নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন অভিযাত্রা...

জন্মভূিম

কোন কিছুই নিপাট নয়

জন্মভূিম › বিস্তারিত পোস্টঃ

সান্দাকফু

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

হাঁটি আপন মনে একাকী। যেন পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। সে এক অদ্ভুত অনুভূতি। চারিদিকে অনন্ত নৈশব্দ। সেই নিরবতা ভাঙছে কেবল পায়ের নিচে শুকনো পাতার মড়মড় আ্ওয়াজ। এ যেন কোন বিজ্ঞান কল্পকাহিনীর চরিত্রে নিজেকে আবিস্কার। কোটি কোটি বছরের শিঙ্গালীলা বনে আমি পা ফেলেছি। চলেছি সান্দাকফু-ফালুটের পথে। গর্ভধারিণী উপন্যাসের সেই গ্রামের খোঁজে। প্রথম এসেছে, অথচ মনে হচ্ছে, কতদিনের চেনা পথে হাঁটছি আমি!

শিঙ্গালীলা ন্যাশনাল এন্ড রিজার্ভ ফরেস্ট হিমালয় ট্রেঞ্চের একটি বনাঞ্চল। এখানেই দেখা মেলে বিখ্যাত রেড পান্ডার। অবশ্য আরও কিছু বিলুপ্তপ্রায় ও দুর্লভ কিছু প্রাণী ও পশুর কথাও লেখা দেখেছি বোর্ডে। এখানকার আবহাওয়া এই ভালো এই খারাপ। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়াও এভারেস্ট, মাকালু, পান্ডিম, নরসিং, নুপৎসে, কোকতাং প্রভৃতি একের পর এক হিমালয়ের শ্বেতশৃঙ্গগুলি নজরে পড়ে। বিশ্বের সর্বোচ্চ ১০ গিরিশৃঙ্গের ৪টিই এখান থেকে দেখা যায় মৌসুমে।

সান্দাকফু নিয়ে যারা আগ্রহী, তারা বাড়তি তথ্য ও বিবরণের জন্য এখানে ক্লিক করতে পারেন।
view this link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৩

শিবলী মিঁয়াও বলেছেন: নকাড়া ছবি !

২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

রাজীব নুর বলেছেন: সান্দাকফু যাবো। আসলে যেতে তো ইচ্ছা করে।

৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: এমন মেঘ-পাহাড়ের দেশে গেলে কার না ভাল লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.