নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাই বাবু

রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, দেশের স্বার্থে সবার ঐক্যমত দরকার।

জামাই বাবু › বিস্তারিত পোস্টঃ

টেস্টে জয়ে নতুন রেকর্ড

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। ঢাকা টেস্ট ইনিংস ও ১৮৪ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ তে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। সেইসঙ্গে বছরের মাঝামাঝি সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশের মধুর প্রতিশোধও নিলো তারা।



আবারও তিন দিনেই জিতলো বাংলাদেশ
নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষকে ফলোঅন করাল বাংলাদেশ। কেমার রোচকে এলবিডব্লিউ করে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের ইতি টেনেছেন তাইজুল ইসলাম। রিভিউ নিয়েও লাভ হয়নি ব্যাটসম্যানের। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয়েছে সফরকারীরা। সিরিজের দ্বিতীয় টেস্ট বাংলাদেশ তিনদিনেই জিতেছে ইনিংস ও ১৮৪ রানে। চট্টগ্রামে প্রথম টেস্টও তিন দিনে জিতেছিল বাংলাদেশ।



মিরাজের দ্বিতীয় দশ
অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের লেংথ বল কাট করতে চেয়েছিলেন দেবেন্দ্র বিশু। এজ হয়ে ক্যাচ যায় প্রথম স্লিপে। আরেকটি দারুণ ক্যাচ নেন সৌম্য সরকার। দ্বিতীয় ইনিংসে এটি মিরাজের তৃতীয় উইকেট, ম্যাচে দশম। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচে দশ উইকেট পেলেন মিরাজ। ২০১৬ সালে ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানে নিয়েছিলেন ১২ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে সাত উইকেট পান মিরাজ। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে ইনিংসে সাত বা এর বেশি উইকেট পেলেন তিনি।



ডোরিচকে ফিরিয়ে নাঈমের প্রথম
শেন ডোরিচকে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেট পেয়েছেন অভিষিক্ত নাঈম হাসান। অফ স্পিনারকে ডিফেন্ড করতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। এজ হয়ে ক্যাচ যায় প্রথম স্লিপে। দারুণ ক্যাচ নেন সৌম্য সরকার।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: বিজয়ের মাসে আনন্দটা বেড়ে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.