নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিন প্রতিদিন

জানা

জানা › বিস্তারিত পোস্টঃ

সব রকম অন্ধকার পেরিয়ে আমরা "আলো"তেই বাস করবো সবাই

২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা এবং অশেষ ভালোবাসা আপনাদের সবাইকে। আজ এখানে চমৎকার রোদ উঠেছে, চারিদিকে ধবধবে সাদা তুষারের ওপর সূর্য্যের লুটোপুটি কী সুন্দর! জানালা দিয়ে বড় বড় দু'ফালি রোদ এসে আমার বসবার ঘরের ছোট্ট সবুজ বাগানটার গাছগুলোয় প্রাণ থৈ থৈ করছে। মন ভালো হয়ে যায়। আজ খানিকটা ভালো বোধ করায় এবং দায়িত্বটুকুও মনে রেখে ভাবলাম, আপনাদের সাথে আমার সাম্প্রতিক বয়ে চলা কঠিন সময়ের ইতিবাচক কিছু দিক ভাগাভাগি করি। তাতে আমার যেমন ভালো লাগবে, আমি নিশ্চিত আপনাদেরও কিছুটা স্বস্তি হবে।

এরই মধ্যে আপনারা আমার অসুস্থতার বিষয়ে জেনেছেন, সঙ্গত কারণেই উদ্বিগ্ন হয়েছেন এবং প্রার্থনা করে চলেছেন। আমার পরিবারের পাশাপাশি আপনাদের আন্তরিক ভালোবাসা, সহমর্মিতা এবং প্রার্থনা আমার প্রতিটি মুহূর্ত আনন্দময় এবং মূল্যবান করে তুলেছে। আমায় আরো অনেক সাহস এবং শক্তি যুগিয়ে চলেছে। পৃথিবীটা কত সুন্দর এবং মায়াময়।

মানুষের জীবনের সময়গুলো কেবলই রোদ ঝলমল আলোময় আর আনন্দময় নয়। এখানে নানান ঝড়-ঝঞ্ঝা, ব্যথা-বেদনা আছে, থাকবেই। আর এইসব কিছু মিলিয়েইতো "জীবন"। এ,সব একত্র আছে বলেই সম্ভবত জীবন এত মায়াময়, উপভোগ্য এবং মূল্যবান। এ, সবের জন্যেই মানুষের জন্যে মানুষের ভালোবাসা জোরালো হয়, অর্থবহ হয় এবং মানুষ পাশাপাশি থাকে, যোজন দুরে থেকেও "কাছাকাছি" থাকে ভালোয়-মন্দে। আমার অভিঞ্গতা আর অনুভবে এই সত্যগুলোর বসবাস গভীর এবং দৃঢ়। সৃষ্টিকর্তার কাছে কৃতঞ্গতার শেষ নেই।

সৌভাগ্য বশতঃ আমি ইউরোপের সবচেয়ে ভাল (এই বিষয়ে) এবং নির্ভরযোগ্য হাসপাতালগুলোর একটায় চিকৎসাধীন আছি। এখানে একটি ক্যানসার বিশেষঞ্গ চিকিৎসক দলের সার্বক্ষনিক তত্বাবধায়নে আছি। আপাতত সব রকম পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে এবং যাবতীয় ফলাফল বিবেচনা করে চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত ও পদক্ষেপও দ্রুততার সাথে নেয়া হয়েছে। যেহেতু আমার ফুসফুসের একটি অংশ এবং কিছু লিম্ফনোডে এর সংক্রমণ হয়েছে তাই এটা অসুস্থতার প্রথম স্টেজ/স্তর নয়। এই মুহূর্তে সংক্রমণটি কোন স্টেজ/স্তরে রয়েছে সেই তথ্য এবং গুরুত্ব চিকিৎসকদের আওতায় এবং দায়িত্বে। আমরা নিশ্চিত হয়েছি যে, আগামী খুব অল্প ক'দিনের মধ্যেই প্রথম ধাপ চিকিৎসা শুরু হয়ে যাবে। আমরা সবাই জানি যে, এটা একটা কঠিন এবং সময়সাপেক্ষ যাত্রা। তবুও আমি বিশ্বাস করি, আমি পারবো ইনশাল্লাহ। আস্থা এবং ভরসা রাখি, যাবতীয় "ভালো"র জন্যে আমার চিকিৎসক দল সবচেয়ে ভালো কাজটিই করে যাবেন।

আমি ভাগ্যবান মানুষ। আমার জীবনে স্বামী, সন্তানের বিশেষ ভালোবাসাসহ দু'টো অসাধারণ পরিবার এবং তার পাশাপাশি বিশ্বজুড়ে আপনাদের মত অসংখ্য আপনজন আমার জীবন আলোয়, আনন্দে আর ভালবাসায় ভরে রেখেছেন। নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হবেন।

"মানুষ", "সত্য", "সম্মান" এবং "ভালোবাসা" আমাদের সকলের জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক।

মন্তব্য ৯১ টি রেটিং +৫৮/-০

মন্তব্য (৯১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৬

এম ডি মুসা বলেছেন: সৃষ্টিকর্তার আপনার সহায়ক হোন।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শ্রদ্ধেয় জানাপু,

আপনি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুন এই দোয়া করছি।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

কামাল১৮ বলেছেন: এই আলো ছড়িয়ে পড়ুক আপনার জীবনের সর্বত্র।এতো মানুষের ভালোবাসা আপনাকে অবস্যই সারিয়ে তোলবে।অন্তর থেকে কামনা করি আপনি অতি দ্রুত সেরে উঠবেন।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৭

হাসান রাজু বলেছেন: সুস্থ হয়ে ফিরে আসুন । দোয়া করি।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনার এই অদম্য লৌহ কঠিন ইচ্ছা শক্তিকে ইস্পাত কঠিনে পরিণত করে যাবতীয় ঝড়ঝঞ্ঝা থেকে উপরওয়ালা যেন আপনাকে মুক্তি দেন এবং সসীম থেকে অসীম প্রান্তে সুবিস্তৃত এই আলোর ভুবনে যেনো উজ্জ্বল্য দীপ্তকিরণ সদা বহমান থাকে।
মহান সৃষ্টিকর্তা সর্বতোভাবে আপনার সহায় হোন- প্রার্থনা করি।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



আমাদের সবার শুভ-কামনা, প্রার্থনা ও আপনার সংগ্রামী জীবনভাবনা আপনাকে নিরাময় করে তুলবে শীঘ্রই।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

প্রত্যাবর্তন@ বলেছেন: আমাদের জন্য আপনাকে জিততেই হবে। শুভকামনা নিরন্তর।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টের মাধ্যমে এখানেও যেন চমৎকার রোদ উঠলো! যদিও ঢাকায় এখন রাত, আমি এক দিব্যদৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি আপনার এ পোস্ট যেন একমুঠো উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে দিল ঢাকার আকাশে।
"পৃথিবীটা কত সুন্দর এবং মায়াময়!" - আপনি সৌভাগ্যবতী যে আপনি এই সৌন্দর্যটা দেখতে পান এবং মায়াটাকে অনুভব করতে পারেন, এবং সেই সাথে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ কোটি বাংলাভাষী ব্লগারকে আপনি মায়ার বাঁধনে বাঁধতে পেরেছেন। আপনার এ পোস্ট পড়ে তাই সকল ব্লগারদের হৃদয় উদ্বেলিত হয়ে উঠবে আপনার সুচিকিৎসা হচ্ছে জেনে এবং আপনার উচ্চ মনোবলের কথা জানতে পেরে।
আমাদের প্রার্থনা চলতে থাকবে। স্বলিখিত পোস্টের মাধ্যমে আপনার আপডেট জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন।
আল্লাহ আপনাকে দ্রুত রোগ নিরাময় দান করুন এবং সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন!

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৩

মিশু মিলন বলেছেন: এই লড়াইয়ে আপনি জিতবেন, আপনার সুস্থ্যতা কামনা করছি আপা।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

আরোগ্য বলেছেন: প্রিয় জানা আপার পোস্ট দেখেই মুখে হাসি এসে গেল। আল্লাহ দ্রুত আপাকে সুস্থ করে দিক।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আল্লাহ আপনার সাথে থাকুন। আপনাকে পূর্ণ সুস্থতা দান করুন।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন- আল্লাহর নিকট এ দোয়া করি।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৮

রোকসানা লেইস বলেছেন: এই মূহুর্তে যেন রোদের আলো ঝলমল করছে ব্লগ জুড়ে। আপনার পোষ্ট পড়ে খুব ভালো লাগছে।
আপনার চিকিৎসা শুরু হলে আপনার শারীরিক কষ্ট শুরু হবে বেশি কিন্তু সেটা হবে আপনার সুস্থু হয়ে উঠার যাত্রা। মনোবল আপনার আছে এবং ধরে রাখবেন আশার আলো মেখে। পূর্ণ সুস্থ হয়ে আবার অনেক কাজ আপনাকে করতে হবে এই অপেক্ষায় থাকবেন।
আপনার দুই পরিবারের সাথে আপনার ব্লগের অসংখ্য মানুষ আপনার আরোগ্য লাভের প্রার্থনা করছেন।
কষ্টের যাত্রা পেরিয়ে আসুন। আমরা অপেক্ষায় আছি আপনার গল্প শোনার।
আন্তরিক শুভকামনা

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০১

অহরহ বলেছেন: "মানুষ'", "সত্য", "সম্মান" ও "ভালোবাসা"...... অসাধারণ...... @ জানা আপা।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:১১

সামিয়া বলেছেন: ইনশাআল্লাহ আপু আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন, অনেক অনেক অনেক দোয়া রইলো।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৬

সমূদ্র সফেন বলেছেন: আমরা আপনার দ্রুত সুস্থতা ও সুন্দর জীবনের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করি। আপনার সাহস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।[/sb
আপনার অসুস্থতার খবর শুনে আমরা সকলেই উদ্বিগ্ন। আপনার প্রতি আমাদের আন্তরিক সহমর্মিতা ও ভালোবাসা রয়েছে। আপনার পরিবারের পাশাপাশি আমরাও আপনার দ্রুত সুস্থতা কামনা করি।
আর উজ্জ্বল সকালের বর্ণনা আমাদের মনেও আনন্দের সঞ্চার করেছে।
আপনি যেভাবে জীবনের সুখ-দুঃখের মিশ্রণকে তুলে ধরেছেন তা অত্যন্ত সত্য। ঝড়-ঝঞ্ঝা, ব্যথা-বেদনার মধ্যেই জীবনের মায়া ও মূল্যবোধ লুকিয়ে থাকে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনি এই কঠিন সময়কে সাহসের সাথে মোকাবেলা করবেন এবং ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৩৯

আরইউ বলেছেন:



জানা,
আপনার পোস্ট পেয়ে ভালো লাগলো। যখন সময় পাবেন, যখন একটু ভালো লাগবে তখন ব্লগে লিখবেন সম্ভব/ইচ্ছে হলে।
শুভকামনা নিরন্তর!

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবীটা কত সুন্দর এবং মায়াময়।
.................................................................
বাস্তবে সবার ভালবাসা পেলে জীবনটা অনেক সুন্দর
আমরা সবাই একসময়ে এই সুন্দর পৃথিবী থেকে বিলীন হবো
তবে অনেক তাড়াতাড়ি কেউ চলে যাক এটা কারো কাম্য নয় ।
বর্তমান সময়কে সাহসের সাথে মোকাবেলা করবেন এবং ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৪১

আহমেদ জী এস বলেছেন: জানা,





চমকে উঠেছি আপনার ছবি সহ পোস্ট দেখে। মনে হলো, সব রকম অন্ধকার পেরিয়ে আপনি আলোময় এই সকালে উঠে এলেন আমাদের কাছে।

যে ঈশ্বরে আমাদের বিশ্বাস, তিনি চাইছেন আপনি সুস্থ্য হয়ে উঠুন - আপনার অসুস্থতা পরাস্ত। তাই বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা এতো এতো ব্লগারদের ভালোবাসা আর প্রার্থনা, আলোময় পৃথিবীতে আপনাকে নিশ্চয়ই ফিরিয়ে আনবে। আনবেই।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য অনেক দোয়া আর শুভ কামনা। সুস্থ হয়ে আরও আলোকিত হোন আরও শক্তিশালী হোন ও সফল হোন।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন:



মহান রাব্বুল আলামীন আল্লার কাছে আপনার সর্বাঙ্গিন সুস্থতা কামনা করে দোয়া করছি ।
বাংলা ভাষা , বাংলা সাহিত্য ও সর্ব বিষয়ে বাংলা ভাষার প্রসার , প্রচার , বিকাশ ও উন্নয়নে
আপনার সাহসী ভুমিকা ও অবদান আরো বিস্তৃত করার বিষয়ে আপনার আগ্রযাত্রা যেন
আল্লাহ অক্ষুন্ন রাখেন ও আরো বাড়িয়ে দেন সে কামনাও করি ।

২২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:১২

শ্রাবণধারা বলেছেন: আপনার এই পোস্টটি দেখে মন ভরে গেল।

খুব খুশি হলাম জেনে যে আপনি ইউরোপের অত্যন্ত ভালো এবং নির্ভরযোগ্য হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে আছেন। আপনি সম্পূর্ন সুস্থ হয়ে আমাদের মাঝে শীঘ্রই ফিরে আসবেন এই কামনা করি।

আপনি সম্পূর্ন সুস্থ হয়ে ফিরে এলে আপনাকে নিয়ে আমরা একটি হাসপাতাল বানানোর প্রকল্প হাতে নেব। ধনী-গরীব নির্বিশেষে সকলে এই হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা পাবে। প্রথমে আমাদের একটি হাসপাতাল হবে। তারপর সবগুলো বিভাগীয় শহরে হাসপাতাল হবে একটি করে। তারপরে সব জেলায় এবং আরো পরে প্রত্যেকটি থানায় আমাদের হাসপাতাল থাকবে।

বাঙ্গালী জীবনের সবচেয়ে বড় অসহায়ত্বের মুহুর্ত টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাওয়া। আমাদের এই হাসপাতাল কাউকে বিনা চিকিৎসায় মরে যেতে দেবে না। আর এই প্রকল্পে আপনি হবেন আমাদের ব্যান্ডমাস্টার জানা আপু। আপনার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা।

২৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৬:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে।
সার্ভাইবারের সংখা দিন দিন বাড়ছে।
লড়াইয়ে জিততেই হবে। শুভকামনা।

২৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:১৭

নজসু বলেছেন:


আপা, আমি যতোখানি বা যতোটুকু জেনেছি আপনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ।
আপনি সব বাঁধা জয় করবেন। দ্রুত সুস্থ হবেন ইনশায়াল্লাহ।
আমাদের সবার দোয়া এবং ভালোবাসা আপনার সাথে আছে।

২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৩৭

মায়াস্পর্শ বলেছেন: প্রতিটি মুহূর্ত আপনার জন্য দোয়া করে চলছি। আপনার অসুস্থতা উড়ে যাক ঠুনকো হয়ে।

২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:০২

নতুন নকিব বলেছেন:



আজ পবিত্র শুক্রবার। ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ঈসায়ী/ গ্রেগরি। শা'বান ১২, ১৪৪৫ হিজরি। ফাল্গুন ১০, ১৪৩০ বঙ্গাব্দ। আজকের দিনটি আনন্দেরই। কারণ, সকালবেলা ব্লগে এসেই আপনার এই পোস্ট দর্শনে সত্যি আন্দোলিত হয়েছি। আলোড়িত হয়েছি। আপনার বর্তমান অবস্থা সরাসরি আপনার পোস্ট থেকে জানতে পেরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করেছি। কারণ, আপনার অসুস্থতার বিষয়ে কা_ভা ভাইয়ের পোস্ট পাঠের পর হতে কেমন যেন একটা ঘোরের ভেতরে সময় পার করছিলাম। এই বিষয়ে সর্বশেষ আপডেটপ্রাপ্তির একটা চিন্তাও সারাক্ষণ অবচেতন মনে জেগেই থাকতো। আপনার এই পোস্ট সেই চিন্তাটা সাময়িক সময়ের জন্য হলেও দূর করে দিতে সক্ষম হয়েছে।

মুঠি মুঠি রোদ্দুর ছড়িয়ে দেয়া আপনার অসাধারণ এই পোস্টটিতেও রয়েছে আমাদের জন্য সাহসিকতার শিক্ষা। অসুখ-বিসুখ আর কষ্ট ক্লেশের মাঝেও যে ভেঙ্গে পড়া উচিত নয়, বরং প্রাণশক্তিকে ধরে রেখে এগিয়ে যেতে হয় সম্মুখপানে - তারই প্রকৃষ্ট উদাহরণ আপনার এই পোস্ট।

রোগ এবং আরোগ্য উভয়ই যার নিয়ন্ত্রণে - অসীম ক্ষমতার মালিক সেই মহান রব্বুল আলামীনের নিকট কায়োমনোচিত্তে আপনার আশু রোগমুক্তি কামনা করছি। বিশ্বাস করি, দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মানুষের হৃদয় নিংড়ানো প্রার্থনা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করে নিবেন এবং ইনশাআল্লাহ অচিরেই আপনাকে তিনি পূর্ণ সুস্থতা দান করবেন। আল্লাহুম্মা আমিন।।

২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: জানা , আপনাকে দেখে কিযে ভাল্লাগছে বোঝাতে পারবনা । আপনি সূর্যের মতই উজ্জ্বল থাকুন ।

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯

নূর আলম হিরণ বলেছেন: সকালে এদিকে বৃষ্টি হয়েছিল মুষলধারে, প্রশান্তি নিয়ে উপভোগ করছিলাম। সাথে ব্লগ খুলে আপনার করা পোস্টটি দেখলাম এবং আপনার শারীরিক অবস্থার আপডেট জানতে পারলাম। তখন প্রশান্তি দ্বিগুণ হয়ে গেল। আপনি সুস্থ হয়ে ফিরবেন, অবশ্যই ফিরবেন।

২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: আপনাকে আমরা সবাই ভালোবাসী।

৩০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৮

কালমানব বলেছেন: প্রার্থনা করি আপনি সম্পূর্ন সুস্থ্য হয়ে উঠবেন । অসংখ্য চেনা-অচেনা, বন্ধু-আত্মীয় সকল মানুষের ভালবাসার শক্তি আপনার সাথে রয়েছে; আরো শক্তিশালী হয়ে ফিরে আসুন-এই কামনা করছি ।

৩১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭

কালো যাদুকর বলেছেন: আপনি আমাদের দোয়াতে আছেন সব সময়। আপনি দ্রুতই সুস্থ হবেন। কখনোই মন খারাপ করবেন না। সৃস্টিকর্তা আপনাকে নিঃশ্চই নেক হায়াত দিন-এই কামনা করছি অন্তরের অন্তস্থল থেকে।

৩২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনার জন্য শুভ কামনা রইলো।
ভালো থাকবেন সব সময়।
এই কামনা ।

৩৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি ভাগ্যবান মানুষ। আমার জীবনে স্বামী, সন্তানের বিশেষ ভালোবাসাসহ দু'টো অসাধারণ পরিবার এবং তার পাশাপাশি বিশ্বজুড়ে আপনাদের মত অসংখ্য আপনজন আমার জীবন আলোয়, আনন্দে আর ভালবাসায় ভরে রেখেছেন।

পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার মায়াময়, উজ্জ্বল, প্রাণখোলা হাসির মতোই জীবনটা আনন্দে ভরে উঠবে, আপনার জন্য নিরন্তর এই শুভ কামনা থাকলো।

৩৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: শুভ কামনা নিরন্তর।

৩৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

৩৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯

নয়ন বড়ুয়া বলেছেন: আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন আপা। আমার পূণ্যরাশি দান করছি...

৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪১

বাউন্ডেলে বলেছেন: আপনার দ্রুত সুস্থতা আমাদের সবাইকে আনন্দ দিবে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের আনন্দিত হওয়া পছন্দ করেন।

৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৩

জিনাত নাজিয়া বলেছেন: আপু,জীবন নিয়ে যুদ্ধ করছেন আপনি, আল্লাহ আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ আপনিই জিতে যাবেন,এতো মানুষের দোয়া বৃথা যাবে না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন,ধৈর্য হারাবেন না। সুস্থ হয়ে ফিরে আসুন,এই দোয়াই করছি।

৩৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০০

শরৎ চৌধুরী বলেছেন: এত বছর ধরে যেই জানাকে আমার কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই বলছি যে জানা এই লড়াইটা জিতবেনই। জানা আমাদের সাথেই আছেন। আরিল্ডকে আমরা সবসময়ই পাই এই লড়াইয়ের সমান গুরুত্বপূর্ণ সঙ্গী হিসেবে। ফলে আমাদের সকলেরই আত্মবিশ্বাস যে জানা অবশ্যই এই পরীক্ষার সময়টা অতিক্রম করবেন। আমাদের সকলের ভালোবাসা আর দোয়া জানা আরিল্ড আর কিন্নরীর পুরো পরিবারের জন্য। অশেষ শুভেচ্ছা আর বিষ্ময় এই অসীম সাহসিকতা আর শক্তির জন্য।

৪০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

ফ্রেটবোর্ড বলেছেন: আপনার উপস্থিতিতে খুব ভালো লাগলো।
আমাদের সবার অন্তর থেকে করা দোওয়া আপনার সাথে থাকবে সবসময়।

৪১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

রানার ব্লগ বলেছেন: সাহস ও শক্তি রাখুন। এই যুদ্ধ আমরা জয়ী হবই। এটা একটা অসম যুদ্ধ, যেখানে শত্রু পক্ষের পরাজয় সুনিশ্চিত।

৪২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪২

জাদিদ বলেছেন: এই পোস্ট আমাদেরকে আত্মবিশ্বাস দেয় যে এই যুদ্ধে আমরা জয়ী হয়েই ফিরব।

৪৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আল্লাহ আপনার সহায় হোন জানাপু।

৪৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০

জুল ভার্ন বলেছেন: যেতে হবে বহুদূর। দোয়া আর ভালোবাসা সবসময় প্রিয় বুবুর জন্য। ফি আমানিল্লাহ। ❤️

৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৭

স্প্যানকড বলেছেন: স্রষ্টা চাইলে কি না হয় । দোয়া করছি জলদি সুস্থ হয়ে উঠবেন ইন শা আল্লাহ :) আঁধার যাবে দূর ঐ আসছে ফর্সা ভোর । ভালো থাকবেন সব সময় :)

৪৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৮

ঢাবিয়ান বলেছেন: অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল ।

৪৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার জন্য শুভকামনা রইল।

৪৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমীন।

আপনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন স্বমহিমায়, নতুন উদ্যমে এটাই আমাদের প্রত্যাশা।

৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৫

করুণাধারা বলেছেন: খুবই ভালো লাগলো দেখে যে আপনি এই নিজে গুরুতর সমস্যার মধ্যে থেকেও আমাদের উৎকণ্ঠা নিরসনের জন্য এই পোস্ট দিয়েছেন। অনেক ধন্যবাদ।

আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আপনার এই হাসি অম্লান থাকুক, আপনি সুস্থ হয়ে উঠুন। আমাদের সকলের শুভকামনা আপনার জন্য।

৫০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২০

নিমচাঁদ বলেছেন: আপনি একজন জন্মগত যোদ্ধা।
আমি বিশ্বাস করি, এ যুদ্ধে আপনি জিতে আসবেন।
মন থেকেই আপনার জন্য প্রার্থনা থাকলো।

৫১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৪২

বিষাদ সময় বলেছেন: আপনি বাঙালীদের বৃহৎ এক পরিবারে বোন/জননী। পরিবারের সবার শুভকামনা রয়েছে আপনার জন্য ।
আপনার এ পোস্ট আপনার মানসিক শক্তির পরিচয় দেয় যা এ যুদ্ধে জয়ী হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। বিজয়ী হবেন ইনশাল্লাহ, তার আগে পর্যন্ত আপনি আমাদের সবসময়ের প্রার্থনায় রইলেন।

৫২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০১

মাজহার পিন্টু বলেছেন: আপনার সুস্থতার অপেক্ষায়।

৫৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ২:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জানা আপা,
খুব দ্রুতই আপনি আরেকটি পোস্ট লিখতে বসবেন, আমাদেরকে আপনার সুস্থতার সংবাদ জানিয়ে। এটা আমাদের আশা নয় কেবল, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। একজন সাহসী যোদ্ধা হিসেবে যেই আপনাকে আমরা দেখে এসেছি, সেই আমরা বরাবরের মত এবারও আপনাকে বিজয়িনী হিসেবে দেখে আল্লাহর শুকরিয়া আদায়ের অপেক্ষা আছি।
খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুন। সৃষ্টিকর্তা আপনার সাথে আছেন; কারণ পৃথিবী জুড়ে আপনাকে ভালোবাসার মানুষ রয়েছে, যারা নিজেদের সৃষ্টিকর্তার নিকট আপনার জন্য প্রার্থনা করছে। সুতরাং আপনি নিশ্চিত সুস্থ হয়ে উঠবেন এবং প্রাণবন্ত আরেকটি লেখা দিয়ে জানিয়ে দিবেন সৃষ্টিকর্তার সাহায্যে আপনার এই জয়ের খবর।

৫৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৫

নীল আকাশ বলেছেন: নিশ্চয় আপনি এই কঠিন সময়কে সাহসের সাথে মোকাবেলা করবেন এবং ইনশা আল্লাহ আপনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন।
আল্লাহ আপনাকে দ্রুত রোগ নিরাময় দান করুন এবং সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন!
মহান সৃষ্টিকর্তার কাছে সর্বতোভাবে আপনার জন্য সেই প্রার্থনা করছি।

৫৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:১৯

জ্যাক স্মিথ বলেছেন: ঢাকায়ও আজ চকচকে রোদ উঠেছে, ঝলমলে রোদ্রে বিলিন হোক সব অন্ধকার।
আপনার এই কঠিন সময়ে আমরা আপনার সাথেই আছি, আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আমাদের বিশ্বাস।

৫৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৫

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপুনি।
তোমার পোস্ট তোমার মনের শক্তির পরিচায়ক। ইনশা আল্লাহ এই শক্তি জয় করে নেবে সকল বাঁধা বন্ধনকে। তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছো এই খবরটাও নিশ্চয়ই আমরা পাবো খুব শিঘ্রী তোমার কাছে থেকেই। আমাদের সব্বার ভালোবাসা আর শুভকামনা আছে তোমার জন্য।

৫৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:১৬

নতুন বলেছেন: "মানুষ", "সত্য", "সম্মান" এবং "ভালোবাসা" আমাদের সকলের জীবনে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক।

বর্তমানের চিকিতসা ব্যবস্থা অনেক উন্নত এবং বিশ্বের আধুনিক হাসপাতালগুলির চিকিতসা পদ্বতীর উপরে আমার আস্থা আছে।

তারা অতান্ত গুরত্বের নিয়ে, আন্তরিকতার সাথে আপনার চিকিতসার চেস্টা করে যাবে এই বিশ্বাস আছে।

আমার দুজন কলিগ ( একজন ব্ল্যাডক্যান্সার, অপর জন ল্যাং ক্যান্সার ) গত ২-৩ বছরের চিকিতসায় ক্যান্সার মুক্ত হয়ে এখন সুস্থ আছেন, আমাদের সাথেই কাজ করছেন।

ক্যান্সার চিকিতসার জন্য শারিরিক এবং মানুষিক ভাবে শক্ত থাকবেন।

আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন এই কামনা করি।

৫৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

জানা আপু, স্রষ্টার কাছে যেন খুব দ্রুত আপনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আপনি এমন একটি রোগে আক্রান্ত হয়েছেন যে রোগের নিরাময় নির্ভর করে একই সাথে ডাক্তারের চিকিৎসা ও রোগীর মানসিক শক্তির উপরে। সু-চিকিৎসা আপনি পাবেন সেই বিষয়ে দ্বিধা-দ্বন্দ্বের কোন অবকাশ নাই। আমাদের সকলের ভালোবাসা ও প্রার্থনায় আপনাকে প্রয়োজনীয় মানসিক শক্তি যোগাক মনে-প্রাণে সেই কামনা করছি।

৫৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪

মিরোরডডল বলেছেন:




প্রিয় জানাপু,
কখনও সেভাবে পরিচয় হয়ে উঠেনি কিন্তু ২০২০ থেকে যখন ব্লগে একটিভ হলাম, তখন থেকে এতো শুনেছি জানাপুর কথা যে আগ্রহ থেকে ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখেছি। আপুর ইন্টার্ভিউ দেখে, কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। গানও শুনেছি।
অনেকের বিভিন্ন পোষ্টের মাধ্যমে বাংলা ব্লগে আপুর ভুমিকার কথা, কঠিন পরিস্থিতিতে আপুর সাহসিকতার গল্প জেনেছি।
No wonder you are a true inspiration.

এভাবে কখন যেনো সেই অজানা মানুষটার প্রতি একটা শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার জন্ম নিয়েছে। তাই সেদিন জাদিদের পোষ্টে খবরটা শুনে ঠিক যতটা কষ্ট পেয়েছিলাম, এখন জানাপুর এই পোষ্ট পড়ে ঠিক ততটাই ভালো লাগছে।

Keep your spirits up, everything will be fine.
you're an absolute sweetheart, you can win.

প্রিয় আপুটার জন্য অন্তর থেকে অনেক অনেক প্রার্থনা এবং ভালোবাসা।


৬০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করুন এই কামনায় করি।

৬১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: হান আল্লাহ্ আপনার প্রতি সহায়ক হোন আমিন

৬২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:০৮

সেতু আমিন বলেছেন: আপনি দ্রুত সুস্থ্য হয়ে উঠুন এই কামনা করছি।

৬৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইলো আপনার জন্য । দ্রুত সুস্থ হয়ে উঠুন । পৃথিবীর সব মানুষ নীরোগ হোক ও সুস্থ থাকুক । সবাই সুখে থাকুক । পরম করুণাময় আমাদের ক্ষমা করুক ।

৬৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩৯

বৈশাখী ঝড় বলেছেন: আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি

৬৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩

জুন বলেছেন: প্রিয় জানা,
সব রকম অন্ধকার পেরিয়ে আপনি অবশ্যই আলোতে ফিরে আসবেন এই বিশ্বাস আমার আছে। আপনি অসম্ভব লড়াকু মনের একজন মানুষ যা আপনাকে দেখার পর আমি বুঝতে পেরেছি।
আপনার এই ব্লগ সৃষ্টির মাধ্যমেই আমি আমার প্রবল ভালোবাসার লেখালেখিতে যাই কিছু লিখি সেটা লিখতে পারার সৌভাগ্য অর্জন করেছি যা আমি আমার প্রথম বর্ষপূর্তি পোস্টে লিখেছিলাম। আ তার জন্য আপনার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আমি আপনার পুর্ন সুস্থতা কামনা করি। মহান আল্লাহ যেন আপনার উপর তার অশেষ রহমত বর্ষন করেন।

৬৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৩

আলামিন১০৪ বলেছেন: নিয়মিত নামাজ পড়ে দোয়া করেন, সুরা কাহফ (সুরা নং ১৮) শুক্রবার করে তিলওয়াত শুুনুন কিংবা পড়ুন (পারলে অর্থসহ)।

৬৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০

প্রামানিক বলেছেন: অনেক দোয়া ও শুভকামনা রইল। দ্রুত সুস্থ হয়ে উঠুন এই কামনা করি

৬৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

ইসিয়াক বলেছেন:



জীবন মানে নিরন্তর লড়াই, তা সে যে কোন ক্ষেত্রেই হোক।আপনার লড়াকু মনোভাব অবশ্যই সমস্ত রোগ ব্যধিকে জয় করবে। এটা আমার বিশ্বাস। আমরা সবাই আপনার পাশে আছি। সৃষ্টিকর্তার নিশ্চয় এত এত মানুষের চাওয়াকে নিরাশ করবেন না। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
আশা করি সব সমস্যা অচিরেই কেটে যাবে। আঁধারের ওপারে সূর্য হাসে। আলো আসবেই।
শুভকামনা সবসময়

৬৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

তেলাপোকা রোমেন বলেছেন: এই পৃথিবীর মরা ঘাসে তবু মুক্তির ফুল ফোটে। দ্রুত সুস্থ হয়ে উঠুন "জানা"

৭০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:০৯

সুনীল সমুদ্র বলেছেন: যেদিন থেকে সামহয়্যারইন ব্লগকে ভালবাসতে শুরু করেছি, সেদিন থেকেই 'জানা আর অ্যরিল্ড' নাম দুটোকেও অনুপম ভালোবাসায় হৃদয়ে ধারণ করেছি ... !

জেনেছি, বিশ্বব্যাপী প্রবল মায়ায় জড়িয়ে থাকা 'সামহ্যোয়ারইন ব্লগ' নামের এই বিশাল 'বাংলা কবিতার খাতা'র নেপথ্যে থাকা, অকুতোভয় অদম্য সাহসী এক অজানা নারী, 'জানা'র কথা।

'জানা', শুধু সামান্য কিছু জানার মতো মানুষ নয় ! বাংলা ভাষার প্রিয়তম ব্লগ 'সামহয়্যারইন' কে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে 'একের পর এক সামনে আসা চ্যালেঞ্জ মোকাবেলা করে' অনন্য উচ্চতায় টিকিয়ে রাখার জন্য .... এক জীবনে যা কিছু করা সম্ভব, তার সবটুকুই তন্ন তন্ন করে করেছেন 'জানা' ।

"সামহোয়্যারইন ব্লগ" নামের ইতিহাস হয়ে যাওয়া, যে প্রচন্ড ভালোলাগা এক 'বাংলা কবিতার খাতা' তিনি অন্তরের অসীম ভালোবাসা ঢেলে অন্তর্জালের উন্মুক্ত অববাহিকায় 'সবার লেখার জন্য' বিছিয়ে দিয়েছেন, তাতে যুগ যুগ ধরে লক্ষ-কোটি বাঙালির ভালোবাসাময় হৃদয় উজার করা প্রশংসা-দীপ্ত সব লেখা সংযুক্ত করা হলেও .... তার ঋণ বোধহয় কোনদিন শোধ করা যাবে না ... !

প্রতিকূল হাওয়ায়, অস্বস্তিকর দুঃসময়ে, অনেক অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে যিনি স্থির অবিচল দৃঢ়তায় এই বাংলা ব্লগটিকে এগিয়ে নিয়ে এসেছেন এতোদূর, শারীরিক অসুস্থতার সাম্প্রতিক চ্যালেঞ্জ তাকে কিছুতেই আজ মানসিক ভাবে দুর্বল করে দেবে না, এই বিশ্বাস আমাদের প্রবল !

ভালো থাকুন, জানা আপা।
ফিরে আসুন পরিপূর্ণ সুস্থতায় !
আমাদের অনিঃশেষ ভালোবাসা, হৃদয়ের প্রবল আকুতি মেশানো দোয়া,
আপনার সাথে সাথে আছে।

নিশ্চয়ই ভালো হয়ে যাবেন আপনি।
দেখা হবে আবার !
আনন্দে ... অশেষ ভালবাসাতেই !

৭১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৫:৫৭

ফারহানা শারমিন বলেছেন: আপনার মতো মানুষরা পৃথিবীতে আছে বলেই পৃথিবী সুন্দর এবং মায়াময়।আপনি প্রতিটা মূহুর্ত আমার দোয়ায় থাকেন। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্যে আপু।

৭২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: আল্লাহ তায়ালা আপনার নেক হায়াত বাড়িয়ে দিন। আমিন।

৭৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

হাসান মাহবুব বলেছেন: এই না হলে আমাদের জানা আপা! এই হাসিতে আস্বস্ত হয় পৃথিবী।

৭৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: শুভ কামনা নিরন্তর।

৭৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি আমাদের দু:সময়ে নুইয়ে না পড়ার অনুপ্রেরণা।কেমন করে খারাপ সময় অতিক্রম করতে তার জ্বলন্ত উদাহরণ আপনি।

৭৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৫২

অপু তানভীর বলেছেন: আরে, আপনার কাছে এই রোগ পাত্তাই পাবে না !

৭৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

অন্তরন্তর বলেছেন: দ্রুত সুস্থতার প্রার্থনা করছি। জানা আপনি অবশ্যই সুস্থ হবেন কারন প্রকৃত যোদ্ধারা কখনও পরাজিত হয়না। তাছাড়া আমি আপনার প্রিয় বাহন রিক্সা বুকিং দিয়ে রেখেছি আপনাকে নিয়ে আসার জন্য।

৭৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাকে আমরা গভীরভাবে ভালোবাসি। আপনার জন্য অনেক অনেক দোয়া করছি আপা।

৭৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনার অফুরন্ত প্রাণশক্তির স্রোতে ক্যান্সার নিশ্চয়ই ভেসে যাবে, রোগমুক্তির উচ্ছলতায় আপনার সজীবতার দ্যোতনা বিচ্ছুরিত হবে নিশ্চয়ই।

৮০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। মানসিকভাবে শক্তিশালী মানুষেরা এত সহজে হারে না, আপনি যেহেতু ভালো চিকিৎসা তত্ত্বাবধানে আছেন ও আপনি অন্যতম মানসিকভাবে শক্তিশালী মানুষদের একজন। আমরা সবাই আপনার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায়।

৮১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লহ ভরসা আপু। ইংশাআল্লহ সুস্থ হয়ে যাবেন

৮২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১০

আরাফআহনাফ বলেছেন: আপনি শিখিয়েছেন দু:সময়কে জয় করার দৃঢ়তা - প্রকৃত যোদ্ধারা কখনও পরাজিত হয়না।
জানা আপা, আপনার পাশে আছি।
আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি - মহান রাব্বুলআলামিন নিশ্চয়ই এক মংগলময় পথ দেখাবেন।
ভালো থাকুন আপনি।

৮৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক শুভ কামনা!

৮৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক সাহসী মানুষও নিজের অসুস্থতায় সাহস হারিয়ে ফেলে। অসুস্থতা তা বড় হোক আর ছোটই হোক জীবনেরই অংশ। আপনি স্বাভাবিক ভাবে নিতে পেরেছে সাহসের সাথে দেখে ভালো লাগলো। আমাদের সকলের ভালোবাসা আর শুভকামনা আছে আপনার সাথে। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।

৮৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৯

...নিপুণ কথন... বলেছেন: দ্রুত আরোগ্য লাভ করুন। শুভকামনা রইলো।

৮৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১২

শাওন আহমাদ বলেছেন: দুআ ও শুভকামনা রইলো।

৮৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা করবো জয়
আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন;

আহা বুকের গভীরে, আছে প্রত্যয়
আমরা করবো জয় নিশ্চয়ই!

অনেক অনেক শুভ কামনা....আর দোয়া।

৮৮| ০১ লা মার্চ, ২০২৪ রাত ১:১০

চারাগাছ বলেছেন: এইতো আপনি। এটাই আপনি।
শুভকামনা জানা আপা।

৮৯| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: দোয়া ও ভালবাসা থাকলো।

৯০| ১০ ই মে, ২০২৪ রাত ৮:২১

শফিক আফতাব বলেছেন: জানা আপা, আমার ''অনুপম অনুষঙ্গ'' নামে একটি আইডির পাসওয়াড ভুলে গেছি। আইডি টি খোলার ব্যবস্থা করে দিন

৯১| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩২

আমি সাজিদ বলেছেন: শুভকামনা। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.