| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেড়ে যাওয়া মানুষগুলো সবসময়ই খারাপ হয় এমন না।
কিছু মানুষ অবহেলা আর অপমান থেকে বাঁচার জন্যেও দুরে চলে যায়।
তাই সবসময় ছেড়ে যাওয়া মানুষকে দোষারোপ না করে নিজের ব্যর্থতাটা খুজে বের করুন
কেন সে আপনাকে ছেড়ে গেলো।
আমরা খুব সহজেই ছেড়ে যাওয়া মানুষটার উপর দোষ চাপিয়ে দিয়ে নিজে মানষিক শান্তি খুঁজি।
নিজের পিঠ নিজেই চাপরে দিয়ে বলি - তোর তো কোন দোষ নাই তুই তো ছেড়ে যাস নাই....
হমমমম ছেড়ে যাস নাই কিন্তুু অপরজনের ছেড়ে যাওয়ার রাস্তাটা তৈরী করেছিস এটাও নিজেকেই বলবেন।
প্রতিটা সম্পর্কের সেটা যেই সম্পর্কই হোক না কেন তার যত্ন করতে হয়।
কখনো রাগ, কখনো অভিমান, কখনো ভালোবাসা, কখনো বা বকা দিয়ে সম্পর্কগুলোকে তাজা করতে হয়।
ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো অনেক আস্থা আর বিশ্বাস রেখেছিলো আপনার উপর।
আপনার সাথে হাঁটতে চেয়েছিলো অনেকটা পথ।
আপনার প্রতিটি কথা জাদুমন্ত্রের মতো পালন করতে চাইতো।
নাহ... আপনি পারেননি ধরে রাখতে
নাহ... আপনি পারেননি ধরে রাখতে
২|
০৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৪
"আহসান" বলেছেন: ভাল লিখছেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৯
মোহাম্মদ রুহুল আমীন বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু ৷ চালিয়ে যান ৷