![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরের কোনায় থাকা না জানা কেউ
কেউ জানতো না বুঝতো না খুজতো না
দরকার ছিলো না ডেকে ঘুম ভাঙ্গানো
তবু কড়া নাড়া পড়েছিলো
হটাৎ আসা,
কোনও এক ঠান্ডা হাওয়ার।
উঠছিলো তাই, কড়া নাড়ার শব্দে-
শক্ত করে লাগিয়ে দিতে দরজার ছিটকানি।
লাগেনি। ভাঙ্গা ছিলো।
হাওয়া ছিলো না- কড়াও ছিলো ভাঙ্গাচোরা।
খোলা দরজার ঘরে কোনায় পড়ে থাকা
না জানা কারও খোজ এসেছিলো।
না চেনা অন্য কোনও অচেনা কেউ।
আসলো বসলো দেখলো তাকালো ডাকলো।
ঘুম ভাঙ্গা মানুষের চোখে পড়ে থাকা,
না বোঝা অদ্ভুত স্বপ্ন তবু ধুসরে ঘেরা।
কথা হলো না তবে দেখা গেলো
না জানা কিছু জানার চেষ্টা হলো না।
কার ইশারায় বাতাসের ফেরে উড়ে আসা ঈশ্বরের আয়েশি খেলা।
বাতাসের মতই হারালো।
আমার খোলা দরজায় তবু আজও
কড়া দেয়া হলো না।
থাকুক খোলা-
কি যায় আসে তাতে কার।
যে ঘরে কিছু নেই সে ঘরে আলো আসুক বাতাস আসুক ঈশ্বর কিংবা ঈশ্বরী।
কথা হবে না কোনও দিন
শুধু চেয়ে থাকা থাকি ।
হাওয়ায় ভেজা ঘরখানির কোনায়
তবু বসে থাকি যবুথবু ডাকি বাতাসের দিকে।
হয়তো কথা হবে।
হয়তো আবার আসবে।
খোলা থাকুক আমার ভাঙ্গা দরজা।
হারিয়ে যাওয়া হাওয়া যদি ফেরে
তবে কথা হবে কিনা
তবে জানা হবে না।
ফিরবে না তবু বুঝি,
ফিরাইতে চাওয়ার নেশা থেকে যাক।
নেশা না কাটুক তবু-
ভাঙ্গা থাক আমার দরজা
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:০৫
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো। সবার পোস্ট পড়বেন
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।