![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে পেইজবুক এর মাধ্যমে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হচ্ছে মুমিনরা আসুন জানি কিভাবে......
কোরআন সুন্নাহর আলোকে----------
কিছু মুমিন পুরুষ আছেন যারা তাদের পরিবারের নারী সদস্য, আত্বীয় স্বজন, পাড়া প্রতিবেশি অথবা কোন মডেল বা নায়িকার ছবি আপলোড না হয় পেইজবুকে বেশে আসা কোন নারীর ছবি শেয়ার করেই চলেছেন।
আপনি কি একবার ভেবে দেখেছেন এই ছবিটা কত মানুষ দেখছেন এবং তাদের চক্ষু দৃষ্টি দ্বারা বার বার দর্শন করছেন এবং অন্তরে কুমন্ত্রণার বীজ বুনছেন।
কিছু লাইক এবং ভাল মন্দ কমেন্ট বৈ অন্য কিছু পাচ্ছেন কি??????
আল্লাহ্ সোবাাহানাহু ওয়া তা'আলা পবিএ কোরানে আমাদের নবী মোহাম্মদ (সাঃ)কে উদ্দেশ্য করে বলেন----
মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিএতা রয়েছে নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। সূরা আন নূর - আয়াত - ৩০।
রাসুল (সাঃ) বলেছেন নারীরা হচ্ছে গুপ্ত জিনিস সুতরাং তারা যখন বাড়ী থেকে বের হয় শয়তান তাদেরকে পুরুষের দৃষ্টিতে রমনী করে দেখায়।
তিরমিযী ১১৩৭ হাদিস।
আমরা সবাই জানি একটা কথা তা হলোঃ- আপনি যদি কাউকে ভাল কোন পরামর্শ দেন আর সে যদি তা সম্পাদন করে আল্লাহ সোবাহানাহু ওয়া তা'আলা তাকে যতটুকু সাওয়াব দেবেন একই পরিমান সাওয়াব আপনার জন্যও বরাদ্দ হয়ে যাবে।
একইভাবে আপনাকে যদি কেউ কোন খারাপ কাজ সম্পাদনে সহযোগীতা করে তার ফলে আপনি যতটুকু পাপ অর্জন করবেন সমপরিমান পাপ তার জন্যও বরাদ্দ হয়ে যাবে।
আপনি নিজের দৃষ্টিতো নত রাখলেন না বরং আল্লাহ্ এবং রাসুলের কথা অমান্য করে সয়তানের কাজটাকে আরও সহজ করে দিচ্ছেন এবং অন্যকে জেনায় লিপ্ত করছেন।
এতে কি আপনি ক্ষতি গ্রস্ত নন???
একইভাবে আমি সেই সব নারীদেরকেও বলতে চাই।যারা তাদের সোন্দর্য্য প্রদর্শন করছেন------
আল্লাহ্ সোবাহানাহু ওয়া তা'আলা আমাদের নবী মোহাম্মদ (সাঃ) কে উদ্দেশ্য করে বলছেন মুমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জা স্থানের হেফাজত করে।
তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সোন্দর্য্য প্রদর্শন না করে।
তারা যেন তাদের স্বামী, পিতা,শশুর,পুএ,স্বামীর পুএ,ভ্রাতা,ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুএ,স্ত্রীলোক অধীকার ভুক্ত বাঁদী যোন কামনা মুক্ত পুরুষ বা বালক যারা গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো কাছে তাদের সোন্দর্য্য প্রকাশ না করে। সূরা আন নূর আয়াত - ৩১
আল্লাহ্ সোবাহানাহু ওয়া তা'আলা আরো বলেনঃ-
অতঃপর তোমারা গৃহাভ্যন্তরে অবস্থান করবে মূর্খতা যুগের নারীদের মত নিজেদের সোন্দর্য্য প্রদর্শন করোনা। সূরা আল আহযাব আয়াত - ৩৩।
রাসুল সাঃ বলেছেন ধ্বংস সেই সব নারীর যারা বস্র পড়েও বিবস্ত্র থাকে অপরকে নিজের দিকে আকৃষ্ট করে এবং অপরের দিকে আকৃষ্ট হয়। সহীহ মুসলিম।
আল্লাহ্ সোবাহানাহু ওয়া তা'আলা বলছেনঃ- আল্লাহ ও তার রাসুল কোন কাজের আদেশ করলে কোন মুমিন পুরুষ বা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ এবং রাসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথ ভ্রষ্টতায় পতিত হয়। সূরা আল আহযাব আয়াত ৩৬।
এতে কি আপনারা ক্ষতি গ্রস্ত নন???
প্রতিটি নারী তার পিতা মাতার নিকট রাজ কন্যা এবং হিরা মুক্তার মত দামী।
ঠিক একইভাবে বলেছিলেন শায়খ আব্দুর রাজ্জাক বীন ইউচুফ সাহেব নারীরা হচ্ছে ঝিনুকে লুকিয়ে থাকা মুক্তা। সুতরাং তাদেরকে মুক্তার মতই লুকিয়ে রাখা উচিৎ।
রাসুল (সাঃ) বলেছেন সারা বিশ্বের মহিলাদের থেকে চার জন মহিলার ফজিলত সম্পর্কে তোমরা অবগত হওয়া যথেষ্ট তারা হলোঃ- তারা হচ্ছেন ইমরানের মেয়ে মারিয়াম,খুওয়াইলেদের মেয়ে খাদীজা,মোহাম্মদ সাঃ এর মেয়ে ফাতেমা ও ফেরাউন এর স্ত্রী আছিয়া। তিরমিযী- ৩৮৭৮'মিসকাত-৫৯৩০।
তাই সকল নারীদের অনুরোধ করে বলছি নিজেদেরকে লাইক কমেন্ট আর শেয়ার এর দরে সস্তা পন্য বানাবেন না। মুক্তা ভেবে নিজেকে সংরক্ষিত স্থানে রাখুন।
আমি সেই সব ভাইদেরকেও বলছি নিজেদের ফেমাস করার জন্য লাইক কমেন্ট আর শেয়ার এর মূল্যে নারীদের বিক্রি করবেন না।
আমি এগুলো নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে বলিনি।
তারপরও যদি কেউ লিখা গুলো পড়ে সামান্যতম কষ্ট অনুভব করে থাকেন অনুগ্রহ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুল ত্রুটি হলে ধরিয়ে দিয়ে সংশোধন করে নেওয়ার সুযোগ দিবেন।
আল্লাহ সোবাহানাহু ওয়া তা'আলা যেন আমাদেরকে সকল ক্ষেএে কোরান সুন্নাহ অনুযায়ী চলার তাওফিক দান করেন।
আমিন।
©somewhere in net ltd.