![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ৬ বছর ধরে নতুন নীতি অনুযায়ী পরিক্ষাগুলী অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জাতি এর কিছু কুফল দেখেছে। যেমন, প্রশ্নপত্র ফাস, বিপুল পরিমানে মেধাহিন এ+ ইত্যাদি। এছাড়াও ভয়ঙ্কর যে বিষয় গুলী আছে তা হল, এই কোমলমতি শিক্ষা্রথিরা শিশু বয়সেই অনইতিকতা শিক্ষা লা্ভ করছে। এই অনইতিকতা্র কিছু পরযায় রয়েছে। প্রশ্নপত্র ফাস ছাড়াও পরিক্ষা্র হলে শিক্ষকগন উত্তর বলে দেন, প্রয়োজনে খাতায় লিখেও দেন। PSC , JSC একই অবস্থা। যখন PSC র ছাত্র দেখতেছে হলে শিক্ষক উত্তর বলে দেন, এবং তা্রা পা্স করে উত্তীর্ণ হয়, তা্রা পরবর্তীতে আর পড়ালেখায় আগ্রহি থাকে না। যা ফলে দেখা যায় ৮ম শ্রেণী পা্স করা , এ+ পাওয়া ছাত্রের মা্ন থাকে নিম্ন। এছাড়াও শিশু বয়সেই তাদের উপর পড়ার , পরিক্ষা পা্স করার চাপ থাকে। যা তাদের মা্নসিকতা বিকাশের পথে অন্তরায়।
আমা্র মুল বিষয় হল এই সারটিফিকেট ২ টা তাদের কোন চাকরিতে কাজে লাগবে? ৮ম শ্রেণী পা্স করে কোন চাকরি বাংলাদেশে আছে কিনা আমা্র জানা নেই। যেই চাকরি গুলিতে বিএ বা এম এ পা্স চাওয়া হবে, অইখানে এই ২ টা সারটিফিকেট দেখা্র প্রয়োজন হবে বলে মনে করি না। বা চাকরি দাতাদের অই পরিমান সময় নাই যে তারা এত গুলী সনদ পর্যবেক্ষণ করবে। বেসরকা্রি চাকরিদাতাগন এখন আর সনদ দেখতে চায় না। শুধু CV চায়।
এছাড়াও এই পরিক্ষাগুলির কা্রনে দীর্ঘ ১ মাস বিদ্যালয়ের শিক্ষা কা্রযক্রম ব্যাহত হয়, যা ষষ্ঠ, ৭ম, ৯ম শ্রেণীর শিক্ষারথিদের জন্য ক্ষতির কা্রন।
বিঃ দ্রঃ কি বোর্ডে সমস্যা থাকা্র কা্রনে কিছু বানা্ন ভুল হয়েছে।
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
জায়েদ ০ বলেছেন: সকালে স্কুলে যাওয়ার পথে আজকের পরিক্ষা্র কিছু আইটেম ফাস হয়েছে শুনছিলাম। কেন্দ্রে গিয়ে দেখি সব কমন।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৩
ঢাকাবাসী বলেছেন: পৃথিবীতে সবচাইতে নিকৃস্ট শিক্ষাব্যাবস্হা বাংলাদেশে। শিক্ষা নিয়ে এত গবেষনা পরিবর্তন রাজনীতি দুর্ণীতি ঘুষের কারবার দুনিয়ার কোথাও হয়না।