নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন প্রতিদিন

জানা

জানা › বিস্তারিত পোস্টঃ

তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না প্রিয় মুক্তিসেনা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৩

আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমাদের জীবনে সর্বোচ্চ গৌরবময় এবং অমূল্য অর্জনের দিন। পৃথিবীর বুকে বাংলাদেশের অভ্যূদয় আর অস্তিত্ব নিশ্চিত করতে যাঁরা জীবন দিয়েছিলেন কোন দ্বিতীয় ভাবনা না ভেবে, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালবাসা।

আজ এই বিশেষ আনন্দের দিনে কেন জানিনা প্রতিবারই আমার এক অদ্ভুত মিশ্র অনুভূতি হয়। আনন্দের পাশাপাশি কোথায় যেন একটা মন খারাপও লুকিয়ে থাকে। মনে মনে ভাবতে থাকি, তাঁরা কেমন করে কাটান এই আনন্দের দিনটি, যাঁরা প্রিয়জনের জীবনের বিনিময়ে এই গৌরব, এই আনন্দ বয়ে চলেছেন দিনের পর দিন! কেমন সেই হারাবার বেদনা যার সাথে জড়িয়ে রয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মের অহংকার! তাঁরা হয়তো অদ্ভূত এক মিশ্র অনুভূতি নিয়েই বাঁচেন, হাসেন, কাঁদেন!

আবেগ বড় যন্ত্রণার জিনিস! অমূল্য কোন অর্জনের সাথে ভালবাসা আর বিষন্নতা মিশে যে অনুভূতি তৈরী হয় তার নাম আমার জানা নেই! এই যেমন, এই জীবনে যতবার 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসী'....শুনি, গেয়ে উঠি, ততবারই চোখ ভিজে যায় কেন জানিনা! লাল সবুজে দীপ্ত পতাকাটা কেমন করে এত শক্তি আর সাহস জোগায়, বুকের ভেতর দৃঢ়তর হয়ে ওঠে উত্তপ্ত প্রতিজ্ঞা।

আমাদের অনেক কিছু করার আছে। আমরা সবাই কোন না কোনভাবে দেশের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য, যাবতীয় কল্যাণের জন্য কিছু না কিছু করবোই। বাংলাদেশের ইতিহাস, বাঙালীর বৈচিত্র‌ময় বর্ণিল ঐতিহ্য ও সংস্কৃতি, যুগে যুগে মহান আত্নত্যাগের গৌরব আর অতুলনীয় যূথবদ্ধতার গল্প আমাদের অনুজদের, আমাদের সন্তানদের মনে গেঁথে দেবার কর্তব্য থেকে আমরা বিচ্যুত হবো না। স্বার্থচিন্তা আর ভিন্ন মতের অজুহাতে কখনও আমাদের সন্তানদের ভুল বা মিথ্যে ইতিহাস শুনিয়ে, শিখিয়ে তাদের জীবন কলুসিত করবো না।

আমাদের জাতীয় পতাকা স্বগর্বে সমুন্নত থাকুক। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকুক। আমাদের মাতৃভাষা, হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য যুগে যুগে কালে কালে অমলিন থাকুক, অক্ষয় থাকুক।

সকলের জন্যে মহান বিজয় দিবসের শুভ কামনা।


মোরা সত্যের 'পরে মন আজি করিব সমর্পণ।
জয় জয় সত্যের জয়।
মোরা বুঝিব সত্য, পূজিব সত্য, খুঁজিব সত্যধন।
জয় জয় সত্যের জয়।
যদি দুঃখে দহিতে হয় তবু মিথ্যাচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু মিথ্যাকর্ম নয়।
যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যাবাক্য নয়।
জয় জয় সত্যের জয়॥

মোরা মঙ্গলকাজে প্রাণ আজি করিব সকলে দান।
জয় জয় মঙ্গলময়।
মোরা লভিব পুণ্য, শোভিব পুণ্যে, গাহিব পুণ্যগান।
জয় জয় মঙ্গলময়।
যদি দুঃখে দহিতে হয় তবু অশুভচিন্তা নয়।
যদি দৈন্য বহিতে হয় তবু অশুভকর্ম নয়।
যদি দণ্ড সহিতে হয় তবু অশুভবাক্য নয়।
জয় জয় মঙ্গলময়॥


রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ২২ টি রেটিং +১২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২১

জনম দাসী বলেছেন: যদি দণ্ড সহিতে হয় তবু মিথ্যাবাক্য নয়... বিনম্র শ্রদ্ধা লেখক যোদ্ধা, ভাল থাকুন সব সময়...

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

গেম চেঞ্জার বলেছেন: আসলেই আমাদের অনেক কিছুই করার আছে। আমরা সবাই-ই কোন না কোনভাবে দেশের জন্য কিছু না কিছু করতে সচেষ্ট হওয়া উচিত। বাংলাদেশের ইতিহাস, বাঙালীর বৈচিত্র‌ময় বর্ণিল ঐতিহ্য ও সংস্কৃতি, যুগে যুগে মহান আত্নত্যাগের গৌরব আমাদের পরবর্তী প্রজন্মের মনে গেঁথে দেবার কর্তব্য থেকে আমাদের বিচ্যুত হলে কোনভাবেই চলবে না।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: যে স্বাধীনতা কিছু অকুতোভয়া বাঙালী কিনেছিল রক্তের বিনিময়ে তা আজো পরিশুদ্ধ হয় নি। তাই রক্ত ঝরছে আজো। আজকের এই দিনে সোনার বাংলার জন্মে তাই মানুষের মাঝে ঐক্যের আশা রইল।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫০

আবু শাকিল বলেছেন: দেশকে কিছু দেয়ার জন্য আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন।
দেশপ্রেম সবার মধ্যে অটুট থাকুক।ভাল থাকুক দেশ এবং দেশের মানুষ।
মুক্তিযুদ্ধের সকলল শহীদ দের জানাই বিনম্র শ্রদ্ধা।
পোষ্টের জন্য ধন্যবাদ জানা আপা।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবেগ বড় যন্ত্রণার জিনিস! ভাল লাগলো কথাটা ।
লেখিকার এই প্রথম কোন পোস্ট পড়লাম । খুব ভাল লাগলো ।
শুভ কামনা ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

আহমেদ জী এস বলেছেন: জানা ,



আমাদের মাতৃভাষা, হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য যুগে যুগে কালে কালে অমলিন থাকুক, অক্ষয় থাকুক।
আপনার সাথে গলা মিলিয়ে এটাই বলা, আজকের এই সবচেয়ে বিশেষ দিনটিতে ।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮

শাহাদাত হোসেন বলেছেন: ভালো লাগলো লেখা গুলো ।মহান
বিজয় দিবসের
শুভেচ্ছা রইলো।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

ফেরদৌসা রুহী বলেছেন: বাংলাদেশের ইতিহাস, বাঙালীর বৈচিত্র‌ময় বর্ণিল ঐতিহ্য ও সংস্কৃতি, যুগে যুগে মহান আত্নত্যাগের গৌরব আর অতলনীয় যূথবদ্ধতার গল্প আমাদের অনুজদের, আমাদের সন্তানদের মনে গেঁথে দেবার কর্তব্য থেকে আমরা বিচ্যুত হবো না। স্বার্থচিন্তা আর ভিন্ন মতের অজুহাতে কখনও আমাদের সন্তানদের ভুল বা মিথ্যে ইতিহাস শুনিয়ে, শিখিয়ে তাদের জীবন কলুসিত করবো না।

বাচ্চাদের সঠিক ইতিহাস জানাতে হবে।

দেশাত্মবোধক যেকোন গান শুনলেই আমার চোখের কোন ভিজে উঠে । বিজয় দিবসের শুভেচ্ছা।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আবেগ-মথিত লেখা। জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার পতপত শব্দ আমাকেও আবেগাক্রান্ত করে। আমি যখন মাঠে কর্মরত ছিলাম (প্রায় ৯বছর ছিলাম মাঠপর্যায়ের কর্মস্থলে), তখন আমি এমন প্রচলন করেছিলাম যে, জাতীয় সঙ্গীত ছাড়া মাসিক কর্মী সভা শুরু হবে না। আমার মনে আছে, কত ভালো লাগতো তখন! আমার মতে, দেশের সার্বিক মঙ্গলের সাথে জড়িত সবকিছু শুরু হওয়া উচিত জাতীয় সঙ্গীত গেয়ে।

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

আরজু পনি বলেছেন:
আমাদের জাতীয় পতাকা স্বগর্বে সমুন্নত থাকুক। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকুক। আমাদের মাতৃভাষা, হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য যুগে যুগে কালে কালে অমলিন থাকুক, অক্ষয় থাকুক।
...খুব মনের কথা বলেছেন ।

কবিতার শেয়ারটাও খুব ভালো লাগলো ।
শুভ বিজয় দিবস ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

ধমনী বলেছেন: মাঝে মাঝে আপনার পোস্ট পেলে উৎসাহিত হবো। শুধু পর্যবেক্ষক নয়, শিক্ষক হিসেবেও আপনাকে প্রয়োজন।
বাংলাদেশের ইতিহাস, বাঙালীর বৈচিত্র‌ময় বর্ণিল ঐতিহ্য ও সংস্কৃতি, যুগে যুগে মহান আত্নত্যাগের গৌরব আর অতুলনীয় যূথবদ্ধতার গল্প আমাদের অনুজদের, আমাদের সন্তানদের মনে গেঁথে দেবার কর্তব্য থেকে আমরা বিচ্যুত হবো না। স্বার্থচিন্তা আর ভিন্ন মতের অজুহাতে কখনও আমাদের সন্তানদের ভুল বা মিথ্যে ইতিহাস শুনিয়ে, শিখিয়ে তাদের জীবন কলুসিত করবো না। - সুন্দর বলেছেন।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:


বিজয়ের শুভেচ্ছা আপু।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর করে বলেছেন । বেশ ভালো লেগেছে ।

বিজয়ের শুভেচ্ছা রইল ।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের জাতীয় পতাকা স্বগর্বে সমুন্নত থাকুক। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষিত থাকুক। আমাদের মাতৃভাষা, হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য যুগে যুগে কালে কালে অমলিন থাকুক, অক্ষয় থাকুক।

মহান বিজয় দিবসের শুভ কামনা।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

জুন বলেছেন: এই ঋন কোনদিন শোধ হবার নয় জানা। আবেগমথিত লেখায় ভালোলাগা রইলো অনেক
+

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

সাহসী সন্তান বলেছেন: চমৎকার লেখা! একদম হৃদয় ছোয়ানো......!


কিন্তু তারপরেও রবী ঠাকুরের সেই পুঙ্কক্তিটা না বললেই নয়, 'সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি!'



শুভ কামনা এবং বিজয়ের শুভেচ্ছা আপু.....!

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবেগ বড় যন্ত্রণার জিনিস! ভাল লাগলো কথাটা ।
লেখিকার এই প্রথম কোন পোস্ট পড়লাম । খুব ভাল লাগলো ।
শুভ কামনা ও মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।

শুভেচ্ছা আপু।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

কিরমানী লিটন বলেছেন: "আমাকে একটি বাঁশি দাও- সুর তুলি, গান গাই-
আমাকে একটি রাইফেল দাও, আমি ধরে রাখি আমার স্বাধীনতা ..."

বিনম্র শ্রদ্ধাঞ্জলি, জানা অজানা ৭১এর সকল শহিদদের স্মৃতির উদ্দেশ্যে , আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা , অ নে কো...

১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


বিজয় মানুষকে পুলকিত করে সব সময়; তবে, আমাদের বিজয় অনেক কস্টের, অনেক কঠিন। এইদিন আমাদের জন্য ভাবনার দিন, '৭১'এর জেনারেশনকে বুঝার দিন, তাঁদের কস্টকে, প্রাপ্তিকে অনুভব করার দিন; এবং তাঁদের আশাকে, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মনস্হির করার দিন।

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

রাফা বলেছেন: জানা আপা ,আপনার দৃষ্টি আকর্ষণ করছি।আমি মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যার্থ।পোষ্ট-টি পড়ে বিবেচনা করুন এই পোষ্ট স্টিকি হওয়ার মত কিনা!1971

২১| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৭

মহা সমন্বয় বলেছেন: গানটির কথা মনে পড়ে গেল :(

২২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: পড়লাম।
আমি দুঃখিত লেখাটা দেরী পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.