নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জামাই

বাংলার জামাই › বিস্তারিত পোস্টঃ

থার্টিফার্স্ট নাইট উদযাপন মুসলমানদের জন্য হারাম

৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৬

নববর্ষ [থার্টিফাস্ট নাইট] মুসলমানদের জন্য হারাম !!
তাকওয়া অবলম্বন সম্পর্কে আল্লাহর বাণীসমূহঃ
( ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﺣَﻖَّ ﺗُﻘَﺎﺗِﻪِ )
“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ
ভয়।” (সূরা আলে ইমরান, আয়াত ১০২)
ﻓَﺎﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻣَﺎ ﺍﺳْﺘَﻄَﻌْﺘُﻢْ
“তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর।” (সূরা আত
তাগাবুন, আয়াত ১৬)
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺍﺗَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻗُﻮﻟُﻮﺍ ﻗَﻮْﻟًﺎ ﺳَﺪِﻳﺪًﺍ
“হে মুমিনগণ, তোমরা আল্লাহ-কে ভয় কর এবং সঠিক
কথা বল।” (সূরা আল আহযাব, আয়াত ৭০)
ﻭَﻣَﻦْ ﻳَﺘَّﻖِ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺠْﻌَﻞْ ﻟَﻪُ ﻣَﺨْﺮَﺟًﺎ . ﻭَﻳَﺮْﺯُﻗْﻪُ ﻣِﻦْ ﺣَﻴْﺚُ ﻟَﺎ ﻳَﺤْﺘَﺴِﺐُ
“যে আল্লাহ-কে ভয় করবে তিনি তার জন্য উত্তরণের
পথ তৈরী করে দেন। এবং তিনি তাকে এমন উৎস
থেকে রিয্ক দেবেন যা সে কল্পনাও
করতে পারবে না।” (সূরা আত তালাক, আয়াত ২-৩)
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁَﻣَﻨُﻮﺍ ﺇِﻥْ ﺗَﺘَّﻘُﻮﺍ ﺍﻟﻠَّﻪَ ﻳَﺠْﻌَﻞْ ﻟَﻜُﻢْ ﻓُﺮْﻗَﺎﻧًﺎ ﻭَﻳُﻜَﻔِّﺮْ ﻋَﻨْﻜُﻢْ ﺳَﻴِّﺌَﺎﺗِﻜُﻢْ
ﻭَﻳَﻐْﻔِﺮْ ﻟَﻜُﻢْ ﻭَﺍﻟﻠَّﻪُ ﺫُﻭ ﺍﻟْﻔَﻀْﻞِ ﺍﻟْﻌَﻈِﻴﻢ
“হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় কর,
তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান প্রদান করবেন,
তোমাদের থেকে তোমাদের পাপসমূহ দূর করবেন
এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ
মহা অনুগ্রহশীল।” (সূরা আনফাল, আয়াত ২৯)

আসুন থার্টিফার্স্ট নাইটের কুকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখি।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৯

খেলাঘর বলেছেন:


মুসলমানদের জন্য সবকিছুই হারাম, বেঁচে থাকাও হারাম।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১

হিংস্র ঈগল বলেছেন: নারী নেতৃত্ব হারাম
মহিলাদের বেপর্দা হয়ে পুলিশ, র‍্যাবে চাকরি করা হারাম,
গান শোনা হারাম,
ছবি দেখা হারাম,

ইসলামী শরিয়াহ মোতাবেক অনেক কিছুই হারাম।

আক্কেল আলি দিন শেষে কহে

তালুকদার বাড়ির গাছের আম সব সময় তিতাই হয়।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৭

অন্তু নীল বলেছেন: একটা জিনিস আমার খোপরিতে কিছুতেই ঢুকেনা। আমি যদি কোনো অন্যায় না করি তাইলে ভয় পাব ক্যান ?

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৫

ভাঙ্গা হৃদয় বলেছেন: কোনো লাইনে তো থার্টি ফাস্ট নাইটের কথা দেখলাম না। ডিপেন্ড করে আপনে মদ খাইয়া পালন করলেন নাকি নামায পইরা পালন করলেন। নিশ্চই আল্লাহ তাআলা সবকিছু জানেন।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৭

নতুন বলেছেন: ভাই ইন্টারেট ব্যবহার কিভাবে হালাল হইলো তার কোন দলিল আছে কি?

অনেকে তক` করে যে ইন্টারনেট হারাম.... তাদের মুখ কিভাবে বন্ধ করা যায়...

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫৮

মাথা নষ্ট সিপাহি বলেছেন: আলোচ্য আয়াত গুলোতে বর্ষবরন বা বর্ষ বিদায় সংক্রান্ত কোন কথাই নাই, উদজাপন তো দুরে থাক, তাহলে হারাম হল কেমনে?

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫০

বাংলার জামাই বলেছেন: বর্ষবরন বলতে বর্ষ বরনের নামে কুকর্মকেই বোঝানো হয়েছে আর আয়াতগুলোতে আল্লাহর প্রতি ভয়ের কথা বলা হয়েছে যাতে করে সকল পাপ থেকে বিরত থাকা যায়

মুসলমানদের জন্য সেসবই হারাম করা হয়েছে যা তাদের জন্য অমঙ্গলকর

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২

কলাবাগান১ বলেছেন: আপনার এমন নাম "বাংলার জামাই" রাখাও তো হারাম......। এই ইহুদি-নাসাদের দ্বারা পরিচালিত ইন্টারনেট ব্যবহার করাও তো হারাম.......

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: বাংলার জামাই - হারাম!
ব্লগ দিয়া ইন্টারনেট চালানো হারাম।


মাথামোটা ধর্মান্ধ।
উল্লেখিত আয়াতের সাথে বিষয়বস্তুর কোন মিল নাই। ২/৪ লাইন আয়াত এখান থেকে ওখান থেকে অপ্রাসঙ্গিকভাবে ঝেড়ে দিলেই বেহেশত পাওয়া যাবে না রে পাগলা!

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি একটা ভাল পোষ্ট দিয়েছেন, আপনারা বিরোধীতা করছেন কেন!

থার্টি ফার্স্ট এর অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা, তাইনা? ;)

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: হুম স্বর্ণা ;)

ছাদে বসে রাতের আঁধারে,












































চাঁদের আলোয়,

































পরিবার নিয়ে কেক কেটে ও বারবিকিউ করে আনন্দ করার প্ল্যান আছে।




































হারাম!
:P :-/

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮

সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাঙ্গা হৃদয় বলেছেন: কোনো লাইনে তো থার্টি ফাস্ট নাইটের কথা দেখলাম না। ডিপেন্ড করে আপনে মদ খাইয়া পালন করলেন নাকি নামায পইরা পালন করলেন। নিশ্চই আল্লাহ তাআলা সবকিছু জানেন

সহমত।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০০

মামুন রশিদ বলেছেন: আপনি যে ব্লগে লিখেছেন, এটা হালাল না হারাম ??


ফতোয়াবাজি ছাড়েন ।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৫

কালের সময় বলেছেন: হুমমমমমম :|| :||

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

উমার বলেছেন: এখানে যারা মন্তব্য করেছেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি। সারা জীবন নামাজ না পড়লে বা পর্দা না করলে কাউকে কাফের বলা যাবে না। কিন্তু কেউ যদি ইসলাম এর কোনো বিধান অস্বিকার বা তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে সে কাফের হয়ে যাবে। তাই শরিয়ত এর ব্যাপারে একটু সাবধানে মন্তব্য করবেন। আপনি না মানতে পারলে গুনাহগার হবেন, কিন্তু কাফের হবেন না। আর যিনি পোস্ট করেছেন তাকে বলব, শুকনো যায়গায় বীজ বুনলে যেমন গাছ হয়না, তেমনি ব্লগে এই সকল পোস্ট করাও অরন্যে রোদন। আর সত্যি বলতে কি ব্লগ, ফেসবুক ব্যবহার করাই আমার কাছে সহীহ মনে হয় না। বেশিরভাগ মানুষ নিশ্চয়ই ইসলামিক পোস্ট পড়তে ব্লগে ঢোকে না। সে হিসেবে আপনার ব্লগে ঢোকাই উচিত না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.