![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মদের বোতলে খাবার পানি পান করা কি হারাম ?
২| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৯
আন্ধার রাত বলেছেন:
খাবার পানিটা যদি মদ দিয়ে বানান হয় তবে "ক্কুল্লু হারাম"
৩| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৩
মোহাম্মদ লোমান বলেছেন: মদ আর পানি যেহেতু এক নয় সেহেতু বোতলে রাখার কারণে পানি কি করে হারাম হয়? পানির বোতলে মদ পান করলেতো মদ হালাল হয় না।
তবে মদের বোতলে পানি পান করলে বোতলের বিশেষ পরিচিতির কারণে কেউ হয়ত মাইন্ড করতে পারে এই যা।
৪| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৮
হায়রে দুনিয়া বলেছেন: বাংলাদেশে বেশিরভাগ বাসায় ফ্রিজে পানি রাখার জন্য আলাদা বোতল কিনা হয় যেগুলি আসলে মদের বোতল।
তো কি হইল? এমন কি বিগ ডিল?
৫| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৯
সিটিজি৪বিডি বলেছেন: মদের বোতল ব্যবহার না করাই উত্তম হবে।
৬| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:০৬
রাজিয়েল বলেছেন: মদের বোতল থেইকা পানি না খাইলে আমার পিপাসাই মিটে না
৭| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:০৯
ধানশালিক বলেছেন: ব্যাফক মজার আলোচনা
৮| ১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১৬
রাজীব বলেছেন: পানশালায় (বারে) গিয়ে গরুর মাংশ খেলে কি সেটি হারাম??
৯| ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:০০
শেখ মিনহাজ হোসেন বলেছেন: ফালতু প্রশ্ন!!
শুধু শুধু আরেকটি ফতোয়া বানানোর চেষ্টা।
কেন হারাম হবে?? পাত্র তো পাত্রই।। কি খাচ্ছি সেটাই বড় কথা। কোন বোতলে খাচ্ছি সেতা নয়।
তবে একটা প্রশ্ন। পানি খাওয়া আর পানি ভরা পরের কথা। মদ না খেলে মদের বোতলটা আসলো কোত্থেকে??
১০| ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৫৬
চা বলেছেন: না হারাম না।
১১| ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:২৪
রবিনহুড বলেছেন: কথা হলো ইসলাম ধর্ম মতে একটা সময় মদের পাত্র ব্যবহার নিষিদ্ধ ছিলো। পাবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে।
শর্ত হলো মদের পাত্রে মদ থাকতে পারবে না
ও পাত্রটা ভালো করে ধূয়ে নিতে হবে। তার পর মদের পাত্র ব্যবহার করা যাবে।
পোষ্টে কথাবার্তার লক্ষন দেশে মনে হচ্ছে এটা একটা গুড় লাগানো পোষ্ট
১২| ১৩ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৯
বলাক০৪ বলেছেন:
১৩| ১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৫
হাসান মাহবুব বলেছেন: পানির বোতলে মদ খাওয়া হারাম
১৪| ১৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০৯
নাজমুল আহমেদ বলেছেন: এই সমস্ত কথা কৈ পান আপনেরা???
১৫| ০৬ ই মে, ২০১০ বিকাল ৩:৪২
লেখাজোকা শামীম বলেছেন: হ, পানির বোতলে মদ খাওয়া হারাম।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৪৪
দুর্ধর্ষ বেদুইন বলেছেন: অবশ্যই অরুচিকর!