নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন অভিযাত্রা...

জন্মভূিম

কোন কিছুই নিপাট নয়

জন্মভূিম › বিস্তারিত পোস্টঃ

হিন্দু ধর্ম কতটা বোধগম্য ?

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৯

আপনি যদি কোন হিন্দুকে জিজ্ঞেস করেন কয়জন ভগবানে বিশ্বাস করেন? কেউ ১, কেউ ৫ কোটি কেউ ৩৩ কোটি দেব দেবীতে বিশ্বাসের কথা বলবে। বিভিন্ন দেব-দেবীতে বিশ্বাস রাখলেও বেশিরভাগ হিন্দুর ব্রহ্মায় বিশ্বাস প্রকট।

হিন্দু ধর্ম একটি ব্যবহারিক ধর্মচেতনা। একাধিক প্রথা, সংস্কার এতে সন্নিবেশিত। রিলিজিয়ন বা ধর্ম অপেক্ষা রিলিজিয়াস ট্রডিশন বা ধর্মসংস্কার হিসেবে এর ব্যবহার বেশি। এ ধর্ম সম্পর্কে জানতে এখনও বেগ পেতে হয় সাধারণ অন্বেষাদের। আরও সহজভাবে বললে, অল্প কথায় খুব সরলে ধর্মের কাঠামো কিংবা মোদ্দা বোঝা ভীষণ কঠিন হয়ে পড়েছে। এমনকি অনেক পণ্ডিত এবং গ্রন্থের দ্বারস্থ হয়েও সহজ কথা আর সহজে বোঝা যাচ্ছে না। তাই এই সম্পাদনা।

বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


হিন্দু ধর্মকে নিজের মন ও বিশ্বাস অনুসারের সাজানো যায়; ফলে, এই ধর্ম ৫ হাজার বছর টিকে আছে; এবং ভবিষ্যতে এই ধর্ম সবচেয়ে বেশী সময় টিকে থাকবে।

২| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৪

কানিজ রিনা বলেছেন: হিন্দু ধর্ম বিভিন্ন জাত পাতে বিশ্বাসী
নীচু জাতীরা পুজায় বিশ্বাসী। ওদের
সবচেয়ে উচু জাতী ব্রাম্মন এরা পূজা
আর্চায় বিশ্বাসী না। ব্রাম্মনরা চার খানা
বেদ পড়ে যে বেদ নীচু জাতীরা পড়তে
পারেনা। পড়লেও গোপনে। ব্রাম্মরা একেশ্বরে
বিশ্বাসী যা চার বেদে পঙ্খানুপঙ্খ উল্লেখ্য।
সবচেয়ে বড় কথা হিন্দুদের কোনও আসমানী
কিতাব নেই ধন্যবাদ।

৩| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


@কানিজ রিনা ,

আসমানী কিতাব না থাকায়, তারা একটু সুবিধাজনক অবস্হানে আছে।

৪| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: হিন্দু ধর্ম টাই সব চেয়ে এবশি শক্তিশালী।

৫| ০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৫

টারজান০০০০৭ বলেছেন: @ ক্স !

রাসূল (স) বলেছেন, অন্য সব মতের অনুসারীরা যতদিন তাদের ধর্মকে আকড়ে থাকবে, ততদিন পিছিয়ে থাকবে। তারা যখন ধর্মকে দূরে সরিয়ে রাখবে, তখন তারা সামনে এগুবে।

আর দ্বীনের অনুসারীরা যতদিন ধর্মকে আঁকড়ে ধরবে, ততদিন তারা বিশ্ব শাসন করবে, যখন তারা ধর্মকে ছেড়ে দেবে, তখন অন্যদের পদানত হবে।


ভাই , রেফারেন্স দিতে পারেন ?

৬| ০৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ব্রহ্মা, বিষ্ণু, শিব.....

৭| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

ক্স বলেছেন: কোরআন এবং হাদীসের বাণী রেফারেন্স ছাড়া দেয়া একদমই উচিত নয়। এতে বিভ্রান্তি তৈরি হয়। এই ব্যাপারটা আমি কমেন্ট করার পরপরেই উপলব্ধি করেছি, কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিলনা।

এই কথাটি আমি একটি ধর্মীয় আলোচনা সভায় শুনেছি। বক্তা তখন রেফারেন্স সহই আরবী হাদীস পড়ে তার অনুবাদ করেছিলেন। রেফারেন্স কি দিয়েছিলেন আমার কিছুতেই মনে পড়ছেনা।

যাই হোক, রেফারেন্স যেহেতু দিতে পারিনি, তাই লেখকের কাছে অনুরোধ থাকবে ৫ নং মন্তব্যটি মুছে দেবার। ভবিষ্যতে কুরআন হাদীসের বাণী উদ্ধৃত করার ব্যাপারে সতর্ক থাকব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.