![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপেক্ষাদের ধুসর রঙের সাঁঝে চোখের পাতায় বর্ষা বাদলধারা
কালের কোনও রোজনামচাও নেই একঘেয়ে গান ,একই কথার মালা
তিল থেকে তাল,তিল থেকে তন্ডুলে-তোমার ঠোটে কলঙ্কদাগ ,তিল
গান কবিতায় নৃত্য গীতের দোলে,তোমার সঙ্গে সবার কোথায় মিল
আমার কোনও প্রেমিক নেই শুধু ঝাউএর বনে শিস বাজালো কারা
আমার কোনও বন্ধু নেই জানো,একলা মনে কে যেন দেয় সাড়া
আমার কোনও স্বপ্ন নেই তবু স্থবির হওয়ার অপেক্ষাটা বাকি
আমার কোনও কাব্য নেই মন,তোমায় কিছু পত্র লেখা ছাড়া
তেমন কোনও হিসাব নেই তবু সাধ্য সীমা ফুরিয়ে পথে হাঁটা
ভিক্ষাপাত্র লজ্জা ঝেরে মেলে অন্ধকারে মাঠের চোরাকাঁটা
পায়ে পায়ে এগিয়ে যাবার পরে আকাশবাণী জাগায় মরিচিকা
ওষ্ঠাধারে আগুন জ্বালাও প্রিয়,তবুও মন প্রোষিতভর্তৃকা
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ আপনাকে --নামটা অব্যক্ত রাখা ছাড়া গতি নেই
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫
পুংটা বলেছেন: বাংলা ভাষায় 'প্রোষিতভতৃকা' শব্দটি চালু থাকলেও 'প্রোষিতপত্নীক' শব্দটি চালু নেই। শুদ্ধ হবার পরও শব্দটি কেন চালু নেই, এটা নিয়ে গবেষণাও হতে পারে। জ্যোতিভূষণ চাকী অবশ্য শব্দটি ব্যবহার করেন। তিনি তার একটি বইতে শব্দটি নিয়ে আলোচনাও করেছেন।
সংস্কৃতে প্রোষিত মানে প্রবাসী, বিদেশগত। প্রোষিতের স্ত্রীলিঙ্গ প্রোষিতা মানে প্রবাসিনী, বিদেশগতা, (মিলনের সমারোহে প্রোষিতার জীর্ণ বস্ত্র প্রায় - সুধীন্দ্রনাথ দত্ত)।
প্রোষিত বিশেষণ। প্রোষিতভর্তৃকা বিশেষ্য। এটার অর্থ যে স্ত্রীর স্বামী প্রবাসে বা বিদেশে আছে। শব্দটিকে একটু চেষ্টা করলেই বাংলা ভাষায় দাঁড় করানো যেতে পারে। কারণ এখন বাংলাদেশে এমন অনেক স্বামী পাওয়া যাবে, যাদের স্ত্রীরা বিদেশে থাকেন।
প্রোষিতভর্তৃকা শব্দটির সাথে বাংলাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা কমবেশি পরিচিত থাকে। কারণ বাংলা ব্যাকরণ বইগুলোতে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন অধ্যায়ে প্রোষিতভর্তৃকা একটি প্রচল শব্দ।
কিন্তু প্রোষিতপত্নীক শব্দটি বেশ অপ্রচলিত। যে স্বামীর স্ত্রী বিদেশে থাকেন, তিনিই প্রোষিতাপত্নীক।
প্রোষিতপত্নীকের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে প্রোষিতভার্য (কিন্তু মাওলানা প্রোষিতভার্য! পেট খানিকটা ভরে যাওয়ায় তার বিরহযন্ত্রণাটা যেন মাথা খাড়া হয়ে দাঁড়াল - দেশে বিদেশে, সৈয়দ মুজতবা আলী)।
-সাইমুম
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: এটা নিয়ে যদি কোনও আন্দোলন হয় আমি নিশ্চিত আপনার পাশে আছি হে পুংটা! অনেক ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগা রইলো।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০
রাতুল_শাহ বলেছেন: +++
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২১
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল শাহ দাদা!
৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় অনেক ভালোলাগা.................
১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ আপনাকে পাঠ ও মন্তব্যের জন্য
৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
শ্রাবণ জল বলেছেন: কবিতা ভাল লাগল।
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণজল!
৭| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬
অদৃশ্য বলেছেন:
জয়তি দি
লিখাটি চমৎকার...... খুবই ভালো লেগেছে আমার... যাকে বলে স্পর্শ করে গেলো...
আমি বিশ্লেষক নই... কবিতায় আমি সুর খুঁজি... তার উচ্চারিত শব্দগুলোকে অনুভব করবার চেষ্টা করি... অতঃপর দৃশ্য তৈরী করবার চেষ্টা করি...
অনেকদিন বাদে এরকম একটি লিখা পেয়ে খুশি হলাম....
শুভকামনা...
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: অদৃশ্য,রবিঠাকুরকে দাদা বা দাদু কিছুই বলি না কারণ তার লেখা ও লেখক পরিচয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ! তাই সম্বোধনে গেলাম না।
অনেক ধন্যবাদ আপনাকে!
৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
অদৃশ্য বলেছেন:
হুমমম... বুঝতে পেরেছি...
সেই ভালো... সম্বোধনে আমিও আর যাচ্ছিনা...
শুভকামনা...
১৪ ই মে, ২০১৩ রাত ৮:০৯
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন:
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
খায়রুল আহসান বলেছেন: তবুও মন প্রোষিতভর্তৃকা - অসাধারণ একটি অভিব্যক্তি!
কবিতা ভাল লেগেছে। + +
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪
ৎঁৎঁৎঁ বলেছেন: ওষ্ঠাধারে আগুন জ্বালাও প্রিয়,তবুও মন প্রোষিতভর্তৃকা
ভালো লাগা রইলো।