নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিজাবি

ডন ৩৮৬

সবার মন ভালো থাকুক।

ডন ৩৮৬ › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া যেতে চাচ্ছি হেল্প চাই....

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:০৫



আমি শুনছি ইন্ডিয়াতে নাকি থ্রিপিছ, শাড়ি.... তুলনা মুলক সস্তা।দুই - একটা মার্কেট এর এড্রেস লোকেশন এবং যাওয়ার উপায় বলে দিলে ভালো হয়। আমার একটু ঘুরার ও ইচ্ছা আছে। কেউ যদি একটু হেল্প করতেন। টাকা পয়সা কেমন লাগবে। সস্তার মধ্যে কি ভাবে যাওয়া আসা করা যায়? এই ব্লগে ইন্ডিয়ার কেউ থাকলে মেইল এড্রেস দিলে খুশি হব।



আমি যেকোন সমস্যায় পরলে somewhereinblog এর সরনাপন্য হই। উপকার ও পাই। আশা করি সবাই হেল্প করবেন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

নাজ_সাদাত বলেছেন: বাংলাদেশের তুলনায় সস্তা কিনা বলতে পারি না। কলকাতার বড়বাজার হল বিভিন্ন দ্রব্যের পাইকারি বাজার। সেখানে আপনি সস্তায় শাড়ি কিনতে পারেন। তবে কমকরে ৫টা কিনতে হবে। ১টা কিনতে হলে সস্তায় পাবেন না। এ ছাড়া নদিয়া জেলায় তাঁতের শাড়ি সস্তায় পাবেন। দক্ষিণ ভারতে বিশেষ কিছু শাড়ি সস্তায় মেলে।

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

মাক্স বলেছেন: এই ব্লগে ইন্ডিয়ান একজন আছে নাম, তুষার আহসান!

৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৩

নৈঋত বলেছেন: গতবার গিয়া ধরা খাইয়া আইছি /:)
বড় বাজারের লোকজন যদি একবার বুঝে আপনি ইন্ডিয়ান না তাইলেই হইছে X( গলা কাটা শুরু হয়ে যাবে /:) আমরা লাড্ডু গোপাল মিয়ার (ওই মার্কেটের ফেমাস) দোকান থেকে কাপড় নিয়েছিলাম ব্যাটা এমনভাবে কথা বলছিল এর চেয়ে কম দাম পুরা ভারতবর্ষে নেই। শপিং এর শেষেরদিকে যখন একটা শাড়ি পছন্দ করলাম। আম্মু কিছুতেই নিতে চাচ্ছিলো না আমি ঘ্যান ঘ্যান করতেছিলাম ব্যাটা ১০০০০ এর শাড়ি ২৫০০ এ নিয়ে আসছিলো। পরে দেশে ফিরে বুঝেছিলাম কি বাঁশটাই না খাইছি /:) । এর চেয়ে ভালো বিগ বাজার যান কালাযোন এ জান ফিক্সড প্রাইসের দোকাঙ্গুলোতে ঠকবেন না।আমরা নিউ মার্কেট আর রাশবিহারি অ্যাভ থেকে যেই কাপড়্গুলা এনেছিলাম ওগুলো ভাল ছিলো।
হ্যাপি জার্নি :) যদি সময় থাকে তাহলে বাস এ যেতে পারেন। আশেপাশের রাস্তাগুলো দেখে ভাল্লাগবে, খরচও বাচবে

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

ডন ৩৮৬ বলেছেন: ধন্যবাদ। বিগ বাজার কোথায় লোকেশন টা দেন। আর যাওয়া আসার খরচ কেমন হতে পারে?

৪| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৮

আহসান২২ বলেছেন: ভাড়ত!

৫| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৬

নাজ_সাদাত বলেছেন: বড়বাজার এর কিছু দোকানি এমন করে তবে পাইকারি বাজার এর দোকানিরা সাধারনত এমন করে না। তবে অল্প কিছু কিনতে হলে প্রিয়গোপাল বিষয়ী দোকানটা ভাল। একদাম। ঠকায়না। বড়বাজার রাজাকাটরা এ দোকান টা।

৬| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৯

নাজ_সাদাত বলেছেন: যদি বাস এ আসেন তাহলে কলকাতায় ঢোকার ঠিক মুখে আমার চায়ের দোকান। দুদণ্ড সময় ব্যয় করে চা খেয়ে যেতে পারেন। ;) :P

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

ডন ৩৮৬ বলেছেন: দাদা ভালো লাগল। কিভাবে আসলে সুবিধা হয় বলেন। অবশ্যই আসব।

৭| ১৪ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

পথহারা সৈকত বলেছেন: আরে দাদা........!! আপ্নি আবার ফিরে আসবেন তো ?

১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮

ডন ৩৮৬ বলেছেন: অবশ্যই ফিরে আসব।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩১

সাফকথা বলেছেন: মাকে নিয়ে টিটমেন্টের জন্য ভারতে যেতে চাচ্ছি ১১/১০/২০১৬ তারিখে প্রথম কলকাতায় যাব এর পরে চেন্নাই যাব।
কিন্তু আমি কোন দিন ইন্ডিয়া যাই নাই । কিছু ঠিকানা দিয়ে সাহায্য করুন।
যেমনঃ কলকাতায় কোথায় ত্থাকব, চেন্নাই কলকাতা থেকে ট্রেন এ যাব কিভাবে??
চেন্নাই এপেলো হাসপাতালে ডাক্তার দেখাবো।
দয়া করে সাহায্য করুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.