নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছাত্র ও শিক্ষক রাজনীতির অবসান চাই

বুকের ভেতর বহুদূরের পথ.........

জানজাবিদ

[email protected] http://twitter.com/janjabid জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই জীবনকে গভীরভাবে দেখার করার চেষ্টা করছি। ৩০ বছর পার হওয়ার পর ইদানিং মনে হচ্ছে কিছু লিখি.....।

জানজাবিদ › বিস্তারিত পোস্টঃ

সেরা ১২ টি অ্যাকশন মুভি (আন আর্মড কমব্যাট)

১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:১৭

মনে আছে সেই শৈশবে যখন বিটিভি ছিলো একমাত্র বিনোদন, চাতক পাখির মত বসে থাকতাম শুক্রবারের বাংলা ছিঃনেমায় কখন মারামারি দেখাবে। আর বৃহস্পতিবার মুভি অফ দ্যা উইকে সামান্য ঢিশুম ঢিশুমের আভাস পেলেই বাবা-মা'র বকুনি অগ্রাহ্য করে রাত বারোটা পর্যন্ত জেগে কাটিয়ে দিতাম। তারপর রুবেলের "লড়াকু" যখন মুক্তি পেল সিনেমা হলে তখন বন্ধু মহলে কী উত্তেজনা!! একেই বলে অ্যাকশন!!! আমার মত যাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে তারা ভাল মনে করতে পারবেন।



যাহোক অ্যাকশন মুভির ভক্তদের জন্য ১২ টি মুভির একটা তালিকা দিচ্ছি। মুভিগলো কাহিনী বা অন্য অনেক দিক দিয়েই হয়ত সমালোচনার উর্ধ্বে নয় কিন্তু মারামারির দৃশ্যগুলো (আন আর্মড) অসাধারণ! যারা দেখেছেন তারা মন্তব্য করুন, আর যারা দেখেননি তারা ..................অবশ্যই দেখুন





১২. কোনান দ্যা বারবারিয়ান- ১৯৮২

অভিনয়ঃ আর্নল্ড শোয়ার্জনেগার



১১. ফিস্টস অফ ফিউরি- ১৯৭৩



১০. কিক বক্সার- ১৯৮৯

অভিনয়ঃ ভ্যান ডাম



৯. মরটাল কমব্যাট- ১৯৯৫



৮. এন্টার দ্যা ড্রাগন- ১৯৭৩

অভিনয়ঃ ব্রুস লি



৭. রকি- ১৯৭৬

অভিনয়ঃ সিলভেস্টার স্ট্যালন



৬. কারাটে কিড- ১৯৮৪



৫. বেস্ট অফ দ্যা বেস্ট- ১৯৮৯



৪. ব্রেভ হার্ট- ১৯৯৫

অভিনয়ঃ মেল গিবসন



৩. রকি ৪র্থ পর্ব- ১৯৮৫

অভিনয়ঃ সিলভেস্টার স্ট্যালন



২. ড্রাংকেন মাস্টার- ১৯৭৮



১. ব্লাড স্পোর্ট- ১৯৮৮

অভিনয়ঃ ভ্যান ডাম

মন্তব্য ২১ টি রেটিং +৪/-১

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:২১

অক্ষর বলেছেন: সব দেখি পুরান আমলের সিনেমা, নতুন আমলের কিছু দেন

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৭

জানজাবিদ বলেছেন: হুমমম। চাইছিলাম সবাই একটু আলোচনা টালোচনা করুক............।

২| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:২১

সুন্দর সমর বলেছেন: +++++++++++

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৮

জানজাবিদ বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:২৫

রেজওয়ান শুভ বলেছেন: গুরু আছেন নাকি !! আমার আর "আমার গুরু জানজাবিদ" লেখা হইলো না , তার আগেই আমারে মইনউউ বানাইয়া দিছে :(

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৮

জানজাবিদ বলেছেন: হায় হায়............:(

৪| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৬

দিবাচর বলেছেন: সেরা ১০টা (লেটেস্ট) থিরি থুক্কু শিক্ষামুলক ছবির লিস্টও দেন।

৫| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৯

অ রণ্য বলেছেন: আমি বরং ট্রান্সপোর্টার ২টার কথা বলতে পারি, যদিও এসব এখন আর টানেনা.................

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৯

জানজাবিদ বলেছেন: এখানে কিন্তু বন্দুক বা গোলাগুলি বাদ দেয়া হয়েছে....ছবি গুলা ভাল করে খেয়াল করেন।

৬| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:৪৪

বিডি আইডল বলেছেন: মার্শাল আর্ট আর একশ্যন কে এক করে ফেললেন...বেশীর ভাগ মার্শাল আর্ট ছবির কাহিনী এতই হাস্যকর রকম দুর্বল থাকে...

আমি অবশ্য মার্শাল আর্টের ছবির ভক্ত...

প্রিয় দুটি মুভি:

ফিয়ারলেস http://www.imdb.com/title/tt0446059/

কুং পো: http://www.imdb.com/title/tt0240468/

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০০

জানজাবিদ বলেছেন: আপনার মন্তব্যের পর টাইটেল খানিকটা চেন্জ করেছি।

৭| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫০

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: কারাটে কিড দেখেছি। এটার সিকুয়াল আসছে শীঘ্রই। অপেক্ষায় আছি। অ্যাকশন অত ভালো লাগে না। রিসেন্ট কিছু সাই ফাই এর লিষ্ট দিতে পারেন?

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০১

জানজাবিদ বলেছেন: সাই ফাই আবার আমার পছন্দ না। চুড়ান্ত রকম গাঁজাখুড়ি মনে হয়, পুরা পৃথিবীডারে একেবারে বৈষম্যহীন করে ফেলে এরা।

৮| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৩

তানভির আহমেদ বলেছেন: Matrix বাদ পরবে কেন

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০১

জানজাবিদ বলেছেন: গোলাগুলি।

৯| ১০ ই মার্চ, ২০০৯ রাত ৯:৫৪

মোহাম্মদ হোসেইন দৌলা রনী বলেছেন: জ্যাকি চ্যানের মুভি কই??? Drunken Master, Police Story, First Strike, Whom Am I, Rumble in The Bronx

তারপর Ong Bak, Tom Yum Goong, Bodyguard from Beijing

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০৩

জানজাবিদ বলেছেন: গোলাগুলি থাকলে বাদ। তবে জ্যাকি চ্যানের মুভিতে তো গোলাগুলি খুব একটা থাকেনা............যাই হোক যারা লিস্ট বানাইছে তারা কি চিন্তা করছে হেরাই জানে।

১০| ১১ ই মার্চ, ২০০৯ রাত ১:৪৯

ফিউশন ফাইভ বলেছেন: চৌ-ইয়ান-ফ্যাট আর মিশেল ইয়োর 'হিডেন ড্রাগন ক্রাউচিং টাইগার' যে তালিকায় নেই, সেটা কোনো তালিকাই নয়।
ক্যারাটে কিড একটা ফালতু ছবি। ব্রেভ হার্টকে অ্যাকশন ছবির কাতারে ফেলা উচিত হবে না।

১১ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০৪

জানজাবিদ বলেছেন: হ্যাঁ, 'ক্রাউচিং টাইগার' এর ব্যাপারে একমত। তবে চৌ-ইয়ান-ফ্যাট এর ছবিতে গোলাগুলি থাকে।

১১| ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৯:৩৭

মুভি পাগল বলেছেন: B:-) B:-) B:-) B:-)

০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

জানজাবিদ বলেছেন: কি ব্যাপার? কি হইলো? B:-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.