের কারো জানাজা না পড়া, সামাজিক ভাবে বয়কট করা, কিন্তু মনে রাখিতে হইবে ইসলাম শান্তির ধর্ম তাই যে কোন হামলা বা আঘাত যেন শারীরিক না হয়, যদি ওদের সামাজিক ভাবে বয়কট করিতে পারা যায দেখিবেন ওরা এমন সোজা হবে যা দেখে অন্যরাও নিজ ধর্মের ব্যপারে কটুক্তি করিতে সাহস পাবে না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩

এ আর ১৫ বলেছেন: These are the advises
of Quran about comment against Islam
Sura Muzammel ( 73--10 ) কাফেররা যা বলে, তজ্জন্যে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন।
Sura Nisa verse 140 আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তা’ আলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন। There is no instruction in Quran for killing,

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪০

নিলু বলেছেন: হিংসা , পরনিন্দা যে , ধর্ম সমর্থন করে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.