নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Criticism is our fundamental right. The revolution will come only from our pen #save constitution

Titanic

এক সময় আমরা সবাই মানুষ ছিলাম।হঠাৎ করে তখন এক ভণ্ডু খোদার আবিষ্কার হল।শুরু হয়ে গেলে ধর্মের/খোদার দলের দালালী(মানুষের মধ্যে মারামারি হানাহানি)ভণ্ডু খোদার এক বিশেষ দালাল হল ইসলামধর্মের নবী মুহাম্মদ।ধর্মিয় বই নাকি আসমান থেকে এসেছ,আরে বোকার দল তাহলে তদের মালিককে বল আমাকে একটি আইটির বিশেষ বই দিতে।আমি আইটির ব্যবহার ও উন্নত মান দিয়ে তোদের খোদা হওয়ার দাবী করব।তোমরা বল কোরান,বাইবেল, গীতা আরও কত্তকিছু উপর হতে এসেছে।তোমরা কি দেখনা এখন মানুষ উপর(চন্দ্র,মংগল ইত্যাদিতে ভ্রমণ করছে)চোখ খুল মানুষ, চোখ খুল।

Titanic › বিস্তারিত পোস্টঃ

জঙ্গীবাদ এবং বর্তমান মুসলিম জাতি। জমসর আলী

০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৭

Wednesday, September 4, 2019
Latest:
জঙ্গীবাদ এবং বর্তমান মুসলিম জাতি।
মানুষের একজন প্রাচীন পূর্বপুরুষের করোটি আমাদেরকে দিচ্ছে আমাদের বিবর্তনীয় ইতিহাস সম্পর্কে নতুন ধারণা
হিন্দু ধর্ম ও গোমাংস-রহস্যঃ আলবিরুনি, বিবিধ মত
ধর্মগুলো কি আসলেই বিজ্ঞান সম্মত ?
হিন্দু ধর্ম ও গোমাংস-রহস্যঃ পাণিনি, চরক, সুশ্রুত, অর্থশাস্ত্র, ত্রিপিটক
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
আপনার বিশ্বাস এবং অনুভূতি অত্যাধিক স্পর্শকাতর হলে এই ওয়েবসাইট এড়িয়ে চলুন
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব

Search me in : http://www.somewhereinblo. net/jamshor/titanic


সাধারণ
মারিয়া কিবতিয়া | বাঁদী পত্নী সমাচার!
August 7, 2019 আসিফ মহিউদ্দীন 1 Comment
মূল তালিকা
ভূমিকা
মারিয়া কিবতিয়ার ইতিহাস
কেন তার সম্পর্কে কিছু শোনা যায় না?
দাসপ্রথা
বিবাহ নিষিদ্ধের আয়াত
তাফসীরে জাকারিয়া
তাফসীরে আহসানুল বায়ান
আল্লাহর সরাসরি নির্দেশকে অমান্য করা?
দাসী-বাঁদি নাকি স্ত্রী?
১। তাবারী ( The History of al-Tabari )
২। তাফসীরে ইবনে আব্বাস
৩। ইবনে কাসীরের তাফসীর থেকে
৪। জালালাইনের তাফসীর থেকে
৫। তাফসীরে মাযহারী থেকে
৬। আল বিদায়া ওয়ান নিহায়া
৭। আবু আলা মওদুদি
৮ । Shaykh Muhammad Saalih al-Munajjid ( Islamqa.info )
৯। আর-রাহীকুল মাখতূম
১০। পাকিস্তানের নারী ইসলামিক স্কলারের বক্তব্য
১১। পাকিস্থানী শায়েখ নুরুল হাসান মাদানী
১২। ড. আবু বকর যাকারিয়া সাহেবের মিথ্যাচার!
উপসংহার
ভূমিকা
ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি অসংখ্য ইসলামিক ওয়াজ শুনেছি। ছোটবেলা আমার অন্যতম প্রিয় বিষয় ছিল ইসলামিক ওয়াজ শোনা এবং কোরআন হাদিস থেকে ওয়াজের কথাগুলো মিলিয়ে দেখা। আশ্চর্যজনক হলেও সত্য, যতজন ইসলামি আলেম কিংবা হুজুরদের কথা শুনেছি, কখনই মুহাম্মদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নারী মারিয়া কিবতিয়ার নাম কাউকে উচ্চারণ করতে শুনি নি। গুরুত্বপূর্ণ বললাম এই কারণে যে, হযরত মুহাম্মদের পুত্র সন্তান ইব্রাহিম, যার মৃত্যুতে মুহাম্মদ প্রচণ্ড দুঃখ পেয়েছিলেন, তার মায়ের নাম মারিয়া কিবতিয়া। পুত্র সন্তান নিশ্চয়ই সেই সময়ের আরব সমাজের এক সম্মানের বিষয় বলেই বিবেচিত হতো, তাই সন্তানশোকে মুহাম্মদের কষ্ট আমরা অনুভব করতে পারি। বিষয়টি দুঃখজনক ছিল অবশ্যই। কিন্তু মুহাম্মদের জীবনের খুঁটিনাটি অনেক কিছু নিয়েই আলোচনা শোনা গেলেও এই নিয়ে মোল্লাদের আলাপ আলোচনা তেমন একটা শোনা যায় না।


মারিয়া কিবতিয়ার কবর

দাসীর গর্ভে জন্ম নেয়া নবীর মুহাম্মদের পুত্র ইব্রাহিমের কবর
Jannat-ul-Baqi, Medina
কেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রচুর বই পড়তে হয়েছিল। প্রথম যখন মারিয়া কিবতিয়ার নাম জানি, রীতিমত অবাকই হই। কখন প্রথম তার নাম পড়েছিলাম সেটা এত বছর পরে আর মনে নেই। খুব সম্ভবত তাফসীরে ইবনে কাসীর পড়ার সময়। মুহাম্মদের অনেক স্ত্রীর নাম নানা জায়গাতে পাওয়া গেলেও তার কথাটি কীভাবে যেন হুজুরেরা এড়িয়ে যান। শুরুতেই আসুন একটি সহি হাদিস পড়ে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি।

সুনানু নাসাই শরীফের সেই সহিহ হাদিসটি হচ্ছে,

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
গ্রন্থঃ সূনান নাসাঈ (ইফাঃ)
অধ্যায়ঃ ৩৭/ স্ত্রীর সাথে ব্যবহার (كتاب عشرة النساء)
হাদিস নাম্বার: 3961
৩৯৬১. ইবরাহীম ইবন ইউনুস ইবন মুহাম্মাদ হারামী (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি বাদি ছিল যার সাথে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা (রাঃ) এবং হাফসা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদিটিকে নিজের জন্য হারাম করে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ্ পাক নাযিল করেনঃ (يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ) “হে নবী! আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন (সূরা তাহরীমঃ ১) ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
তাহক্বীকঃ সহীহ।


হাদিসটি পাবেন সূনান নাসাঈ (ইফাঃ) খণ্ড ৪ পৃষ্ঠা ১০৬ তে। ডাউনলোড লিঙ্ক
সহিহ মুসলিম শরীফ থেকে আরেকটি হাদিস পড়ে নিইঃ


সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড ৬ পৃষ্ঠা ২৮৫ ডাউনলোড লিঙ্ক
উপরের হাদিসে দেখুন, মুহাম্মদের হেরেমের কথা বলা হয়েছে। এর আভিধানিক অর্থ হচ্ছে নিষিদ্ধ বা গোপনীয় স্থান। আর আরেকটি অর্থ হচ্ছে রক্ষিতাদের আবাসস্থল। স্ত্রীকে কেউ হেরেমে রাখে না।

মারিয়া কিবতিয়ার ইতিহাস
বাইজান্টাইন সাম্রাজ্যের অধিনস্ত মিশরীয় সম্রাট মুকাউকিস হিজরি ৬ অথবা ৭ সালে, ৬২৮ বা ৬২৯ খ্রিস্টাব্দে, মারিয়া আল-কিবতিয়া নামক একজন মিশরীয় কপ্টিক খ্রিস্টান দাসীকে মুহাম্মাদের নিকট উপহার হিসাবে প্রদান করেন। মুহাম্মাদ তাকে দাসী হিসেবে গ্রহণ করেন এবং যৌনমিলন করেন। তার আসল নাম মারিয়া বিনত সাম’উন, তবে তিনি মারিয়া আল-কিবতিয়া নামেই অধিক পরিচিত (আরবি: مارية القبطية‎‎, অন্যত্র, “মারিয়া কুপতিয়াহ”, বা মারিয়া, দ্যা কপ্ট; মৃত্যুঃ ৬৩৭)। তিনি ইব্রাহিম ইবনে মুহাম্মাদ নামে মুহাম্মাদের একটি সন্তানের জন্ম দেন, যে কিনা ১৬ অথবা ১৮ মাস বয়সে শিশুকালেই মারা যায়।

ইবনে কাসীরের তাফসীর থেকে জানা যায়, মারিয়া আসলে ছিলেন ধরা পরা যুদ্ধবন্দী নারী। তাকে যুদ্ধবন্দী হিসেবে ধরা হয়েছিল, পরে তাকে নবী মুহাম্মদের কাছে উপহার হিসেবে পাঠানো হয়।

মারিয়া কিবতিয়া
তাফসীরে ইবনে কাসীর পৃষ্ঠা ১৩১
কেন তার সম্পর্কে কিছু শোনা যায় না?
হযরত মুহাম্মদের উপহার সূত্রে প্রাপ্ত দাসীর গর্ভে একজন পুত্র সন্তান ছিল, সে বিষয়টিও ছোটবেলা হুজুরদের মুখে কোনদিন শুনি নি। নিশ্চিতভাবেই ইসলামিক বক্তাগণ বিষয়টি সম্পর্কে অবগত কিন্তু এই নিয়ে কথা বলেন না। একটু বড় হওয়ার পরে নিজেই পড়ালেখা করে জানলাম, হযরত মুহাম্মদের যৌনদাসী মারিয়া কিবতিয়ার কথা। যার গর্ভে হযরত মুহাম্মদের একজন পুত্র সন্তান ইব্রাহিমের জন্ম হয়। মুহাম্মদের জীবনের তুচ্ছাতিতুচ্ছ ঘটনা নিয়ে শীতকালে হুজুরেরা দিনের পর দিন ওয়াজ করেন, কীভাবে ঘুমাতেন কীভাবে প্রশাব করতেন কীভাবে দাঁত মাজতেন, কীভাবে বিবি সহবত করতেন; অথচ এতবড় একটি ঘটনা নিয়ে কেউ তেমন কথা বলেন না। খুব অদ্ভুত বিষয়। তিনি কীভাবে দাসী সহবত করতেন, বিষয়টি বিস্তারিত জানা থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলিমের ঈমানের অঙ্গ হওয়াটাই উচিত ছিল। যেহেতু আল্লাহ পাক এটি হালাল করেছেন, নবী মুহাম্মদও প্রাকটিস করেছেন।

বর্তমান সময়ে অনেক টাউট টাইপের ইসলামিস্ট বলার চেষ্টা করেন, তার সাথে হযরত মুহাম্মদের বিবাহ হয়েছিল। অথচ সত্য হচ্ছে, মারিয়া কিবতিয়া ছিল মুহাম্মদের যৌনদাসী। সেটি নিয়েই আজকের এই লেখাটি। পাঠকগণ তথ্যসূত্রগুলো মিলিয়ে দেখবেন, যাচাই করবেন, এটাই কামনা করি।

প্রথমদিকে যখন মারিয়া কিবতিয়ার নাম বলেছিলাম, প্রচুর সংখ্যক মুমিন মুসলমান বিষয়টি একদম পুরোপুরি অস্বীকার করেছিল। অসংখ্য গালাগালি এবং অশালীন কথাবার্তা শুনতে হয়েছিল, সত্য বলবার জন্য। এমন দাবীও দেখেছি, মারিয়া কিবতিয়া নামে নাকি কেউ কখনো ছিলই না। এগুলো নাকি ইহুদী নাসারা আর নাস্তিকদের বানানো নাম। এরপরে রেফারেন্স দেয়া শুরু করলে মুমিনগণ বলতে থাকেন, মারিয়া কিবতিয়া নামে একজন ছিলেন বটে, কিন্তু তিনি ছিলেন মুহাম্মদের স্ত্রী। এরপরে আরো রেফারেন্স দেয়ার পরে অনেক গাইগুই শেষে বর্তমানে উনারা বলে বেড়াচ্ছেন, মারিয়া কিবতিয়া ছিল মুহাম্মদের বাঁদী পত্নী! পত্নীর আবার বাঁদী কীভাবে হয় বিষয়টা আমার জানা নেই। কিন্তু মুমিনদের এই লজ্জা ঢাকার চেষ্টাটুকু খুব হাস্যকর মনে হয়। সেই বিষয়েই আলোচ্য লেখাটি। অর্থাৎ, মারিয়া কিবতিয়া কে ছিলেন? বাঁদী, নাকি স্ত্রী, নাকি বাঁদী স্ত্রী?

তাই এই বিষয়ে কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করছি। পাঠকগণ তথ্যপ্রমাণগুলো যাচাই বাছাই করে নিজ বুদ্ধি বিবেচনা ব্যবহার করে পড়ে দেখতে পারেন। কোনটি সঠিক আর কোনটি ভুল, তা পাঠকগণের হাতেই ছেড়ে দিচ্ছি। আর যাদের বিষয়টি নিয়ে আগ্রহ নেই, তারা বিষয়টি এড়িয়ে যেতে পারেন। সবার সব কিছু পড়তে হবে না।

আলোচনার শুরুতে যেই কথাটি বলে নেয়া ভাল যে, ইদানিং কালের অনেক মডারেট মুসলমান ইসলামের অনেক বিষয়য়াদি লুকাবার আপ্রাণ চেষ্টা করে থাকেন। লুকাবার এই চেষ্টাটি নানাভাবেই করা হয়ে থাকে। যেমন অনুবাদ করার সময়, এমন ভাবে অনুবাদ করা হয় যেন শব্দগুলো অনেকটা হালকা হয়ে যায়। কারণ অনেকেই লজ্জিত হন, এই আধুনিক সময়ে এসে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনাতে ইসলামের অনেক গোপন বিষয় ফাঁস হয়ে যায় বলেও তারা মনে করেন। তারা কোনভাবেই চান না, নাস্তিকরা এগুলো জেনে ফেলুক, এবং ইসলাম ধর্মটি নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করুক।

মুসলিমদের মধ্যে এখনো অনেকেই এমন আছেন, যারা ইসলামের অনেক বিধান নিয়ে রীতিমত লজ্জিত এবং বিব্রত। তাই নানাভাবে সেই বিষয়গুলোকে তারা লুকিয়ে ফেলতে চান, ঢাকে রাখতে চান। যারা ঢেকে রাখতে চান, লুকাবার চেষ্টা করেন, তারা মানুষ হিসেবে ঐ সহি মুসলিম লোকটির চাইতে অবশ্যই উন্নত মানের। অন্তত তারা বোঝেন, এই বিষয়গুলো অন্যায় এবং নোংরা। তাই তারা বিষয়গুলোকে নানা আগডুম বাগডুম ব্যাখ্যা দিয়ে বাতিল করার চেষ্টা করেন।

তাই এই কথাটি স্পষ্ট করেই বলে নিচ্ছি, যারা মারিয়া কিবতিয়াকে মুহাম্মদের স্ত্রী হিসেবে প্রচার করতে চান, তারা একদম কট্টর এবং সহি মুসলমানদের থেকে উন্নত চরিত্রের মানুষ। কোরানে দাসীর সাথে যৌন সম্পর্ককে বৈধতা দেয়ার পরেও তারা আধুনিক মন মানসিকতা নিয়েই বুঝতে পেরেছেন, দাসীদের সাথে যৌন সম্পর্ক বিষয়টি নোংরা এবং খারাপ। তাই মুহাম্মদের চরিত্রকে রক্ষার জন্য তারা নানাভাবে প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন, মুহাম্মদ দাসীর সাথে যৌন সম্পর্কের মত নোংরা কাজটি করেন নি। তাদের প্রতি আমার কোন বিতৃষ্ণা নেই, বরঞ্চ সহানুভূতি রয়েছে।

মুসলিমদের মতে আল্লাহ পাক কোরানে যা যা বলেছেন, সবই নৈতিকতার কথা, ভাল কথা। সেই সূত্রে দাসীর সাথে যৌন সম্পর্ক কোন খারাপ কাজ নয়। মুহাম্মদ তা করে থাকলে তাতে দোষের কিছু নেই।

যখন মুহাম্মদের সাথে মারিয়া কিবতিয়ার বিয়ে হয়েছে বলে প্রচার চালানো হয়, তার মানে এই যে, কিছু মুসলিম মনে করছেন, কোরানের ঐ আয়াত যেখানে দাসী সঙ্গম বৈধ করা হয়েছে, বিষয়টি খারাপ কাজ, এবং মুহাম্মদের চরিত্রকে রক্ষার জন্যেই তারা ঐ খারাপ কাজটি মুহাম্মদ করেন নি, সেটা প্রমাণের আপ্রাণ চেষ্টা করছেন।

তাহলে, দাসীর সাথে যৌন সঙ্গম কী ভাল নাকি খারাপ কাজ এই প্রশ্নটির উত্তর আগে খোঁজা জরুরি। যেহেতু কোরান সর্বকাল সর্বযুগ সকল অবস্থায় অবশ্য পালনীয়, তাই মুহাম্মদ দাসী সহবত করে থাকলে সেটা ইসলাম অনুসারে ভাল কাজ হিসেবেই ধরে নিতে হয়। এই নিয়ে লুকোছাপার কিছু থাকে না। তাহলে কিছু মুসলমানের এই লজ্জার কারণ কী? মারিয়া কিবতিয়াকে মুহাম্মদের স্ত্রী প্রমাণের চেষ্টার এত তোড়জোড় কেন? এই নিয়ে এত বিব্রত হওয়ার কারণ কী?

আসল ঘটনা কী?

দাসপ্রথা
প্রথমেই যেই বিষয়টি খুব ভালভাবে জেনে নিতে হবে, দাসপ্রথা বা দাসব্যবসাকে ইসলাম কোনভাবেই নিষিদ্ধ ঘোষনা করে নি। দাস ব্যবসা, মানুষকে দাস বানানো এবং মানুষকে বাজারে নিয়ে কেনাবেচার মত জঘন্য কাজ কোরান এবং বাইবেল উভয় ধর্মীয় কেতাব দ্বারাই পরিষ্কারভাবে বৈধ। এমনকি নবী মুহাম্মদ এবং তার অনুসারিগণ পরিষ্কারভাবেই দাস কেনাবেচার সাথে যুক্ত ছিলেন। সেই সাথে, আল্লাহ যা হারাম ঘোষনা করে নি, তা নিষিদ্ধ বা হারাম মনে করাও ইসলামের দৃষ্টিতে অপরাধ। কারণ আল্লাহ বলেছেন,

হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন?

সুরা তাহরীম আয়াত ১

তাই বর্তমান সময়ে কেউ যদি দাবী করে, ইসলামে দাসপ্রথা নেই, সে মিথ্যা বলে। কারণ আল্লাহ পাক কোরআনে দাস প্রথাকে হালাল করেছেন। এবং আল্লাহ যা হালাল করেছেন তা অন্য কেউ হারাম ঘোষণা করতে পারে না। আধুনিক সময়ে পৃথিবীর অসংখ্য মানবতাবাদীদের অক্লান্ত পরিশ্রমে দাস প্রথা পৃথিবী থেকে উচ্ছেদ হয়ে গেছে। জেনেভা কনভেনশন অনুসারে যুদ্ধবন্দী নারীদেরকে কেনাবেচা, অত্যাচার এবং দাস হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বলে গণ্য।

মুমিনগণ প্রায়শই দাবী করেন, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র গুয়ানতানামো কারাগারে মানুষ নির্যাতন করেছে, সেটাও তো অন্যায়। তাহলে মুসলিমরা একটু গনিমতের মাল হিসেবে যুদ্ধবন্দী নারীদের ভোগ করলে সমস্যা কই? কিন্তু, এই যুক্তিটি খুবই স্থুল। একে আমরা লজিক্যাল ফ্যালাসি বলি। অন্য একটি খারাপ উদাহরণ সামনে আনলে আরেকটি খারাপ ভাল প্রমাণিত হয় না। আমরা যারা নিজেদের মানবতাবাদী বলি, তারা গুয়ানতানামো কারাগারে বন্দীদের অত্যাচারেরও তীব্র নিন্দা জানাই। সেটাও যুদ্ধাপরাধ। একই সাথে, যুদ্ধবন্দী নারীদের দাস বানানোও। সেটা সকলের ক্ষেত্রে। মুসলিমগণ ” ওরাও করে তাই আমরাও করি”, এই যুক্তি দিতে থাকলে বিষয়টা আর আলোচনার উপযুক্ত থাকে না। কারণ এটি কোন যুক্তি হতে পারে না।

ইসলাম সহ অন্য বেশ কয়েকটি ধর্ম দাসদের কিছুটা সুযোগ সুবিধা দিলেও, দাস প্রথাকে নিষিদ্ধ করে নি। যেহেতু কখনই এটি আল্লাহ নিষিদ্ধ করেন নি, তাই আজকে যদি আবার দাস প্রথা চালু হয়, মুসলিমগণ আবারো দাস রাখতে পারবেন। পৃথিবীতে দাস প্রথা প্রায় নিষিদ্ধ হয়ে যাওয়ায় মুসলিমগণ এখন আর দাস কিনতে বা বিক্রি করতে পারেন না। কিন্তু ইসলামে পরিষ্কারভাবেই কোথাও দাস প্রথাকে হারাম বা নিষিদ্ধ বলা হয় নি। বরঞ্চ নানা জায়গাতেই দাসপ্রথাকে হালাল করা হয়েছে।

এই সাথে, যুদ্ধের পরে যুদ্ধবন্দী নারীদের গনিমতের মাল হিসেবে ভোগ করাও কোরানে কোথাও নিষিদ্ধ হয় নি। কোরানের নিয়মকানুন কেয়ামত পর্যন্ত বলবত থাকবে। তাই আজকের দিনেও যদি যুদ্ধ হয়, পরাজিত বাহিনীর নারীদের তুলে আনতে, তাদের দাস বানাতে, তাদের যৌনসঙ্গি বানাতে ইসলামের দৃষ্টিকোন থেকে কোন অন্যায় নেই। বরঞ্চ ইসলাম একে বৈধতা দিয়েছে।

যুদ্ধবন্দী হিসেবে প্রাপ্ত দাসীর সাথে যৌন সম্পর্ক করা বিষয়ে ইসলাম কী বলছে? কোরান বলছে,

হে নবী! নিশ্চয় আমি তোমার জন্য তোমার স্ত্রীগণকে বৈধ করেছি যাদেরকে তুমি মোহরানা প্রদান করেছ এবং বৈধ করেছি তোমার অধিকারভুক্ত দাসিগণকে যাদেরকে আমি যুদ্ধবন্দিনীরূপে দান করেছি এবং বিবাহের জন্য বৈধ করেছি তোমার চাচাতো ভগিনী, ফুফাতো ভগিনী, মামাতো ভগিনী ও খালাতো ভগিনীকে; যারা তোমার সঙ্গে দেশ ত্যাগ করেছে এবং কোন বিশ্বাসীনী নবীর নিকট নিজেকে নিবেদন করলে এবং নবী তাকে বিবাহ করতে চাইলে (সেও তোমার জন্য বৈধ।) –এ (বিধান) বিশেষ করে তোমারই জন্য; অন্য বিশ্বাসীদের জন্য নয়; বিশ্বাসীদের স্ত্রী এবং তাদের দাসিগণ সম্বন্ধে যা নির্ধারিত করেছি তা আমি জানি। (এ বিধান এ জন্য) যাতে তোমার কোন অসুবিধা না হয়। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।[ সুরা আহজাব আয়াত ৫০]

এই লেখাটিতে যুদ্ধবন্ধী নারীদের সাথে যৌনাচার নিয়ে আরেকটু বিস্তারিত বর্ণনা রয়েছে।

২৪. আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, তোমাদের জন্য এগুলো আল্লাহর বিধান।

সুরা নিসা আয়াত ২৪
যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে, কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।

সুরা আল-মা’আরিজ আয়াত ২৯-৩০
হে নবী! আপনার জন্য আপনার স্ত্রীগণকে হালাল করেছি, যাদেরকে আপনি মোহরানা প্রদান করেন। আর দাসীদেরকে হালাল করেছি, যাদেরকে আল্লাহ আপনার করায়ত্ব করে দেন।

সুরা আল-আহযাব আয়াত ৫০
বিবাহ নিষিদ্ধের আয়াত
এরপর আপনার জন্যে কোন নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের রূপলাবণ্য আপনাকে মুগ্ধ করে, তবে দাসীর ব্যাপার ভিন্ন। আল্লাহ সর্ব বিষয়ের উপর সজাগ নজর রাখেন।

সুরা আল-আহযাব আয়াত ৫২
তাফসীরে জাকারিয়া

কাতাদাহ বলেন, আল্লাহ তাদের উপর যা ফরয করেছেন তার অন্যতম হচ্ছে, কোন মহিলাকে অভিভাবক ও মাহর ব্যতীত বিয়ে করবে না। আর থাকতে হবে দু’জন গ্রহণযোগ্য সাক্ষ্য, আর তাদের জন্য চার জন নারীর অধিক বিয়ে করা জায়েয নয়, তবে যদি ক্রীতদাসী হয় সেটা ভিন্ন কথা। [তাবারী]

তাফসীরে আহসানুল বায়ান


এখতিয়ারের আয়াত নাযিল হওয়ার পর নবী পত্নীগণ দুনিয়ার আয়েশ-আরামের সামগ্রীর পরিবর্তে সানন্দ চিত্তে নবী (সাঃ)-এর সাথে বসবাস করাকে পছন্দ করেছিলেন। আল্লাহ তাআলা তার বদলা এই দিলেন যে, নবী (সাঃ)-কে সেই স্ত্রীগণ ছাড়া (সে সময় তাঁরা নয় জন ছিলেন) অন্য কোন মহিলাকে বিবাহ করা বা তাঁদের কাউকে তালাক দিয়ে তাঁর পরিবর্তে অন্য কাউকে বিবাহ করতে নিষেধ করে দিলেন। অনেকে বলেন, পরে নবী (সাঃ)-কে তার এখতিয়ার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আর কোন বিবাহ করেননি। (ইবনে কাসীর)
অর্থাৎ, ক্রীতদাসী রাখার ব্যাপারে কোন বাধা নেই। অনেকে আয়াতের ব্যাপক নির্দেশ থেকে দলীল নিয়ে বলেন যে, নবী (সাঃ)-কে কাফের ক্রীতদাসী রাখারও অনুমতি দেওয়া ছিল। আবার অনেকে (ولاَ تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ) ‘‘তোমরা অবিশ্বাসী নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না’’ (মুমতাহিনা ১০) আয়াতের ভিত্তিতে বলেন, নবী (সাঃ)-এর জন্য কাফের ক্রীতদাসী হালাল ছিল না। (ফাতহুল ক্বাদীর)


আল্লাহর সরাসরি নির্দেশকে অমান্য করা?
কোরানের সুরা আহজাবের ৫২ নম্বর আয়াত এবং তার তাফসিরগুলো থেকে পরিষ্কারভাবেই বোঝা যায়, হযরত মুহাম্মদের স্ত্রীদের খুশী করতে আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেন, এবং আর কোন বিয়ে করতে নিষেধ করেন। পরবর্তীতে এই আয়াতটি রহিত হয়, এরকম কোন প্রমাণ পাওয়া যায় না। আয়াতটি রহিত হয়ে থাকলে পরবর্তী সময়ে কোন আয়াতটি দ্বারা এই আয়াতটি রহিত হয়েছিল, তাও জানা যায় না। তাই রহিত করার আয়াত না পাওয়া গেলে এই আয়াতটিকেই সঠিক বলে ধরে নিতে হবে। এছাড়াও, স্বাভাবিকভাবেই বোঝা যায়, আল্লাহ যখন কাউকে(নবী পত্নীদেরকে) পুরষ্কার দেন, তা ফিরিয়ে নেন না। পুরষ্কার দিয়ে তা আবার ফিরিয়ে নেয়া খুবই ছোটলোকী কাজ। এবং হযরত মুহাম্মদ যে আল্লাহর সরাসরি নির্দেষ ভঙ্গ করে আবার বিয়ে করবেন, সেরকম মানাও কষ্টকর। কোন মুমিন যদি এখন হাদিস দেখিয়ে কোরানের নির্দেশ ভঙ্গের অজুহাত দেখান, বা যদি বলেন আল্লাহ নবীকে আরো বিবাহ করার নির্দেশ দিয়েছিলেন, তখন বলতে হয়, আল্লাহ পাকের সরাসরি আয়াতকে আরেকটি আয়াত দ্বারাই শুধুমাত্র রহিত করা হয়। অন্য কারো মুখের কথায় তো কাজ হবে না। হাদিস দ্বারা কোরানের সরাসরি নির্দেশের বিপরীত কাজ করা যায় না।

দেখা যাচ্ছে, মারিয়া কিবতিয়ার সাথে মুহাম্মদের দেখা হয় হিজরি ৬ অথবা ৭ সালে। আর আল্লাহ পাক মুহাম্মদের স্ত্রীদের খুশী করতে মুহাম্মদকে আর বিবাহ না করতে নির্দেশ দেন হিজরি ৫ সালে। এমতাবস্থায় দুটো ঘটনা ঘটতে পারে।

১। মারিয়াকে যদি মুহাম্মদ বিয়েই করে থাকেন, তাহলে এখানে উনি আল্লাহর নির্দেশ বরখেলাপ করেই তা করেছেন। তাই তিনি আর মুসলিমদের নবী হিসেবে গণ্য হতে পারেন না।
২। মারিয়াকে বিয়ে না করেই যৌন সম্পর্ক করতেন। দাসীর সাথে যৌন সম্পর্ক ইসলাম পরিষ্কারভাবেই জায়েজ ঘোষনা করে।

উপরের দুই সম্ভাবনা থেকে কোনটি হতে পারে, তা আপনারাই চিন্তা করে দেখবেন। আমি কোন সিদ্ধান্ত দিচ্ছি না। এটা সত্য যে, দুই একটি এমন তথ্যসূত্র পাওয়া যায় যেখানে মারিয়া কিবতিয়াকে হযরত মুহাম্মদের স্ত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেগুলো শুধুমাত্র মুহাম্মদের দাসী সহবতকে ধামাচাপা দিতে। সেটি সত্য হয়ে থাকলে, হযরত মুহাম্মদ যে আল্লাহর নির্দেশ উপরের ঐ বিয়ে না করার আয়াতটি অমান্য করেই বিয়েটা করেছিল, তা নিশ্চিত।

দাসী-বাঁদি নাকি স্ত্রী?
১। তাবারী ( The History of al-Tabari )
এবারে আসুন দেখি, ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তাবারীর বিবরণে কী পাওয়া যায়!



The History of Al Tabari page 141 Download link
এবারে আসুন, দাসী, বাঁদি, রক্ষিতা, উপপত্নী, বাঁদিপত্নী শব্দগুলোর অর্থ জেনে নেয়া যাক।


সূত্র

সূত্র
ইবনে আব্বাস, তাবারী, তাফসীরে জাকারিয়া, তাফসীরে আহসানুল বায়ানের রেফারেন্স উপরে দেয়া হয়েছে।

২। তাফসীরে ইবনে আব্বাস
এবারে আসুন সবচাইতে প্রখ্যাত তাফসীরকারক ইবনে আব্বাসের তাফসির থেকে পড়ি। যারা ইবনে আব্বাস সম্পর্কে অবগত নন, তাদের জন্য সংক্ষিপ্ত পরিচিতি। ইবনে আব্বাসের তাফসীরের তৃতীয় খণ্ডের ডাউনলোড লিঙ্ক।





৩। ইবনে কাসীরের তাফসীর থেকে

বিস্তারিত পড়তে এখানে দেখুনঃ সুরা তাহরীম এর তাফসির – ইবনে কাসীর

৪। জালালাইনের তাফসীর থেকে

বিস্তারিত পড়ুন এখান থেকেঃ সুরা তাহরীম | তাফসীরে জালালাইন

৫। তাফসীরে মাযহারী থেকে

বিস্তারিত পড়ুন এখান থেকেঃ সুরা তাহরীম | তাফসীরে মাযহারী

৬। আল বিদায়া ওয়ান নিহায়া

বিস্তারিত পড়ুন এখান থেকেঃ হযরতের দাসীদের বিবরণ – আল্লামা ইবনে কাসীর

৭। আবু আলা মওদুদি
ইসলামি বিশ্বের অন্যতম প্রখ্যাত স্কলার আবু আলা মওদুদি পরিষ্কারভাবেই বলেন,

The woman who came into his possession from among the slave-girls granted by Allah. According to this the Holy Prophet selected for himself Hadrat Raihanah from among the prisoners of war taken at the raid against the Banu Quraizah. Hadrat Juwairiyyah from among the prisoners of war taken at the raid against the Bani al-Mustaliq, Hadrat Safiyyah out of the prisoners captured at Khaiber, and Hadrat Mariah the Copt who was presented by Maqauqis of Egypt. Out of these he set three of them free and married them, but had conjugal relations with Mariah on the ground of her being his slave-girl. In her case THERE IS NO PROOF that the Holy Prophet set her free and married her.

(Maududi, The Meaning of the Qur’an, English rendered by the Late Ch. Muhammad Akbar, edited by A.A. Kamal, M.A. [Islamic Publications (Pvt.) Ltd., Lahore Pakistan, 4th edition, August 2003], Volume IV, fn. 88, p. 124)

৮ । Shaykh Muhammad Saalih al-Munajjid ( Islamqa.info )
ইসলামী প্রশ্নোত্তরের জন্য Islamqa ওইয়েবসাইটটির কথা আপনারা সকলেই আশাকরি কমবেশি জানেন। প্রখ্যাত সব ইসলামি স্কলার এই সাইটে ইসলাম বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন। এই ওয়েবসাইটটি Shaykh Muhammad Saalih al-Munajjid দ্বারা পরিচালিত। এই ভদ্রলোক ইসলামী বিশ্বে অত্যন্ত গুরুত্বপুর্ণ স্কলার। উনার সম্পর্কে জানা না থাকলে জেনে নিতে পারেন। সেখানে প্রশ্ন করা হয়েছিলঃ এই বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই যে, মারিয়া কিবতিয়া ছিলেন রাসুলের যৌনদাসী/উপপত্নী। এবং তিনি তার সন্তান ইব্রাহিমকে জন্ম দেন। তাই মারিয়া কিবতিয়াকে কী “বিশ্বাসীদের মাতা” উপাধি দেয়া ঠিক?

এর উত্তরে বলা হয়েছে, নবী মুহাম্মদ মারিয়া কিবতিয়াকে বিবাহ করেন নি। মারিয়া ছিলেন একজন উপপত্নী/যৌনদাসী যাকে মিশরীয় সম্রাট মুকাউকিস উপহার দিয়েছিলেন। মারিয়া খ্রিস্টান ছিলেন, এবং পরে উনি মুসলিম হন। এরপরে ঐ প্রশ্নোত্তরে রেফারেন্সগুলো উল্লেখ করা হয়।

Question: There is no doubt that Mariyah al-Qibtiyyah was the concubine of the Messenger (peace and blessings of Allaah be upon him), and she bore him his son Ibraaheem. Can the title of “Mother of the Believers” be given to Mariyah al-Qibtiyyah or not?

Answer:

Praise be to Allaah.

The Prophet (peace and blessings of Allaah be upon him) DID NOT MARRY MARIYAH AL-QIBTIYYAH, RATHER SHE WAS A CONCUBINE who was given to him by al-Muqawqis, the ruler of Egypt. That took place after the treaty of al-Hudaybiyah. Mariyah al-Qibtiyyah was a Christian, then she became Muslim (may Allaah be pleased with her).

Ibn Sa’d said:

The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) lodged her – meaning Mariyah al-Qibtiyyah and her sister – with Umm Sulaym bint Milhaan, and the Messenger of Allaah (S) entered upon them and told them about Islam. He took Mariyah AS A CONCUBINE and moved her to some property of his in al-‘Awaali… and she became a good Muslim.

Al-Tabaqaat al-Kubra, 1/134-135

Ibn ‘Abd al-Barr said:

Mariyah died during the caliphate of ‘Umar ibn al-Khattaab, in Muharram of 16 AH. ‘Umar gathered the people himself to attend her funeral, and he led the funeral prayer for her. She was buried in al-Baqee’.

Al-Isti’aab, 4/ 1912

Mariyah (may Allaah be pleased with her) WAS ONE OF THE PROPHET’S CONCUBINES, NOT ONE OF HIS WIVES. The Mothers of the Believers are the wives of the Prophet (peace and blessings of Allaah be upon him). Allaah says (interpretation of the meaning):

“The Prophet is closer to the believers than their ownselves, and his wives are their (believers’) mothers (as regards respect and marriage)”[al-Ahzaab 33:6]

The Prophet (peace and blessings of Allaah be upon him) had four concubines, ONE OF WHOM WAS MARIYAH.

Ibn al-Qayyim said:

Abu ‘Ubaydah said: HE HAD FOUR (CONCUBINES): MARIYAH, who was the mother of his son Ibraaheem; Rayhaanah; another beautiful slave woman whom he acquired as a prisoner of war; and a slave woman who was given to him by Zaynab bint Jahsh.

Zaad al-Ma’aad, 1/114

For more information of the wives of the Prophet (peace and blessings of Allaah be upon him) – the Mothers of the Believers – please see the answer to question no. 47072

And Allaah knows best.

আরেকটি প্রশ্নের উত্তরে এই ওয়েবসাইটে পরিষ্কারভাবে হযরত মুহাম্মদের সকল স্ত্রীদের নাম তালিকা করা আছে। এবং সেই সাথে এটাও বলা আছে, ইসলামের সকল স্কলার এই বিষয়ে ঐক্যমতে পৌঁছেছেন। নিচে স্ত্রীদের তালিকা দেয়া হলো।

খাদিজা বিনতে খুওয়াইলিদ
তিনি ছিলেন মক্কার একজন ধনাঢ্য ও সম্ভ্রান্ত মহিলা। তার বয়স যখন ৪০, তখন ২৫ বৎসর বয়সী মুহাম্মদের সঙ্গে তার বিবাহ হয়েছিল। মুহাম্মদের সকল সন্তান(ইব্রাহিম বাদে) তার গর্ভে জন্ম লাভ করে।
সাওদা বিনতে যামআ
হিজরতের পূর্বেই (আনুমানিক ৬২০ খ্রিস্টাব্দে) খাদিজা এর মৃত্যুর বেশ কিছুদিন পরেই মুহাম্মাদ এর সাথে তার বিবাহ হয় ।
আয়িশা বিনতে আবু বকর
ইসলামের প্রথম খলিফা আবু বকরের কন্যা আয়িশা। তাকে উম্মুল মুমেনিন বলা হয়ে থাকে। বিবাহের সময় তার বয়স ছিল ৬ বছর।
হাফসা বিনতে উমর
তিনি ইসলামের ২য় খলিফা উমর এর কন্যা।
যয়নাব বিনতে খুযাইমা
মুহাম্মাদ উনাকে হিজরতের একত্রিশ মাস পরে ৩য় হিজরীর রমজান মাসে বিবাহ করেন।
উম্মে সালামা হিন্দ বিনতে আবী উমাইয়্যা
৪র্থ হিজরিতে তার প্রথম স্বামী আবু সালামা এক যুদ্ধে শহীদ হন। অত:পর, শাওয়াল মাসে মুহাম্মাদ তাকে বিবাহ করেন।
জুওয়াইরিয়া বিনতে হারিছ ইবনে আবি যারার
জুওয়াইরিয়া বিনতে হারিছ ছিলেন বনু মুস্তালিক গোত্রের সঙ্গে দাঙ্গার ফলে আটক হওয়া যুদ্ধবন্দী, যিনি উক্ত গোত্রের সর্দারের কন্যা ছিলেন।
যয়নাব বিনতে জাহশ
তিনি মুহাম্মাদ এর ফুফাত বোন ছিলেন। তিনি মুহাম্মদের পালিত পুত্রের সাবেক স্ত্রী ছিলেন।
উম্মে হাবিবা বিনতে আবী-সুফিয়ান
তিনি উম্মে হাবিবা নামে পরিচিত ছিলেন। তিনি কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা ছিলেন এবং পিতার ইচ্ছার বিরুদ্ধে তিনি মুসলিম হন।
মাইমুনা বিনতে হারিছ ইবনে হাযন
তার আসল নাম ছিলো বাররা। মুহাম্মাদ তার নাম পরিবর্তন করে মায়মুনা রাখেন ।
সফিয়্যা বিনতে হুওয়াই
সাফিয়া বিনতে হুয়াই ছিলেন বনু নাদির গোত্রের প্রধান হুয়াই ইবনে আখতাবের কন্যা। খন্দকের যুদ্ধে তার পিতা নিহত হন। তার প্রথম স্বামীর নাম সাল্লাম ইবনে মিশকাম। তার কাছ থেকে তালাকপ্রাপ্ত হয়ে তিনি বনু নাদিরের সেনাপতি কেনানা ইবনে রাবিকে বিয়ে করেন। খায়বার যুদ্ধে বনু নাদির গোত্র পরাজিত হলে কেনানাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং সাফিয়াকে যুদ্ধবন্দীদের অন্তর্ভুক্ত করা হয়।
দাসী

রায়হানা বিনত যায়েদ
রায়হানা বিনত যায়েদ ছিলেন বানু নাদির গোত্রের একজন ইহুদী নারী।
মারিয়া আল-কিবতিয়া
ইবনে কায়িম আল-যাওজিয়া সহ আরও বহু সূত্র দাবি করে যে, তিনি মুহাম্মাদের একজন উপপত্নী ছিলেন, অর্থাৎ তিনি মুহাম্মাদের কৃতদাসী ছিলেন কিন্তু স্ত্রী নয়।
৯। আর-রাহীকুল মাখতূম

ইংরেজি অনুবাদের ডাউনলোড লিঙ্কঃ Click This Link
১০। পাকিস্তানের নারী ইসলামিক স্কলারের বক্তব্য

১১। পাকিস্থানী শায়েখ নুরুল হাসান মাদানী
মারিয়া মুহাম্মদের স্ত্রী নয় লোন্ডী ছিলো! উল্লেখ্য, লোন্ডী অর্থ রক্ষিতা।


১২। ড. আবু বকর যাকারিয়া সাহেবের মিথ্যাচার!
বাঙলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ড. আবু বকর যাকারিয়া সাহেব প্রকাশ্যে একটি মিথ্যাচার করেছেন। এই ভিডিওটিতে বেশ কয়েকটি মিথ্যাচার থাকলেও শুধু দাসী বিষয়ে বলছি। ড. আবু বকর যাকারিয়া বলেছেন, মিশর থেকে নাকি উপহার হিসেবে দাসী মারিয়া কিবতিয়াকে বিবাহ দিয়েই হযরত মুহাম্মদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তার সঠিক রেফারেন্স কোথায়? কোন সহিহ হাদিসে তা বলা হয়েছে? যেখানে সুনানু নাসাই শরীফে (ইফাঃ৩৯৬১, উপরে দেয়া আছে) পরিষ্কার তাহক্বীককৃত সহিহ হাদিস রয়েছে যে, মুহাম্মদ তার বাঁদীর সাথে সহবাস করতেন। জাকারিয়া সাহেব কী সহিহ হাদিস অস্বীকার করেন? উনি কী সহিহ হাদিস নিয়ে লজ্জিত? হযরত মুহাম্মদের চরিত্র নিয়ে শরমিন্দা?

দাসী মারিয়া এবং শীরীন নামক দুইজনকে একত্রে উপহার হিসেবে মুহাম্মদের জন্য পাঠানো হয়েছিল। দাসী দুইজনকে পাওয়ার পরে নবী মুহাম্মদ সুন্দরী মারিয়াকে নিজের জন্য রাখেন, আর শীরীনকে দিয়ে দেন সাহাবী হাসসান ইবনে ছাবিতকে। জাকারিয়া সাহেবের বক্তব্য সঠিক হলে দুইজনকেই মুহাম্মদের সাথে বিবাহ দিয়ে পাঠানো হয়েছিল। কারণ আলেক্সান্ড্রিয়ার শাসনকর্তা দুইজনকেই মুহাম্মদের জন্যেই পাঠিয়েছিলেন। মুহাম্মদের সাথে বিবাহ দিয়েই যদি পাঠানো হয়ে থাকে, মুহাম্মদ কি তাহলে নিজ স্ত্রী শীরীনকে তার অনুসারীকে ভোগ করতে দিয়েছিলেন? নবী মুহাম্মদ কী সাহাবীদের সাথে এভাবে স্ত্রী আদান প্রদান করে ভোগ করতেন? এটি কি সুন্নত? বর্তমানের মুসলিমরা কী এভাবে স্ত্রী আদান প্রদান করে ভোগ করতে পারবে? ভিডিওটি দেখুনঃ


উপসংহার
উপরে সমস্ত রেফারেন্স, বইগুলোর ডাউনলোড লিঙ্ক, অন্যান্য তথ্যউপাত্ত পর্যালোচনা করে এবং যাচাই বাছাই করে দেখার জন্য সকল পাঠককে অনুরোধ জানানো যাচ্ছে। যদি কোন রেফারেন্সে সমস্যা দেখেন, নিশ্চিন্তে তা কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন। ইসলামের ইতিহাসে সবচাইতে গ্রহণযোগ্য এবং পুরনো রেফারেন্সগুলোই এখানে যুক্ত করা হয়েছে। এরপরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন, মারিয়া কিবতিয়া মুহাম্মদের বাঁদি/ দাসী ছিলেন নাকি স্ত্রী।

Facebook Comments
Like this:jamshor ali
Like Loading...
← আমি কেন ধর্ম মানি না – ১গীতার সময়কাল →
One thought on “মারিয়া কিবতিয়া | বাঁদী পত্নী সমাচার!”

Bidrohee Bibek
August 7, 2019 at 8:29 pm
Permalink
This fact is hard for momin to accept !!

Loading...
Reply
Leave a Reply

বিজ্ঞাপন


আজকের ধর্মবাণী
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা কর এবং আল্লাহকে ভয় করতে থাক। আর নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাত করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও।Source: কোরান ২-২২৩
নিধার্মিকের ধর্মকথা
স্বর্গের খাতিরে ইহজগতের জীবনকে বিসর্জন দেয়ার অর্থ মূলকে দূরে ঠেলে ছায়ার পেছনে ছোটা।~ভিক্টর হুগো
সপ্তাহের সর্বাধিক পঠিত
ফ্রি সেক্সের দেশে!
মুখোশের আড়ালে শ্রীল প্রভুপাদ
তথ্য সমূহ - ইসলাম ধর্ম
ইসলাম, গনিমতের মাল এবং আমাদের মানবতা!
গ্রন্থাগার
হিন্দু ধর্ম ও গোমাংস-রহস্যঃ আলবিরুনি, বিবিধ মত
ঈশ্বরের অস্তিত্ব নেই তার প্রমাণ কি?
তপস্যা করার কারণে রামচন্দ্র কর্তৃক নিরপরাধ শূদ্র শম্বুকের হত্যা
মারিয়া কিবতিয়া | বাঁদী পত্নী সমাচার!
মনুর চোখে শূদ্ররা মানুষ নয়-হিন্দু ধর্মে শূদ্রের অবস্থান
প্রবন্ধ আর্কাইভ
হিন্দু ধর্ম ও গোমাংস-রহস্যঃ আলবিরুনি, বিবিধ মত
ধর্মগুলো কি আসলেই বিজ্ঞান সম্মত ?
হিন্দু ধর্ম ও গোমাংস-রহস্যঃ পাণিনি, চরক, সুশ্রুত, অর্থশাস্ত্র, ত্রিপিটক
জঙ্গীবাদ এবং বর্তমান মুসলিম জাতি।
মানুষের একজন প্রাচীন পূর্বপুরুষের করোটি আমাদেরকে দিচ্ছে আমাদের বিবর্তনীয় ইতিহাস সম্পর্কে নতুন ধারণা
ঈশ্বরের অস্তিত্ব নেই তার প্রমাণ কি?
হিন্দু ধর্ম ও গোমাংস-রহস্যঃ সংস্কৃত সাহিত্য
একজন মিনার ভাই ও তার বুদ্ধিবৃত্তিক বিভ্রান্তি
মুসা, যিশু, কৃষ্ণের পৌরানিক ‘ইন্দো-ইরানীয়’ উৎস্য
হিন্দু ধর্ম ও গোমাংস-রহস্যঃ রামায়ণ, মহাভারত, পুরাণ
ইসলামে স্বাধীন ইচ্ছা এবং নিয়তি
হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মেনে মুসলিম?
হিন্দু ধর্ম ও গোমাংস- রহস্যঃ ধর্মশাস্ত্র
হিন্দু ধর্ম ও গোমাংস-রহস্যঃ বেদাঙ্গ
হিন্দু ধর্ম ও গোমাংসরহস্যঃ বেদ
মাননীয় হেডমাস্টার! কোথায় আপনি?
ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে
বেদে অজাচার
কোরবানির মাংসের ভাগ-বাটোয়ারাঃ দান করা কি বাধ্যতামূলক?
অত্রি সংহিতা ও জাতিভেদ
অমুসলিমরা সৃষ্টির নিকৃষ্ট জীব – কুরআন
গীতার সময়কাল
মারিয়া কিবতিয়া | বাঁদী পত্নী সমাচার!
আমি কেন ধর্ম মানি না – ১
মৃত্যুই শেষ কথা নয়
ভগবদগীতা সমালোচনা
একটি তরবারির আয়াতের (The sword verse) পর্যালোচনা, প্রেক্ষাপট ও অন্যান্য
দশরথ জাতকঃ যেখানে রাম-সীতা ভাইবোন
হিন্দুধর্মের বর্ণবিভাগে নারী
কুরআন এবং মেঘের ওজন
স্ত্রী কি স্বামীর দাসী সেক্স বিষয়ে আপত্তি করতে পারে?
কুরআন এবং বৃষ্টি
কুরআনে সম্প্রসারণশীল মহাবিশ্ব?
ব্যক্তি আক্রমণ ও রেটোরিকাল ডিভাইস নিয়ে কিছু কথা – পর্ব ২
ব্যক্তি আক্রমণ ও রেটোরিকাল ডিভাইস নিয়ে কিছু কথা – পর্ব ১
পর্দা|সমাধান নাকি আত্মঘাতী সিদ্ধান্ত?
মানবিক আদালতে একটি আকুল আবেদন
মহাভারতে গোমাংস!
দেবতার জন্ম
নাস্তিকতাই স্ট্যালিন কর্তৃক গনহত্যার জন্য দায়ী?
গরু না খেলে ভালো হিন্দু হওয়া যেত না- স্বামী বিবেকানন্দ
আল্লাহর অঙ্গপ্রতঙ্গ এবং স্বভাব চরিত্র
ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের প্রকাশ্যে ধর্ম প্রচার এবং উপাসনালয় নির্মাণ নিষিদ্ধ কেন? – ডাঃ জাকির নায়েকের চমৎকার উত্তর
কুরআন এবং মৌমাছির “মিরাকল”
আজানের সময় কুকুর ডাকে কেন?
‘কুরআন ১৪০০ বছর আগেই জানিয়েছে, চাঁদের নিজস্ব আলো নেই’
রাম নিরপরাধ শূদ্র শম্বুককে হত্যা করেছেন, এতে আপনি অবাক কেন হচ্ছেন?
ইরাম শহর
দুই সমুদ্রের পানি একত্রিত না হওয়া কুরআনের মিরাকল?
পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাকাশ?
একজন সমকামীর কিছু কথা
আপস্তম্ভ সংহিতা ও জাতিভেদ
অমুসলিমদের সাথে বন্ধুত্ব? – কুরআন হাদিসের দলিল
হিন্দু কে?
মহাভারতে জাতিভেদ: ব্রাহ্মণ
বিজ্ঞান কি মৃত্যু ঠেকাতে পেরেছে?
বাংলায় আর্য-ব্রাহ্মণ্যের আগমন ও প্রভাবের ইতিহাস – পর্ব ২: বাংলার আর্যপূর্ব যুগের ধর্ম ও বর্তমান হিন্দুধর্মে সেগুলোর অবস্থা
বাংলায় আর্য-ব্রাহ্মণ্যের আগমন ও প্রভাবের ইতিহাস – পর্ব ১: বাংলায় আর্যীকরণের সূচনা ও বাংলা নিয়ে আর্যসংস্কৃতির দৃষ্টিভঙ্গি
হাদিস সমূহের ভুল ঢাকতে ইসলামিস্টদের দেওয়া ব্যাখ্যার সীমাবদ্ধতা
Fact Check: রোজার ওপর গবেষণা করে জাপানি বিজ্ঞানী ইওশিনোরি ওশুমি নোবেল পেয়েছেন?
আসলেই কি রোজার উপকারিতা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত ও প্রমাণিত?
ইসলামিক রোজা নিয়ে ইসলামিস্টদের প্রচার করা বিভিন্ন প্রোপাগাণ্ডার জবাব
নারী – কুরআন হাদিসের দলিল
স্ত্রীকে প্রহার প্রসঙ্গে | তাফসীরে ইবনে কাসীর
গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ
বিশ্বাস ও আস্থা
ইসলাম ধর্ম কি নারীদের জন্য?
মানুষ ও পশু
বিশ্বাস আর প্রমাণ
আল্লাহর নিকট বিশেষ পত্র
ইসলামে শাস্তি – কুরআন হাদিসের দলিল
সন্ত্রাসীদের কোন ধর্ম নেই?
সমাজ গঠনের জন্য নৈতিক ঈশ্বরের প্রয়োজন হয়নি, সমাজের জটিলতাই নির্ধারণ করেছে ধর্ম ও ঈশ্বরের ধারণাকে
মৃত্যুর চার ঘণ্টা পরও মৃত শূকরের মস্তিষ্কের কার্যকারিতাকে আংশিকভাবে ফিরিয়ে আনতে সক্ষম হলেন বিজ্ঞানীগণ! মৃত্যুর ধারণা নিয়ে শুরু হল নতুন বিতর্ক…
ইসলামে বৈবাহিক ধর্ষণের বৈধতা
বিশ্বাসের ভাইরাস
বাইবেলের অবৈজ্ঞানিক ভার্সসমূহ
বাইবেলে বৈপরীত্য
হিন্দুধর্মে হস্তমৈথুন ও যৌনতায় নিয়ন্ত্রণ: একটি আয়ুর্বেদ-সংক্রান্ত বিশ্লেষণ
বিবর্তনবাদের বিভিন্ন দর্শন, একই পাল্লায় বার্গসোঁ ও রবীন্দ্রনাথ
ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ?
যেভাবে জীবনের শুরুঃ সব পথ এসে মিলে গেল শেষে (শেষ পর্ব)
মর্মন সমাচার
অপদস্থতার নিদর্শন জিযিয়া | তাফসীরে মাযহারী
প্যারাডক্সিক্যাল সাজিদের প্যারাডক্সঃ ইসলামিস্টদের বিভাজন
কুরআন এবং ভ্রূণের বিকাশ:

জমসর আলী/jamshorali

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.