নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট্ট রাজপুত্র

আ মা র আ মি

যীশূ

একজন সহজ মানুষ থাকার চেষ্টা। সহজ হয়ত সরল নয়। বোকাও নয়।

যীশূ › বিস্তারিত পোস্টঃ

আনন্দের গল্প বলতে ইচ্ছা করছে

০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৩৮

অনেকদিন আনন্দের কোন কথা হয় না। আজ খানিকটা আনন্দের কথা বলি। না আজকের না, গতকালের, অথবা কত কাল আগের। আমারও না, হয়তো রাস্তায় হেঁটে যাওয়া একদল মানুষের। না হয় তার মাঝ থেকে আলাদা কাওকে নিয়ে নেই। বা দলের মধ্য থেকে কোন দল।



তারা চারজন। ধরে নেই না হয় চার বোন, হয়তবা। হাত ধরেছিলো কি তারা? জানি না। নানান ভিড়ে হারিয়ে যাওয়ার ভ্য়, অথবা কাছাকাছি থাকার অন্যমনস্ক বাসনায়, ধরেনিলাম হাত না ধরেও পাশাপাশি, হাসাহাসি, বড়বোনের ধমক।



বড়বোন হয়তো কোন গারমেন্টসে। সেই সকালে ছুটতে হয়, আলো ফুটতে ফুটতে। আর ফিরে আসা প্রতিরাতে সকালের মতন অসংখ্য লোলুপ চোখের স্রোত পেড়িয়ে। বস্তির ছোট খুপড়িটায় ফিরে আসা ক্লান্তিতে। যদিও সে হয়তো ভেবেছিলো আজ একটু আগেই ফিরবে ঘরে। ছোট বোনটা বায়না ধরেছে কয়দিন, মার্কেট নিয়ে যেতে। মাটির ব্যাংকে জমানো টাকায় তার অনেক কিছু কেনার শখ। সবার জন্য জামা, চুড়ি, ফিতা, সাথে নিজেরটাও। তবু ফিরতে ফিরতে সেই রাত। বড় বোনটা হয়তো তাড়া দিচ্ছিলো ছোটগুলোকে, 'তোদের আর সাজা শেষ হলো না, তাড়াতাড়ি কর।" ছোটরা সাজগোজ শেষে দেখে তাদের বড়জন সাধারণ। ওরাও হ্যতো বায়না ধরেছিলো, "বুবু, তোমারেও সাজতে হবে।" হয়তবা মুখে না না করে, ধমক দিয়েও মনে মনে হাসতে হাসতে সাজতে বসেছিলো সে। তারপর মার্কেটে, বেশী দূরে কোথাও না, বড় রাস্তার বাজারে।



আমার তাদের সাথে দেখা সেই পথে। কালো আঁধারেও এক ছিটা রং, আনন্দ দেখেছিলো আমার চোখ।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:৫৩

মেসবাহ য়াযাদ বলেছেন: যীশূ, তারপর কী হইলো ???

২| ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:১১

সামী মিয়াদাদ বলেছেন: অল্প লেখায় অনেক কথা কিভাবে বলা যায় আমারে একটু শিখায়া দেন না? আমারগুলা কেমন ইলাস্টিকের মতো লম্বা হইয়া যায়...

৩| ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫২

যীশূ বলেছেন: মেসবাহ, কিছুই না। মনখারাপের আঁধারে আমি এক ছিটা আনন্দ পেয়েছিলাম।

সামী, ভাইরে আমারটাও লম্বা হইয়া গেছে। আরও লম্বা হচ্ছিলো। থামাইতে গিয়া দেখলাম কিছুই হলো না। কোন মানে দাড়ালো না।

৪| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪

সামী মিয়াদাদ বলেছেন: আপনারটা যদি লম্বা হয়, তাইরে যীশুদা আমার খান কি....? আমি তো ডরাইলাম...

৫| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৫

যীশূ বলেছেন: সামী, আপনার লেখার মত লম্বা করলে মনে হয় ভালো হইতো, আপনার লেখার মত অত ভালো না হউক, কিছু একটা অন্তত হইতো।

৬| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২০

মেসবাহ য়াযাদ বলেছেন: আমার দৃষ্টিতে অনেক কিছু হলো, অনেক স্বপ্ন, আবার হয়তো কিছুই না...

৭| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৩

সামী মিয়াদাদ বলেছেন: আপনারটার মাঝে ছোটগল্পের সংজ্ঞা খুজে পাওয়া যাইতেছে....শ্যাষ হইয়াও হইলোনা শ্যাষ....সত্যিই কইতাছি বস...দারুন হইছে....

৮| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৭

যীশূ বলেছেন: হু, সান্ত্বনা দেয়ার জন্য ধন্যবাদ।

৯| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৫

সামী মিয়াদাদ বলেছেন: কি যে কন...চালায়া যান দাদা...আমি আছি আপনার পাঠক...একজন মানুষ

১০| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০

মুনিয়া বলেছেন: তারপর কী হলো জানতে ইচ্ছা হচ্ছে...

১১| ০৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪

যীশূ বলেছেন: তারপর কি তা তো জানি না, শুধু আনন্দটা জানি।
মুনিয়া, ধন্যবাদ পড়ার জন্য।

১২| ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫০

জনতা বলেছেন: .।

১৩| ০৬ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৫

যীশূ বলেছেন: জনতা, বিন্দুর মানে কি? বুঝি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.