![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছূই যেন ঘুরে ঘুরে আসা। ঘুরপাক@ সবখানেই।
পুড়ছে হয়তো সেই খড়ের ঘর
দূরের চোখগুলো হয়তো জ্বলছে দূর দহনে
আগুন শব্দের তীব্রতা দমবন্ধ সংঘাতময়
দূরের চোখে উড়ে আসা তীর্যক জ্বলন্ত রশ্মি.
ঐ দূরে আছে দেখি বাসনা, আহবানের ঢেউ
সাথে সবল হাত- পা নয়, সবল মনের আকুতির তীব্রতাও
সাড়া পাবার আকাঙ্খায় ঘুরে ঘুরে শব্দ সব
দূরের পাখির চোখের তারায় ছবি, রঙ্গিন আলো.
বলায়, কথায় হাজার ধারায় শব্দ ভাসে
রয়ে সয়ে বুকে চেপে দু'পাশে তারা-পূর্ব:পশ্চিম
তীব্রতায় জ্বলন্ত তবুও আগুনের আলোয় ভাসি, চাই
আর এপারে, জলন্ত ধারায় দহনে জ্বলি দূরে, চাইও.
১৬ ই জুন, ২০১৬ রাত ১২:৪১
জসিম বলেছেন: আগুন আদৌ নিভে যাবে কিনা, রবে গোপনে
শব্দের অবিন্যস্ততায় ধুকে বইবে ছন্দে চরণে
ভালো থাকুন.
শুভকামনা.
২| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
শায়মা বলেছেন: আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে!
কবিতাটা পড়ে সেই গানটাই মনে পড়লো ভাইয়া।
১৮ ই জুন, ২০১৬ রাত ৩:০৭
জসিম বলেছেন: হহাহা. ভালোই তো. আমার মাথায় সেই পরশমণি কেন যে আসেনি!
তাহলে হয়তো আগুনবোঝাই এতো শব্দ ঠেকানো যেতো
কৃতজ্ঞতা শায়মাপ্পি.
ভালো থাকো.
৩| ১৫ ই জুন, ২০১৬ রাত ৮:৩৫
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: আগুন শব্দের তীব্রতা দমবন্ধ : কেন হবে ? আলো বাতাস তো আছে ! বাতাস ছাড়া আগুন জ্বলে না।
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৩
জসিম বলেছেন: কোলাহল বেড়ে গিয়ে রদ্ধশ্বাস অন্ত:পুর
হয় সে দহনে জ্বলে বা নিভে হবে দূর
ও হ্যাঁ, বাতাস! সে তো অবশ্যই, তবুও
কখনো থাকার প্রাচুর্যের মাঝেও রয়ে যায় শূন্যতা
আপনাকে ধন্যবাদ.
ভালো থাকুন সৈয়দ আবুল ফারাহ.
৪| ১৬ ই জুন, ২০১৬ রাত ১:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: নামকরণটা চমৎকার । কবিতা ভাল লেগেছে ।
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:০৫
জসিম বলেছেন:
কেমন আছেন! আপনাকে দেখে ভালোই লাগলো. বিশেষ কারণ হলো- আপনার নামটা দেখেই উচ্চারণ করতে গেলে একটু সময় নিতে হয়. আপনি যখন বলেছেন তখন, নামকরণ স্বার্থক হয়েছে বলেই ধরে নিচ্ছি
অনেক ধন্যবাদ.
ভালো থাকুন কথাকথিকেথিকথন.
৫| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৩
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৮ ই জুন, ২০১৬ রাত ১০:২২
জসিম বলেছেন:
কৃতজ্ঞতা হামা ভাই.
ভালোবাসা সব সময়.
শুভকামনা.
৬| ২০ শে জুন, ২০১৬ রাত ৯:৩৪
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: প্রাচুর্যের অসুখ - বহু বন্ধুত্বে বন্ধুহীন - অনেক আলোয় অন্ধ
২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
জসিম বলেছেন:
এতোসব শূন্যতায় কবি হৃদয় আপ্লুত, আর
কবির উঠান ভরে উঠার অপেক্ষায় নতুন শব্দ
ভালো থাকুন সৈয়দ আবুল ফারাহ্ .
৭| ২৪ শে জুন, ২০১৬ রাত ৯:০০
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: কৃষকের উঠান ভরে উঠে ফসলে
মায়ের উঠান ভরে উঠে সন্তান সন্ততির কলকাকলীতে
কবির উঠান ভরে উঠে নতুন শব্দে।
২৭ শে জুন, ২০১৬ রাত ৯:২০
জসিম বলেছেন: ভরে উঠা কোনায় কোনায়
বর্ণ খুশি আলো ছড়ায়
৮| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৫
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো পড়তে।++
২৭ শে জুন, ২০১৬ রাত ৯:২১
জসিম বলেছেন:
কৃতজ্ঞতা নীলপরি.
ভালো লাগার জন্য ধন্যবাদ.
আপনার জন্য অনেক শুভকামনা.
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
বিজন রয় বলেছেন: সব আগুন নিভে যাক। সব আগুন দূরেই থাক।
+++