নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জায়েদ ০

রঙ্গিন দিনের স্বপ্নবাজ

জায়েদ ০ › বিস্তারিত পোস্টঃ

সাভারে দেখা মিলছে দেশ প্রেমিকদের

২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪



আমরা বাঙ্গালীরা আমাদের এই দেশকে খুব ভালবাশি। এই ভালবাসার মাত্রা আমরা প্রকাশ করতে পারিনা। আসলেই কি তাই? দেশের সঙ্কটে এগিয়ে আশার মাদ্ধমে কিন্তু আমরা আমাদের দেশপ্রেম প্রকাশ করতে পারি। সম্প্রতি সাভার ট্রাজেডি তে আমরা দেশপ্রেমিকদের সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। যার যা সামর্থ্য তাই নিয়ে তারা সেখানে উপস্থিত এবং সক্রিয়। বিভিন্ন মিডিয়ায় দেখতে পেলাম ২ জন যুবক ফ্রি ফোন সার্ভিস দিচ্ছে। ফেসবুকে দেখলাম এক বৃদ্ধ ১ টা পানির বোতল, ২ প্যাকেট বিস্কুট হাতে নিয়ে উপস্থিত। এর বেশি তার সামর্থ্য নেই। এছারাও অসংখ্য সাধারন জনগণ সক্রিয় ভাবে সহযোগিতা করে চলেছেন। এরাই দেশ প্রেমিক। এদের জানাই সালাম । এই দেশপ্রেমিকরা কখনও দাবি করে না তারা দেশ প্রেমিক ।এদের দেখে আমাদের রাজনীতিবিদরা গরব বোধ করেন কিনা জানিনা, তবে আমার মত সাধারন নাগরিকরা গর্বিত হন, আপ্লুত হন সন্দেহ নেই।



অনেক রাজনীতিবিদই সাভারে গিয়েছেন, তারা সত্যিই দুঃখিত হয়ে সেখানে গিয়েছেন, নাকি রাজনিতির ধারাবাহিকতা বজায় রাখতে সেখানে গিয়েছেন তা জনগণ বুঝে। সরকার দলের সকল কাজেই সবার সমালোচনা থাকে। সরকার কি করছে, আর কি করছেনা তা জনগণ দেখছে। প্রশ্ন হল বিরোধী দল গুলু কি করছে। বিএনপি নেতা মউদুদ বলেছেন, যদি এই সরকার ক্ষতিগ্রস্ত দের ১০-২০ লাখ টাকা না দেয়, তবে তারা ক্ষমতায় গেলে তা দিবে। কিন্তু যদি ক্ষমতায় না যায় তাহলে কি তাদের কিছু করার নেই! জনগণকে আর কত আপনারা ভুলিয়ে রাখবেন। ক্ষমতায় যেতে হলে আগে জনগনের জন্য কিছু করেন। ক্ষমতায় গেলে করব, এই নিতি বাদ দিয়ে কিছু করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করুন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.