নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে...............

জানতেএলাম

সত্যের সন্ধানে...............

জানতেএলাম › বিস্তারিত পোস্টঃ

ব্লগার আলতামাশ কে উৎসর্গ করা এই কবিতা গুলি কেন উনি বার বার মুছে দিচ্ছেন???!!!

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

ব্লগার আলতামাশ কে উৎসর্গ করা এই কবিতা গুলি কেন উনি বার বার মুছে দিচ্ছেন???!!!



তাবলিগি ইস্তেমা ছিলো কি

নূর নবীজির যুগে?

করলাম একটা প্রশ্ন

তাবলিগিরা যাইবা নাকি রেগে?





দ্বীনি তা’লিম দিবেন

হক্কানি আলিম উলামা

কিন্তু দেখি মসজিদে

মূর্খ গাট্টি তাবলিগ জমা।



ফাযায়েলে আমল কিতাবে

আছে কি পূর্ণ ইসলাম?

গাট্টিরা এই কিতাব ছারা বুঝেনা

করে এর সুনাম।



ইলিয়াছি মতে ৪০ দিনে

হয় এক চিল্লা

মসজিদ নাপাক করে

মূর্খ তাবলিবরা মিল্ল্যা।



ডাক্তারি মতে…………।



সুস্থ সবল লোকের ১৫ দিনে ১ দিন

গোসল হয় ফরজ (সপ্নদোষ)

মূর্খ গাট্টি তাবলিগিরা

মসজিদ নাপাক করে রোজ।



গরম কালে তাবলিগিরা

ঘুমায় খালি গায়ে

চিল্লা শেষে পালায়

মসজিদ না ধুয়ে।



মসজিদ নাপাককারী

গাট্টি ছয় উছূলী

ইসলামের কি শিখাবে

এই মূর্খ গুলি।



যারা শিখেনি পাক-নাপাক

এর সহিহ বিধান

তারা কি করে শুদ্ধ করবে

মানুষের ঈমান।



চিল্লা না দিলে

শুদ্ধ হয় না ঈমান

এই কথা কই পাইলা

বলে যারে বেঈমান।



হাদীসে খুজে পেলাম আখেরী যুগে

আলিম সাজবে মূর্খরা

বানিয়ে বানিয়ে দিবে ফতুয়া

আমল সব মনগড়া।



এই হাদীসের পূর্ণ মিসদাক

গাট্টি তাবলিগ ওয়ালা

মুসলমানদের ঈমান নিয়ে

করিস না আর খেলা।



তোদের মুরুব্বিদের দোহাই

আর দিবি কতকাল

তোদের কালো দাঁত দিবো ভেঙ্গে

যত আছে তোদের ইবলিছি জাল।





ওহে গাট্টিওয়ালার দল

করবি কত ছল?

প্রতি বছর কেন করিস

তুরাগের পাড় দখল?

ওহে মূর্খ লোকের দল

কোথায় পেলি বল?

তুরাগ পাড়ের হট্টগোলই

হজ্জেরই বদল?

ওহে না’লায়েকের দল

কুফরীতে অতল

মাইক ব্যবহার নিষেধ আছে

দলীল কোথায় বল?

ওহে দেওবন্দের দল

শয়তানের শিকল

যতই করিস গাসত-মেহনত

হবি যে বিফল।

ওহে ইসলামেরই খল

ছাড়বি কত মল?

তোদের মলে দূষিত আজ

তুরাগ নদীর জল!

ওহে শয়তানী ছোবল

সঠিক পথে চল

সিসিটিভি জায়িয আছে

কোন কিতাবে বল?

ওহে ইলিয়াছের ফল

নেই কিরে আক্বল?

বৃথা তোদের সারা জীবন

বৃথা সব আমল।

ওহে গুমরাহীদের দল

কেমন তোদের ভোল?

বদ আক্বীদা না ছাড়লে

হবি না সফল।

ওহে চিল্লাওয়ালার দল

পড়িস ‘ফাজায়েলে আমল’

সারা বছর চষিস জমি

তবু শূন্য যে ফসল।

ওহে কোণাফাঁড়ার দল

খুঁজে নে আসল

নইলে তোদের শেষ ঠিকানা

দোযখেরই অনল।

ওহে ছয় উছূলের দল

মাথা এবার তোল

নাযাত পেতে ভেঙে ফেল

কুফরীর ঐ খোল।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

নিয়েল ( হিমু ) বলেছেন:
সুন্দর হৈছে প্রতি কবতা :-< :-< :-< :-< :-<

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: এ!

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

মুহাই বলেছেন: +++

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

লিউনেল মেসি বলেছেন: নবী (সাঃ) বা তার সাহাবীদের যুগে কি কেউ পালন করত ঈদে মিল্লাদুন নবী।

তোমরা তো ইসলাম নিয়া ব্যবসা কর।

সাহাবি (রাঃ) দের চেয়ে বেশি মুহাব্বত কর রসূল (সাঃ) কে তোমরা তাইনা?

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

জানতেএলাম বলেছেন: Click This Link

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

শূন্য পথিক বলেছেন: ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.