![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উলঙ্গ রাজনীতিবিদে ছেয়ে গেছে আমার দেশ । জনগণ পোশাক পরাতে চাইলেও তাদের উত্তর - না । সকলে মিলে জোর করে পরালেও নগ্নতার অসভ্য আদিম উল্লাসে পরক্ষণেই খুলে ফেলে নিজ নিজ পরিধেয় বস্ত্র ।
ঈদানিং তো আমাদের (জনগণ) ত্রাহী মধুসূদন অবস্হা ! উনারা (রাজনীতিবিদ) উল্টো আমাদের পোশাক খুলে ফেলতে চাচ্ছে ।
করুণ প্রেক্ষাপটে, হয় উলঙ্গ হতে হবে নয়তো উলঙ্গ বর্বরদের ঝেটিয়ে বিদায় করতে হবে ।
কোনটি করবেন ?
(রাজনীতিই মূল নিয়ন্তা তাই - সৎ,সাহসী ও প্রজ্ঞাবান রাজনীতিবিদদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা )
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৪
েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
Click This Link