নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জায়েদ ০

রঙ্গিন দিনের স্বপ্নবাজ

জায়েদ ০ › বিস্তারিত পোস্টঃ

সরকারী পাঠ্য বই এবং স্ববিরোধীতা

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

প্রায় সময় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রীকে বলতে শুনি , কোমল মতি শিশুদের উপর যেন বইয়ের বোঝা চাপিয়ে দেয়া না হয়। খুবি যুক্তিসঙ্গত কথা। কিন্তু দেখে অবাক হই, যখন দেখি ষষ্ঠ শ্রেণিতে ১২ টা বই পাঠ্য। হা বইগুলি অধিকাংশই চিকন। কিন্তু তাদের ১২ বিষয়ের উপর প্রস্তুতি নিতে হয়, ১২ টা বইয়ের পরা পরতে হয়, পরিক্ষা দিতে হয়। বিষয়টা কি স্ববিরোধী নয়?

অনেকে বলতে পারেন, অল্প অল্প পড়া। ঠিক, কিন্তু কোমল মতি শিশুদের কাছে অল্প পড়ার চেয়ে ১২ টা বই এই হিসেবটা অনেক বেশি। বইগুলি যে অপ্রয়োজনীয় তা বলছি না। তবে ষষ্ঠ বা সপ্তম শ্রেণিতে সবগুলি বই প্রয়োজনীয় নয়। চারুকারু বা তথ্যপ্রযুক্তি এই বিষয়গুলি পরানোর মত পর্যাপ্ত শিক্ষক এখনো সহজলভ্য নয়। আর গ্রাম এলাকার স্কুলগুলিতে অবস্থা আরও করুন। এই বিষয়ের ক্লাস বা পরিক্ষাই নেয়া হয় না।

এছাড়া, এতগুলি বিষয়ের ক্লাস রুটিন তৈরি করা, বা পরীক্ষার পর খাতা দেখাও শিক্ষকদের জন্য অতিরিক্ত চাপ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:২২

জায়েদ ০ বলেছেন: কিছু বুজলাম না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.