নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাছরাঙার খেরোখাতা

মাছরাঙা

ধূসর মাছরাঙা

অমরত্বের প্রত্যাশা নেই নেই কোন দাবী দাওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকেই চাওয়া

ধূসর মাছরাঙা › বিস্তারিত পোস্টঃ

নবজাতকের জন্য..

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

আপনি কি নবজাতকের পিতা/মাতা হয়েছেন সম্প্রতি? কিংবা হতে যাচ্ছেন? উত্তর হ্যাঁ হলে অভিনন্দন আপনাকে।

ঘর আলো করে আসা ফুটফুটে এই সন্তানের চেহারার দিকে চেয়ে যেমন স্বর্গীয় সুখে মন ভরে যায়, তেমনি মনের কোণে কিছু দুশ্চিন্তার দুষ্টু রেখার আঁকিবুকিও চলে। দুশ্চিন্তা এই ছোট্টমনি টা ঠিকভাবে বেড়ে উঠছে কিনা, বয়স অনুযায়ী ঠিক আচরণ করছে কিনা, টিকা দেয়ার সময় হল কিনা, এত ছোট বাচ্চাকে কোলে নেয়ার ঠিক পদ্ধতি কী?, দুধ কতক্ষন পর পর খাওয়াতে হবে? গোসল করাবো কিভাবে... এরকম হাজারো প্রশ্ন মনের মধ্যে সারাক্ষন ঘুরপাক খায়।

আচ্ছা যদি একটা মোবাইলেই এসব সমাধান থাকে তাহলে কেমন হয়? এমন একটি মোবাইল অ্যাপ যা আপনার নবজাতক সন্তানের প্রতিদিনের বয়সের হিসেব রাখবে, সপ্তাহ-মাস ভিত্তিক শরীর গঠন, আচরনের তুলনা করতে পারবে, জানাবে নবজাতকের যত্ন আত্তির অদ্যপান্ত।



অ্যান্ড্রয়েড ভিত্তিক এই দেশী অ্যাপ এর নাম Baby Growth & Care । পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। ডাউনলোড করুন, ব্যবহার করুন, নিশ্চিন্ত থাকুন ও আনন্দে থাকুন আপনার সোনামনিকে নিয়ে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: না ভাই,পিতা না। আজই আমি নানার পদমর্যাদায় ভূষিত হয়েছি।। মেয়ে এখনো হাসপাতালে।
এ্যাপের নামটি যাচাই না করেই পাঠিয়ে দিলাম। ঠকতে হবে না তো??

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

ধূসর মাছরাঙা বলেছেন: অভিনন্দন নানা হবার জন্য। এ্যাপ নিয়ে ঠকতে হবে না শিউর। তবে শুধু নাম দিয়ে গুগল প্লে তে সার্চ দিলে শত শত এ্যাপের ভীড়ে খুঁজে পাওয়া দুষ্কর হবে। সেই ক্ষেত্রে সহজ উপায় হল ডেভলপারের নাম দিয়ে খোঁজা। sjcodes.net লিখে সার্চ করুন, মুহুর্তেই পেয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.