![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বিকেলের একটু আগেই সন্ধ্যা নেমে এসেছিল
রিয়াজের চায়ের স্টলে,
আচ্ছন্ন ধোঁয়ার ভিতর কবিতাও ছিল;
একদিনের চাঁদের মত!
অতঃপর
সস্তা রাজনীতি এসে গলাধাক্কা দিয়ে তাড়িয়ে দিল ওকে!
কেউ বুঝতে চাইল না
সুবাসিত আতর;
১০৫ ডিগ্রী জ্বরে পুড়ে যাচ্ছে যে কবিতার গতর!!
©somewhere in net ltd.