নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলােদশ ও বাংলা ভাষা অামারি স্বপ্ন অামারি অাশা ।

মো : হাবিবুর রহমান

মো : হাবিবুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ও ইসলামী শিক্ষা

০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:০৮

জাতি হিসাবে আমাদের গর্ব করার অনেক কিছুই ছিল , কিন্তু আমরা সেইগুলোকে আমলে না নিয়ে করেছি অবহেলা , করেছি অপব্যয় , যা থেকে অনেক কিছু শেখার ছিল , জানার ছিল , বুঝার ছিল , কিছুই হয়নি । আমরা আমাদের মনুষত্বকে বিলিয়ে দিয়েছি ক্ষমতার লোভে , প্রাচুর্য্যে অার নারী নেশায় মত্ব থেকেছি । দেশের কথা , সাধারণ মানুষের কথা কেউ ভাবিনি , আমি যে মুসলিম , ইসলাম আমার ধর্ম কেউ ভাবিনি । যুবকেরা আজ পথ হারা , দিশে হারা , চরিত্রহীন -লম্পট তা দেখার কেউ নেই , মেয়েরা আজ নিরাপত্তাহীন , দুর্নীতি আজ ক্যানসারের মতো সারাদেশে প্রতিটা সেক্টরে প্রতিটা মন্ত্রনালয়ে - দেখার কেউ নেই । বাঙালীর কালচার আজ পরিবর্তিত , সে এখন ভারতীয় বা পশ্চিমা তে ধাবিত - দেখার কেউ নেই । চোর আর চুরিতে দেশ এখন নাজেহাল , রাস্তাঘাঠ জরাজীর্ন , বিদ ্যৎ উন্নতি হলে ও সবচেয়ে বড় দুর্নিতী খাতে পরিণত , গ্যাস পাইপ আছে কিন্তু গ্যাস নেই , অবাধে আবৈধ বিদ ্যৎ ও গ্যাস সংযোগ ও চুরি - দেখার কেউ নেই । কমপক্ষে ৩০% গ্যাস সন্চালনে অপচয় ,বৃষ্টি হলেই আমরা যা দেখতে পাই , রাস্তার উপর দিয়ে গ্যাসের বুড়বুড়ি কারন নিম্নমানের পাইপ ব্যবহার বা নির্দিষ্ঠ সময় পার হবার পরেও পাইপ অপরিবর্তন - দেখার কেউ নেই । যোগ্য ব্যক্তিকে চাকরি না দিয়ে ঘুষের মাধ্যমে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ , তাতে দেশ কি সঠিক সার্ভিস পাবে , পাবে না - তা দেখার কেউ নেই । স্কুলের শিক্ষক কি শিক্ষা দেবে যে কি না ঘুষের মাধ্যমে চাকরি পেয়েছে , মসজিদের ঈমাম নিয়োগ সে ও তো একই অবস্থা - দেখার কেউ নেই । সন্তানের জন্ম দাতা - দাত্রী সে ও তো ভালো নয় , ভালো সন্তান কোথা থেকে আসবে । আমরা একটু চিন্তা করি , কেন আজ এই অবস্থা ?



এ থেকে মুক্তির উপায় একটাই - ইসলাম ও ইসলামী শিক্ষা , আসুন ইসলামের ছায়াতলে । আল্লাহ ও তার রাসুল (সাঃ) কে ভালোবাসি , রাসুলের দেখানো পথে জীবন গড়ি । আল্লাহ - সর্বশক্তিমান , তিনি ই আমাদের রক্ষা করবেন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.