নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাগল ছানা

আমি এখানে নেই

ছাগল ছানা › বিস্তারিত পোস্টঃ

সাদা কাগজে ফুরানো কালি

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪২

কত কিছুই না দেখাইতাম- তাই না!
দেখো কেমনে কেমনে সময়ের ভারে-
পুরান হইয়া গেলো সব সাদা কাগজ।
শেষ ভাবতে ভাবতে দেখলাম রঙ
শুরুর কাল না ভাবছিলাম রঙ্গীন,
তবু সময় কি শেষে ভাবাইলো,
তা কি লেখা যাইতো যাবে কোনও কাগজে!
সময় ভাবতে ভাবতে কাইটা যায় সবই-
তাও কি সামনে আগাইয়া যাওয়া যাবে!
সময় আগাইলো, তারিখ ফুরাইলো-
তবু অতীত ভাসাইলো না।
যাইবো যাইবো বলতে বলতে-
একদিন তো চইলা যাবোই আমরা
তবু অতীতের ভারে কেমনে
মইরাই যাই দিন দিন মরা মনের ভারে-
আহারে আমার সাধের নীল সে কাল-
আহারে- আমার সাধের জীবন
সেই কালেই মইরা থাকে।
সময় আগাইয়া যায়-
আমার আর আগানো হয় না।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: চলে যেতে হবে একদিন অমোঘ সত্য
ভালো থাকুন

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০২

ছাগল ছানা বলেছেন: আসল সত্য।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

শায়মা বলেছেন: ছানাভাইয়া এই নিক কখনও দেখেছি বলে মনেই পড়ে না আমার। তবে আজ দেখলাম তোমার নিকের বয়স ১৫!!!! :-/

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০২

ছাগল ছানা বলেছেন: ছিলাম না অনেক দিন। ভাবলাম একটু ঢুকি। কবিতা লিখছি অনেক গুলা। লুকায়ে লুকায়ে লেখার জায়গা পাই না। তাই আসলাম।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:২৬

ছাগল ছানা বলেছেন: ছিলাম না অনেক দিন। ভাবলাম একটু ঢুকি। কবিতা লিখছি অনেক গুলা। লুকায়ে লুকায়ে লেখার জায়গা পাই না। তাই আসলাম।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০২

ছাগল ছানা বলেছেন: ধন্যবাদ

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতাগুলো পোস্ট করবেন। আর মন্তব্যের উত্তর দিবেন যে মন্তব্য করলো তার মন্তব্যের নিচে সবুজ চিহ্ন ক্লিক করে

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০১

ছাগল ছানা বলেছেন: জ্বী আচ্ছা। মনেও নাই এখানে আগে কিভাবে রিপ্লাই দিতাম।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭

ফাহমিদা বারী বলেছেন: যাইতে যাইতে পড়িয়া গেলাম!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:০১

ছাগল ছানা বলেছেন: ধন্যবাদ

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.