নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন প্রতিদিন

জানা

জানা › বিস্তারিত পোস্টঃ

উজ্জ্বলতর হয়ে ওঠো আমাদের ধ্রুবতারারা

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

তোমরা অনুকরনীয় হয়ে রইলে প্রিয় দেবদূতেরা! যুগ যুগ ধরে প্রচলিত ধারায় জোঁকের মত সেঁটে থাকা অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে এতগুলো দিন যেভাবে তোমরা লড়ে গেছো, 'বড়'দের নাড়িয়ে দিয়ে অনায়াস নিয়মের যে শিক্ষা তোমরা রেখে দিলে তা সমগ্র বাংলাদেরশের জন্যে অমূল্য উদাহরণ। এই উদাহরণটি অনূসরণ করে নিশ্চয়ই 'বড়'দের বড় কোন পদক্ষেপ নেবার পথ তোমরা তৈরী করে দিয়েছো। এই দীর্ঘ একটি সপ্তাহে তোমরা নিজেরাও অনেক শিখেছো বৈ কী! ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ভাবে প্রতিরোধ, হীনতা, পাশবিক আচরণ, অপশক্তির তান্ডব, ক্ষয়, নির্লজ্জতা এমন আরও অনেক কিছুর রূপ দেখেছো তোমরা! নিশ্চয়ই শিখে গেছো যে মানুষকে দানবের সাথে যুঝতেই হবে এবং তা কোনভাবেই দানব হয়ে নয়। মনে রেখো, মেধার শক্তি, সৌন্দর্য্য এবং আত্নমর্যাদার কাছে জগতের যাবতীয় দানবের পরাজয় অনির্বার্য। সময় কথা বলে। ইতিহাসের মৃত্যু নেই।

বাচ্চারা, তোমরা হেরে যাওনি। তোমাদের জয় হয়েছে, তোমরা জয়ী হবে ভবিষ্যতেও। তোমাদের অর্জনটুকুর চেয়ে তোমাদের অবদান অনেক বড়। শুধু কৃতজ্ঞতাই নয়, আমরা বিশ্বাস করি এবং শতভাগ আস্থা রাখি যে তোমাদের সততা, মেধা এবং অদম্য দেশপ্রেম সুস্থ ও ন্যায্য পরিবর্তন আনতে বাধ্য। এখন সময়, নিজেদের মনোবল ধরে রেখে মাথা উঁচু করে সামনের দিকে তাকানো। পড়াশোনায় মন দিয়ে নিজেকে যোগ্যতর জায়গায় অধিষ্ঠিত করা। আর খুব বেশী দিনতো বাকী নেই; তোমরা শিক্ষায়, মেধা-মননে, জ্ঞানে, ভালবাসায় আমাদের আকাশ জুড়ে তারার মেলা হবে। তোমাদের তেজস্বীতার সৌন্দর্য্যে সকল অন্যায়-আবর্জনা দূর হবে নিশ্চিত। তোমরা নিজেকে চিনতে পেরেছো। এবার যাবতীয় সুস্থতায়, ভালবাসায় এবং মঙ্গলময়তায় নিজের যোগ্যতাকে উচ্চতা দিতে পড়াশনায় মন দাও এবং অবশ্যই সবরকম নোংরা রাজনীতির হাতছানি থেকে নিজেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখো। তোমরাই পারবে স্বর্ণময় ইতিহাস গড়তে আর তোমাদেরই মানুষ মনে রাখবে এই বিশ্বটাজুড়ে। তোমাদের জন্যে অশেষ ভালবাসা।

মন্তব্য ৭০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর বলেছেন।

+++++

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

জানা বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

তারেক ফাহিম বলেছেন: চমৎকার বানি রেখে গেলেন।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

জানা বলেছেন: ধন্যবাদ। তবে, বানী রাখার মত কিছু নয় ভাই।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


এরা আর পড়ালেখা করবে না, এরা বাংলাদশকে ভয়ংকর সমস্যার মাঝে টেনে নেবে।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৫

জানা বলেছেন: এই ভয়টা করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে বৈ কি! অবশ্যই ওদের মাথায় এক ধরণের প্রতিবাদের নেশা খেলা করবে এখন থেকে যা অস্বীকার করার উপায় নেই। সেজন্যে এদের উপযুক্ত প্রশংসার পাশাপাশি ভুল-ত্রুটিগুলো আন্তরিকতার সাথেই ধরিয়ে দেয়াটাও জরুরী। এদের সঠিক পথ প্রদর্শনে বড়দের সহায়তায় সঠিক পরিচর্যা, পারিবারিক, পারিপার্শিক এবং রাষ্ট্রীয়ভাবে সঠিক মূল্যায়ণ এবং পড়াশোনার বিষয়ে বিশেষভাবে অনুপ্রেরণা যোগানো দরকার। "এরা বাংলাদেশকে ভয়ঙ্কর সমস্যার মাঝে টেনে নেবে" আপনার এই মন্তব্যটিকে আমি অন্যভাবেই দেখছি। আমি মনে করি ওরা বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের পক্ষে "বড়"দের অপকর্মের বিরুদ্ধে 'হুমকি' হবে। একজন ইতিবাচক মানুষ হিসেবে আমি বিশ্বাস করি এরা দেখিয়ে দেবার পাশাপাশি অনেক শিখেছেও আর ওদের সেই শেখাটি কাজে লাগাবার জন্যে বড়দের সচেতন সহায়তা দরকার।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: চিরন্তন বানি আপু। কোমলমতি পড়ুয়াদের মন্ত্রণাশক্তির ন্যায় অনুপ্রেরণা দেবে আশাকরি ।

শুভেচ্ছা নিয়েন ।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০

জানা বলেছেন: সেটাই বলছি, ওদের কেবলমাত্র বাহবা না দিয়ে ভুল-ত্রুটিগুলো শুধরে যোগ্যতর হয়ে ফিরে আসার জন্যে সবার অনুপ্রেরণা দরকার। আর এ জন্যে পড়াশোনাটা শেষ করার যে কোন বিকল্প নেই তা যেভাবেই হোক ওদের মনে গেঁথে দিতে হবে।

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: এতকাল শিরোধার্য জেনেছি
এমন অনেক বুদ্ধিজীবী
নিজেদের নপুংসক প্রমাণ করলেন

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১১

জানা বলেছেন: !!

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এত অত্যাচিরত হয়েও, পুলিশের টিয়ার গ্যাস, রাবার বুলেট , ছাত্রলীগের লাঠি রামদা সব কিছু বিরুদ্ধে তারা সম্পূর্ণ নিরস্ত্র এবং শান্তিপূর্ণ আন্দোলন করে বুঝিয়ে দিয়েছে।তারা শিশু হলেও মানবিকতায় অনেক বড়ো। হিংস্র হায়েনাদের মোকোবেলায় তাদের তারুণ্যদীপ্ত প্রতিবাদ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে মানুষের মনে।

বড়োরা তাদের কাছ থেকে শিক্ষালাভ করার কথা।

বাংলার সন্তান ছোটবেলাও মুক্তিযদ্ধে ভাল ভূমিকাই পালন করেছে সেটা আবারো প্রমানিত হলো।

সততার জয় হোক। দেশপ্রেমের জয় হোক।

বিণাশ হোক প্রবঞ্চক আর ঘাপটি মারা দালাল।

বাংলাদেশ অচিরেই রাহুমুক্ত হোক । প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক বাংলার বুকে।


জানা আপু সুন্দর পোস্ট ।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

জানা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

ক্স বলেছেন: চাঁদগাজীর বক্তব্যে একমত। আমরা শিশুদেরকে অতি মূল্যায়িত করে তাদের আইন বহির্ভূত কাজের বৈধতা দিয়ে দিয়েছি। তাদের দোষগুলো কারো চোখে পড়েনি। তারা এখনি নিজেদেরকে সুপার কিড ভাবা শুরু করে দিয়েছে। শিক্ষক, বাবা মা বা মুরব্বিদের শাসনের ধার তারা এখন আর ধারবেনা।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১

জানা বলেছেন: আমি আপনার সাথে একমত হতে পারছিনা। কারণ, এই কিশোর-কিশোরীদের কার্যকলাপের 'অতি মূল্যায়ন' সত্যিকার অর্থ হয়নি বরং যোগ্য সমর্থন হয়েছে। আইন বহির্ভূত কাজের বৈধতা নয় বরং বে-আইনী বা অপরাধ মুলক কার্যকলাপের বিরূদ্ধে ওদের রুখে দাঁড়ানোকে ন্যায্য বলে সম্মান করাই হয়েছে। এর পরের কাজগুলোতো অর্থাৎ ওদের সঠিক পথে চলতে সহযোগিতা করাতো বড়দের দায়িত্ব। ৩ নম্বর মন্তব্যের উত্তরে সেই কথাগুলোই বলেছি।

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

মাহাবুব১৯৭৪ বলেছেন: আমাদের নতুন প্রজন্ম আমাদের পথ প্রদর্শক হিসাবে অবতীর্ন হবে।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

জানা বলেছেন: আশাবাদের জয় হোক।

৯| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

মোস্তফা সোহেল বলেছেন: এই সব নতুন প্রজন্মের হাত ধরেই দেশটা এগিয়ে যাক।
ভাল লিখেছেন আপু।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

জানা বলেছেন: ধন্যবাদ।

১০| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

সনেট কবি বলেছেন: খুব বেশী কথা নয়। তবে কোন কথা বাড়তি নয়।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

জানা বলেছেন: ধন্যবাদ কবি।

১১| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে একি দেখছি!
পোস্ট দিয়েছে জানা, B:-)
ধ্রুবতারারা হোক উজ্জ্বল
নেই তাহাতে মানা।

ন্যায় নীতি সব খাচ্ছে গিলে
কৃষ্ণ নামের গ্রহ, (কৃষ্ণ গহ্বর)
তরুণ সমাজ গেছে ভুলে
করতে যে বিদ্রোহ!!!:(

কি আর হবে তবে?
ছাত্রসমাজ আমার মত
সুবোধ হয়ে রবে!!! :P


পুনশ্চঃ
প্রতিউত্তর না পেলে
হরতাল, হরতাল। :P

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

জানা বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে এতগুলো বাচ্চা অনায়াসে রাজপথে দাঁড়িয়ে গেল- এটা আমাদের জন্য কি কম? ওরাতো পথ দেখিয়ে দিলো।

১২| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

সনেট কবি বলেছেন:




জানা কথন

খুব বেশী কথা নয় তবে কোন কথা
বাড়তি নয় বলেই মনে হলো খুব
আপনার হৃদয়ের স্নেহে অনুভব
গড়ে উঠা, প্রকাশের পেয়েছে আশ্রয়।
ব্লগার জানা বুঝেছি এ নয় অযথা
আমাদের ধ্রুবতারা একসাথে সব
জড়ো হয়ে জানাল যে অন্তরের ক্ষোভ
তাতে পেল অবশেষে ওরা মনে ভয়।

ওরা হিসেব করুক মিলিয়ে দেখুক
তারা না আবার হয় পাকিদের দল
কিশেরের শিক্ষা নিয়ে ওরা ভাল হোক।
বড় বেড়োনা বলচি মস্তিষ্ক অচল
বুঝে শুনে কূ-চরিত্র করে ফেল দূর
নতুবা শুনতে হবে বিষ বাঁশি সুর।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

জানা বলেছেন: কবিতার জন্যে ধন্যবাদ কবি।

১৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই দেবশিশুরা আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবে।

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

জানা বলেছেন: আমাদের এই আস্থা এবং বিশ্বাসের জয় হোক।

১৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মূল্যায়ন। সুন্দর আহবান!

সত্যিই তারা ঘুনে ধরা কোমায় যাওয়া চেতনায় তীব্র ঝাকুনিতে জাগিয়ে দিয়েছে।
যা থেকে তাদের চেয়ে আমাদের, দায়িত্বশীলদের করার অনেক কিছূ আছে।

আশাকরি সকলেই মন্ত্রী, বিচারপতি, আমলা সকলেই পজিটিভলি নেবেন সকল ঘটনাক্রম।
তাতে আমাদের আশা কিছূটা হলেও বাড়বে।

+++

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

জানা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু।

১৫| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ইমন তোফাজ্জল বলেছেন: আপা উজ্জ্বলতর বানানটা ঠিক করেন। জানা আপা বলে শরমে সকলে মরমে পৌঁছিয়া একথা আপনাকে বলিতে পারিতেছে না


শুভকামনা

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

জানা বলেছেন: টাইপোটি ধরিয়ে দেয়ায় অশেষ ধন্যবাদ। ঠিক করে নিয়েছি।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

অচেনা হৃদি বলেছেন: শুভ্র হয়ে উঠুক আমাদের পিচঢালা কালো পথ, যেন এই পথে নেমে কেউ কখনো বিভ্রান্ত না হয়। ++

০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

জানা বলেছেন: আমাদের আশাবাদ ফলপ্রসূ হোক।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১১

রাকু হাসান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন মূল্যায়ন। সুন্দর আহবান!

সত্যিই তারা ঘুনে ধরা কোমায় যাওয়া চেতনায় তীব্র ঝাকুনিতে জাগিয়ে দিয়েছে।
যা থেকে তাদের চেয়ে আমাদের, দায়িত্বশীলদের করার অনেক কিছূ আছে।

আশাকরি সকলেই মন্ত্রী, বিচারপতি, আমলা সকলেই পজিটিভলি নেবেন সকল ঘটনাক্রম।
তাতে আমাদের আশা কিছূটা হলেও বাড়বে।

+++ --সুন্দর বলেছেন তিনি ।

আপনার লেখায় যেন আমার মনের কথায় ফুটে উঠছে । আপনার মত আমারও তাদের প্রতি আহবান ।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

জানা বলেছেন: ধন্যবাদ রাকু হাসান।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৬

ঈশ্বরকণা বলেছেন: ধ্রুব তারার আলোকিত পথে কেটে যাক সব আধার, অন্ধকার মানুষগুলো আলোকিত হোক সেই রঙিন আলোয় I ঘন আঁধারের মাঝেও দেখা দেয়া একটা উজ্জ্বল আলোর রেখায় অনেক বেশি আশাবাদী হয়ে উঠলাম I

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫২

জানা বলেছেন: আশাবাদ বাঁচিয়ে রাখতেই হবে।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
সবই সুন্দর ছিল।
শেষদিকে বড়রা ঢুকেপড়াতে সমাপ্তিটা সুন্দর হল না।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৩

জানা বলেছেন: ধন্যবাদ।

২০| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



অনেক সুন্দর করে লিখেছেন। প্রেরনাদায়ক।

ছোটখাট কিছু টাইপো রয়ে গেছে। দয়া করে যদি ঠিক করে নিতেন।

৫ম লাইনে যে বাক্যটি রয়েছে তাতে 'হীনতা' শব্দটি দু'বার এসেছে। ৭ম লাইনের ৫ম শব্দটি 'রেখো' হবে। একই লাইনের শেষ শব্দটি 'অনিবার্য' হবে।

দ্বিতীয় প্যারার চতুর্থ লাইনে উল্লেখিত শব্দটি 'নিজের' না হয়ে 'নিজেকে' হলে আরও সামঞ্জস্যপূর্ন এবং শ্রুতিমধুর হতো।

আপনার শারীরিক পূর্ন সুস্থতা এবং সার্বিক কল্যান কামনা করছি।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

জানা বলেছেন: টাইপোগুলো ধরিয়ে দেয়ায় ধন্যবাদ জানাচ্ছি। ঠিক করে নিলাম।

২১| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাচ্চাদের জন্য অনেক অনেক ভালোবাসা। ওরা রাতের কালো আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতো, যাদের আলোয় পথ চিনে আমরা বড়রা সঠিক পথে এগিয়ে যাবো। ভালো থেকো বাবারা। তোমাদের জন্য শুভকামনা।

০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

জানা বলেছেন: ধন্যবাদ। আমাদের ইতিবাচক মনোভাব আর আশাবাদ দৃঢ় হোক, ফলপ্রসূ হোক।

২২| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বাচ্চারা একটা ইতিহাস সৃষ্টি করে গেলো।

কিন্তু ৩/৪ আগস্ট ও পরবর্তী ঘটনাপ্রবাহের কারণে আন্দোলনটা এখন ক্রমেই বিতর্কিত হয়ে উঠছে। আন্দোলনের স্টিল পিকচার ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদের নিরাপত্তার বিষয়টা এখন খুব বড়ো হয়ে উঠছে। এরা অনেকের শত্রু হিসাবে চিহ্নিত হয়ে গেছে। আন্দোলনটা গোছানো ছিল না, কোনো নেতৃত্ব ছিল না (সবাই রাজা বা নেতা), ফলে ভবিষ্যতে ওরা বিপদে পড়লে ওদের রক্ষা করার জন্য কে ডাক দেবে, সে ব্যাপারটাও অনিশ্চয়তার মধ্যে দোল খাচ্ছে।

এসব দুশ্চিন্তা মগজ খুবলে খায়।

তবু আশায় থাকি, এসব দুশ্চিন্তার যেন কোনো বাস্তব প্রতিফলন না ঘটে।

ছোটো লেখাটা ভালো হয়েছে।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৩

জানা বলেছেন: অবশ্যই ওরা একটা ইতিহাস তৈরী করেছে। এটা আমরা এখন যতটুকু বুঝতে পারছি তার চেয়ে অনেক বেশী গুরুত্বপূর্ণ বাস্তবতা আমাদের জন্যে অপেক্ষা করছে বলে বিশ্বাস করি। ওদের এই অসামান্য কার্যকলাপ সত্যিকার অর্থে অস্বীকার করার কোন পথ নেই কারোর।

২৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: লেখাটাতে একজন স্নেহময়ী, কিন্তু তেজস্বী, বিদুষী মায়ের কন্ঠস্বর শুনতে পেলাম। চমৎকার হয়েছে! + +
এই ব্লগের নানা ধরণের লেখালেখিতে নানা রকমের উত্তেজনা, উদ্বেগ, ক্ষোভ, উষ্মা, আশঙ্কা ইত্যাদির মাঝে আপনার কথাগুলো যেন স্নিগ্ধতার পরশ বুলিয়ে গেল, বাচ্চাদের আহত হৃদয়গুলোকে আশার বাণী, আস্থার বাণী, ভালবাসার বাণী শুনিয়ে গেল, ওদেরকে দেয়া উপদেশের মাধ্যমে বুড়োদেরকেও কিছু দিক নির্দেশনা দিয়ে গেলো। প্রথম অনুচ্ছেদের শেষের কথাগুলো আমার কাছে খুব ভাল লেগেছে। আর বিশেষ করে ৩ নং প্রতিমন্তব্যে আপনি যে কথাগুলো বলেছেন, তার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। একই সূত্রে ৭ নং প্রতিমন্তব্যের কথাগুলোও ভাল লেগেছে।
আশাকরি, আপনার "ধ্রবতারা"দের কেউ যদি আপনার এ নাতিদীর্ঘ লেখাটি পড়ে থাকে, তবে তাদের মনেও আপনি একটি ধ্রুবতারা হয়ে অনেকদিন জ্বলবেন।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৪

জানা বলেছেন: অশেষ ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্যে।

২৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

অহনাব বলেছেন: যারা মনে করেন ওরা ভয়ংকর হয়ে উঠবে, তাদের জন্য বলি - সত্যিই ওরা ভয়ংকর হতে উঠতে পারে সেই সব দুর্নীতিবাজ নেতা, আমলাদের বিরুদ্ধে। যারা ভাবে দুর্নীতি করেই বছরের পর বছর পার করে দিবে আর প্রশ্নফাঁসের শিক্ষা ব্যবস্থা তৈরি করে অপার রাজক্ত কায়েম করবে। একেবারে ছোটবেলা থেকেই তাদের বঙ্গবন্ধুর ইতিহাস চেতনা ঢেলে দেয়ায় এরা প্রতিবাদি হয়ে উঠেছে, ন্যায় এবং সত্যের পক্ষে কথা বলা শুরু করেছে।

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

জানা বলেছেন: আমি আপনার সাথে একমত এবং আশাবাদী। ওদের সার্বিকভাবে গড়ে তোলা এবং বিপথ থেকে দূরে রাখার দায়িত্ব আমাদের সবার।

২৫| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: উজ্জ্বলতর হয়ে উঠবে বাংলাদেশের এই তরুণ সমাজ এই প্রত্যাশায়...........

০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮

জানা বলেছেন: ধন্যবাদ।

২৬| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১

রক বেনন বলেছেন: এরাই একদিন ১৮ পার করবে। এরাই একদিন প্রাপ্তবয়স্ক হবে, এই দেশের ভোট দেয়ার অধিকার লাভ করবে। হয়ত ওদের দ্বারাই সেদিনের শুভ সূচনা দেখে যেতে পারবো।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

জানা বলেছেন: আশাবাদের জয় হোক।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আগামী প্রজন্মের হাত ধরে নতুন সূর্য উদিত হবে এই অপেক্ষায় রইলাম আমরা ঘুণে ধরা অগ্রজেরা। জানি না সেদিন আমরা দেখে যেতে পারবো কি না... তবে সেদিন আসবে নিশ্চিত।

ধন্যবাদ আপু সুন্দর করে গুছিয়ে লেখার জন্য।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

জানা বলেছেন: বিশ্বাস করি, আস্থা রাখি ওদের ওপর।

২৮| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

কাছের-মানুষ বলেছেন: এই কোমলমতি শিক্ষার্থিরাই আমাদের দেশকে একসময়য় এগিয়ে নিয়ে যাবে।
এই আমাদের প্রত্যাশা।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

জানা বলেছেন: নিশ্চিতভাবেই ওরা তা করবে।

২৯| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: !!


আমি বলতে চেয়েছি, সুন্দর একটা আন্দোলন সরকারের ইশারায় নষ্ট করা হয়েছে।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

জানা বলেছেন: দূর্ভাগ্য আমাদের! এই আন্দোলন থেকে ওরা যা শিখেছে তা ওদের কোমল মনে গেঁথে রইবে। ওদের ওপর ঘটে যাওয়া যাবতীয় অন্যায়-অত্যাচার, প্রশাসনের অসহযোগিতা, বিদ্রুপ ইত্যাদি বিষয়গুলো ওরা খুব কাছ থেকে দেখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতার সুস্থ ব্যবহার করে আমাদের বারবার শিক্ষা দিতে ওরা সঠিক পদ্ধতিতেই তৈরী হয়ে, যোগ্য হয়ে ফিরে আসবে।

৩০| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

বাকপ্রবাস বলেছেন: আগে তাদের উপর ভরসা পেতামনা, এখন পাচ্ছি। লেখাটা ভাল হয়েছে

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

জানা বলেছেন: ওদের এখন সঠিক দিক নির্দেশনা দরকার। এজন্যে আমাদের অন্তত সামাজিক দায়িত্বটুকু পালন করা দরকার। ঘরে এবং নিজ নিজ এলাকার শিশু-কিশোরদের যোগ্য করে তুলতে ওদের শিক্ষাজীবন সহ যাবতীয় বিষয়ে বন্ধুসূলভ যোগাযোগ এবং সহযোগিতা প্রয়োজন।

৩১| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন: এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাঁদেরকে এবার পড়া-লেখায় কিছু করে দেখাতে হবে। সোনালী বাংলাদেশ গড়ার আলোকবর্তিকা তবেই তাঁরা হতে পারবে। এই আশা নিয়েই বুক বাঁধছি।

৩২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



এই ছাত্র আন্দোলনের পরিস্থিতি তৈরি হল প্রশাসনের প্রতি সাধারন মানুষের বাড়তে থাকা অনাস্থা থেকে। সড়ক দুর্ঘটনা মারাত্মক চেহারা নিয়েছিল বাংলাদেশে। বেপরোয়া ড্রাইভিং, বাসে বাসে রেষারেষি, ট্রাফিক আইন লঙ্ঘন, পুলিশি নিষ্ক্রিয়তা— নানা অভিযোগে ক্ষোভ বাড়ছিল সবার মধ্যে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা। প্রায় গোটা বাংলাদেশ বলতে শুরু করেছিল, সড়ক দুর্ঘটনা বা দুর্ঘটনায় মৃত্যু নয়, এ সব আসলে ‘সড়ক হত্যা’।

কারো বেপরোয়া চালচলন, কারও কর্তব্যে গাফিলতি— এর জেরেই একের পর এক দুর্ঘটনা ঘটছে, একের পর এক মৃত্যু নেমে আসছে; বলতে শুরু করেছিলেন সাধারণ মানুষ। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল এক অভূতপূর্ব এবং অসাধারণ ভঙ্গিতে। ছাত্র-ছাত্রীরা হাজারে হাজারে নেমে এল রাস্তায়, ঢাকার রাজপথে যান নিয়ন্ত্রণের ভার দখল করে নিল তারা। শুধু যান নিয়ন্ত্রণের ভার ছিনিয়ে নেওয়াতেই সীমাবদ্ধ থাকল না ঘটনাপ্রবাহের ফলশ্রুতি।

অত্যন্ত সুশৃঙ্খলভাবে যান চলাচলের ব্যবস্থা যে ঢাকাতেও সম্ভব, ট্রাফিক আইন লঙ্ঘনের মোকবিলাও যে অত্যন্ত কড়া হাতে করা সম্ভব, প্রশাসনের গালে সজোর চপেটাঘাত আঁকতে আঁকতে সে কথা স্পষ্ট করে দিল স্রেফ স্কুল পড়ুয়ারা। ঢাকার রাজপথে আপৎকালীন পরিষেবার জন্য যে ইমারজেন্সি লেন তৈরি রাখা সম্ভব, স্কুল ইউনিফর্মে রাস্তার দখল নেওয়া ছেলেমেয়েগুলো তা দেখিয়ে দিল।

এ আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে অসন্তোষ তুঙ্গস্পর্শী না হলে এ ভাবে গোটা দুনিয়ার নজর কেড়ে নিতে পারে না একটা ছাত্র আন্দোলন। বাংলাদেশের শাসকদের সতর্ক হতে হবে এখন থেকে; শিক্ষা নিতে হবে এ আন্দোলন থেকে। এই ঐতিহাসিক আন্দোলনের ইতিবাচক প্রেক্ষাপটকে ইতিবাচক ভঙ্গিতেই বোঝার চেষ্টা করতে হবে। নেতিবাচক ইঙ্গিতগুলোর কারণ নিবারণে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তাতেই বাংলাদেশের মঙ্গল; না হলে আবারো ছাত্ররা রাস্তায় নামবে সাথে আমরাও।

আপনার পোস্টে প্রথম মন্তব্য করলাম; প্রথম পরিচয় তাই শুভেচ্ছা রইলো।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

জানা বলেছেন: খুব ভাল বলেছেন। এখন দরকার ওদের নিরাপত্তা, সুস্থ ভাবনা ও শিক্ষাজীবন নিশ্চিতকরণ। আর এই কাজটি প্রথমত পরিবারের ও সমাজের এবং পাশাপাশি ও রাষ্ট্রীয় সমর্থন খুব দরকার। রাষ্ট্র চাইলে এখনই এই বিষয়টিকে একটি বড় 'সুযোগ' হিসেবে নিতে পারে।

৩৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪২

উম্মে সায়মা বলেছেন: বাচ্চাগুলো আসলেই অনেক সাহসী আর বুদ্ধিমান। এখন আমাদের দায়িত্ব হল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া নিয়মগুলো মেনে চলা স্বতস্ফূর্তভাবে।
এ প্রজন্মের ভবিষ্যতের জন্য অন্তরের গভীর থেকে শুভ কামনা।

১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

জানা বলেছেন: দেখা যাক, আমরা ওদের কাছ থেকে কতটুকু শিখলাম।

৩৪| ১৩ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: নতুন প্রজন্মের জয় হোক আর অন্যায় কারীদের পরাজয়। আন্তরিক ধন্যবাদ আপনাকে নতুন প্রজন্মের কথা ভেবে এত সুন্দর একটা পোস্ট দেয়ার জন্য। :)

৩৫| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩০

জানা বলেছেন: সময় লাগলেও সততা এবং সুস্থবুদ্ধির জয় নিশ্চিত।

৩৬| ১৩ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২

কথাকথিকেথিকথন বলেছেন:





মেধা, শিষ্টাচার এবং সাহস এ তিনের শক্তি অকল্পনীয়। বাচ্চাদের মধ্যে রয়েছে এমন বিরল সমন্বয় । তারা এই পদক্ষেপ থেকে দেশের ভবিষ্যত উজ্জ্বল করবে সে কামনাই রইলো ।

সুন্দর আহ্বান । ভাল লেগেছে ।

৩৭| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৩

বলেছেন: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল কে জানাই "ঈদ মুবারক"

৩৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাস বলে কোন সঠিক আন্দোলন বৃথা যায় না ।
সমাজের পতন আসন্ন হয় উপর থেকে,
"নিরাপদ সড়ক চাই" "উই ওযান্ট জাষ্টিস"
ব্যস ভীত নাড়িয়ে দিলো " দূর্নীতি তে আকন্ঠ সমাজ ব্যবস্হার"
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সোনালী বাংলাদেশ গড়ার আলোক বর্তিকায় এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবেই, সময়চিত আপনার এই লেখা অনুপ্রানিত করবে আগামী সকাল ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.