নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জায়েদ ০

রঙ্গিন দিনের স্বপ্নবাজ

জায়েদ ০ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ vs ভারত

১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

আমাদের দেশে প্রায় সব ক্রিকেট ভক্ত বাংলাদেশের পর আর ১ টা দল সমর্থন করে। আমারও প্রিয় দল ২ টা। বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কিন্তু এখন থেকে ২০ বছর আগে, যখন ক্রিকেট বুঝতে ও দেখতে শুরু করলাম তখন ২য় দল ছিল ভারত।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা থাকার কারণে এবং বিখ্যাত খেলোয়াড় থাকার কারণে ভারতীয় ক্রিকেট দলের প্রতি বেশ ভালই সমর্থন ছিল। এবং পাকিস্তনের প্রতি ছিল তিব্র ঘৃণা, যা এখনো আছে।

কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন অল্প অল্প দেশ বিদেশের খবর রাখতে শুরু করলাম, এবং বিভিন্ন বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক বিষয়ে ভারতের আধিপত্য, এবং সিমান্ত হত্যাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অসহায়ত্ব লক্ষ্য করলাম, তখন থেকে ভারতের প্রতিও এক ঘৃণার জন্ম হল। এর প্রভাব ভারতীয় ক্রিকেট দলের প্রতিও পড়ল। এছাড়া যখন দেখলাম আমার কিছু পরিচিত শুধু ধর্মের মিল থাকার কারণে - বাংলাদেশ vs ভারত খেলায় ভারত সমর্থন করে তখন ঘৃণা চরমে উঠল। তাই গত ৫/৭ বছর ধরে আমার ২য় দল শ্রীলঙ্কা।

তাই বাংলাদেশ যদি ভারতের সাথে সিরিজ টা জিততে পারে, পাকিস্তানের সাথে জয়ে যতটা খুশি হইছি , তারচেয়ে কোন অংশে কম খুশি হব না। হয়তো একটু বেশি হব, কারন ভারতের দলটা পাকিস্তানের চেয়ে শক্তিশালী।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

আব্দুল জাব্বার বলেছেন: কম কিসে

২| ১৮ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১০

জায়েদ ০ বলেছেন: বুঝলাম না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.