![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় আমরা সবাই মানুষ ছিলাম।হঠাৎ করে তখন এক ভণ্ডু খোদার আবিষ্কার হল।শুরু হয়ে গেলে ধর্মের/খোদার দলের দালালী(মানুষের মধ্যে মারামারি হানাহানি)ভণ্ডু খোদার এক বিশেষ দালাল হল ইসলামধর্মের নবী মুহাম্মদ।ধর্মিয় বই নাকি আসমান থেকে এসেছ,আরে বোকার দল তাহলে তদের মালিককে বল আমাকে একটি আইটির বিশেষ বই দিতে।আমি আইটির ব্যবহার ও উন্নত মান দিয়ে তোদের খোদা হওয়ার দাবী করব।তোমরা বল কোরান,বাইবেল, গীতা আরও কত্তকিছু উপর হতে এসেছে।তোমরা কি দেখনা এখন মানুষ উপর(চন্দ্র,মংগল ইত্যাদিতে ভ্রমণ করছে)চোখ খুল মানুষ, চোখ খুল।
জন্ম আমার ধন্য হলেও কেবল মাত্র সৎ কর্মগুলোই চির গন্য,
স্বাধীন দেশে স্বাধীনতার অভাবে মোরা হয়ে গেলাম বন্য!
অথচ অজস্র প্রান হাসি মুখে বিসর্জন দিয়েছিলো কেবল বাঙ্গালী স্বত্তার জন্য।
ঘরে ঘরে আজ আরবের ইসলামী শাসক দেখি তথাপি দেখিনা বাঙ্গালী সৈন্য!
৪৭ বছরের ইতিহাসে মোরা কভু গনতন্ত্র নাহি পেলাম;
স্বৈরাচারী সরকারের দাবানলে পরে আজ ভোটের অধিকারটাই হারালাম!
উপরন্ত বালিশ দুর্নীতির মতো লাখো প্রহসনে বৈদেশিক ঋনে আবদ্ধ হলাম।
আজও তবু বাঙ্গালীরা একতা ভুলে গিয়ে বিএনপি, জামায়েত কিংবা আওয়ামিলীগ হয়েই রইলাম!
‘বাংলাদেশ একটি মুসলিম দেশ’ তা আমরা আজ বগল বাজাইয়া বলি,
অথচ ইসলামে নারী নেতৃত্ব দেয়না কখনও তাহাই মেনে নাহি চলি!
বাঙ্গালী স্বত্তাকে ভুলে গিয়ে করি প্রতিহিংসার রাজনীতির দলাদলি।
রয়েল বেঙ্গল টাইগারগুলো বিলীন হয়ে রয়ে যায় কেবল তাদের পদধূলি!
আমি জমসর আলী তবু স্বপ্ন দেখি ধর্মনিরপক্ষ একটি দেশ,
যেথা অযাচিত কিছু মৌলতন্ত্রের কাছে হেরে যাবেনা বাঙ্গালী রেশ!
যেথা বাঙ্গালীপনা সবার উর্ধ্বে; হবে বর্বর আরব সংস্কৃতি উম্মাদনার শেষ।
jamshor ali
11.06.2019
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: ছবিটা বাজে।