![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পরিনা, মাঝে মাঝে ১-২ ওয়াক্ত পরি। তাই বলে কি আমি নাস্তিক? আমি হেফাজতে ইসলামের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করি না , তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করি না, তাই বলে আমার ইমান নেই? যেহেতু আমি ১-২ ওয়াক্ত নামাজ পরি, তার মানে আমি আল্লাহতে বিশ্বাস করি, আর যে আল্লাহতে বিশ্বাস করে সে অবশ্যই মুসলমান। আমি বিপদে তাঁরই কাছে সাহায্য চাই, তাকেই ডাকি। তাহলে আমি মুসলমান। আমি রমজান মাসে ৩০ টা রোজা রাখি, আল্লাহ আমাকে সেই তউফিক দেন। তাহলে আমি নাস্তিক নই, মুসলমান।
সম্প্রতি হেফাজতে ইসলাম ধর্ম রক্ষার নামে মাঠে নেমেছে। যদি তারা শান্তিপূর্ণ ভাবে তাদের কর্মসূচী পালন করত তাহলে হয়ত তাদের সমর্থন করতাম। অনেকে বলেন ইসলামে ধর্ম প্রতিষ্ঠায় জিহাদের কথা বলা হয়েছে। নবী সাঃ যুদ্ধ করেছেন। নবিজী কি জনাকীর্ণ জায়গায়, সাধারন মানুষের ক্ষতি করে, দোকানপাটে আগুন লাগিয়ে যুদ্ধ করেছেন? না তিনি যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে, যেখানে সাধারন মানুষের কোন ক্ষতি হয় নি। হেফাজতে ইসলাম কার বিরুদ্ধে যুদ্ধ করছে? নাস্তিক ব্লগেরদের বিরুদ্ধে, না সরকারের বিরুদ্ধে? তাদের অবস্থান জনগনের কাছে পরিষ্কার । যারা সাধারন মানুষের ক্ষতি করে ইসলাম তাদের ধর্ম টিকিয়ে রাখার দায়িত্ব দেয় নাই।
আমার যেটুকু সামান্য ইসলামি জ্ঞান রয়েছে, তাতে তাদের প্রতি আমার সমর্থন মন থেকে আসে না। তাই বলে কি আমার মুসলমানিত্ত থাকবে না? আমি কালেমা পরে আল্লাহ ও তার রাসুলকে আমার রব ও নবী বলে মেনে নিয়েছি। ইসলামকে আমার ধর্ম বলে মেনে নিয়েছি। হয়ত তা পুরুপুরি পালন করতে পারি না, তাই বলে কি আমি অমুসলিম হয়ে গেছি। ইসলাম, আমার নবী, আমার আল্লাহকে কেউ কটূক্তি করে কিছু বললে আমার গায়ে লাগে। মন থেকে তাকে ঘৃণা করি। তার প্রতিবাদ করি। তাহলে আমি মুসলমান।
ভুল কিছু বলে থাকলে আল্লাহ মাফ করুন
©somewhere in net ltd.