![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর শক্তিশালী সামরিক বাহিনী গুলোর এ বছরের তালিকা প্রকাশ করা হয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স নামে পরিচিত ওই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে আমেরিকা। এরপর রাশিয়া, চীন ও ভারত যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৫৭তম।
আমি আমেরিকার একটি ইংরেজি দৈনিকে এই রিপোর্ট'টা পড়ছিলাম। ওই পত্রিকার কমেন্ট সেকশনে একজন আমেরিকান লিখেছে
-আমাদের ধারে কাছেও কেউ নেই।
আরেকজন লিখেছে
-আমাদের যেই পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে, আমরা যে কোন মুহূর্তে যে কোন দেশ দখল করারে ক্ষমতা রাখি।
আমি ওই রিপোর্ট পড়ছিলাম আর ভাবছিলাম, সভ্য এই পৃথিবীতে মানুষ মারার জন্য ফায়ার পাওয়ারের তালিকা পর্যন্ত করা হয়! আপনাদের জানা আছে কিনা জানি না, বর্তমান পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় ১৩ ভাগ মানুষ রাতের বেলায় ঘুমাতে যায় ক্ষুধা পেটে নিয়ে! এক হিসেব বলছে, এই পৃথিবীতে প্রতি ৯ জনের একজন ক্ষুধা নিয়ে ঘুমাতে যায়।
মৌলিক চাহিদা বলতে আমরা যা বুঝাই, ১৯৪৮ সালে জাতিসংঘ যখন এই মৌলিক চাহিদা গুলো নির্ধারণ করে দিলো (অর্থাৎ খাদ্য, বস্ত্র ইত্যাদি) এর ৭০ বছর পরও এই পৃথিবীর মোট জনসংখ্যার ৩০ ভাগেরও উপর মানুষ এই মৌলিক চাহিদা গুলো থেকে বঞ্চিত।
আর সভ্য পৃথিবীর সভ্য দেশ গুলো কিনা কিভাবে মানুষ মারা যায়, তাদের কতো গুলো যুদ্ধ বিমান আছে, কতো অস্ত্র এবং গোলাবারুদ আছে; তার তালিকা করে বেড়াচ্ছে। আর এইসব দেশের শিক্ষিত এবং সভ্য মানুষ গুলো পত্রিকা পড়ছে আর নিজদের দেশের মানুষ মারার ক্ষমতা দেখে আনন্দিত হচ্ছে!
সিরিয়াতে এই মুহূর্তে প্রতি দিন কতো শত নিরপরাধ শিশু মারা যাচ্ছে তার কোন হিসেবে নেই। আমেরিকা এবং রাশিয়া নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য সিরিয়া নামক দেশটিকে বেছে নিয়েছে।
আপনাদের জানিয়ে রাখি গ্লোবাল ফায়ার পাওয়ার নামের ওই তালিকা করার সময় আমেরিকা এবং রাশিয়া মিলে সিরিয়াতে যেই বিমান গুলো ব্যাবহার করছে, যেই বোমা গুলো ব্যাবহার করছে সে গুলোকে বিশেষ ভাবে হিসেবে ধরা হয়েছে।
কি অবাক করা এক পৃথিবীতে আমরা বাস করি- সভ্য বলে আমরা যাদের বলে বেড়াই- তারা নিজদের ক্ষমতা দেখানোর জন্য একটা দেশকে খেলার ময়দান বানিয়ে ইচ্ছে মতো খেলছে আর মানুষ মারছে; আর মানুষ মারার তালিকায় প্রথম-দ্বিতীয় স্থান অধিকার করে নিচ্ছে; এরপরও আমরা এদেরই সব চাইতে সভ্য দেশ বলে বেড়াচ্ছি।
প্রতি ৯ জনে ১ জন মানুষ ক্ষুধা পেটে নিয়ে ঘুমাতে যাচ্ছে এই পৃথিবীতে; আর এরা কিনা মানুষ মারার ক্ষমতা কার কেমন সেই তালিকা করে বেড়াচ্ছে! অথচ পৃথিবী নামক এই গ্রহের সমুদয় মানবাধিকারের কথা এরাই বেলে বেড়ায়
সভ্যতা, তুমি বড় বেশি'ই অসভ্য!
©somewhere in net ltd.