![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা দিবস বলে বলে ফেসবুকে ঝড় বয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে আমরা কতটুকু তাদের প্রতি করতে পারছি , যে বাবা-মা না ঘুমিয়ে আমাদের গুম পাড়াত, না খেয়ে আমাদের খাওয়াত , বিপদ থেকে আগলে রাখত পরম স্নেহ মমতায় , শত অভাব থাকা স্বত্বে ও লেখাপড়ার অর্থ যুগিয়েছে , ঈদের জামা-কাপড় কিনে দিয়েছে , েখলার বল , স্কুল েড্রস কিনে দিয়েছে , অথচ তারা েছড়া কাপড় বারবার েশলাই করে পরত , আজ তারা বৃদ্ধ , আমরা তাদের েখাজ ও রাখিনা , হাদিছে আছে ''যে সন্তান বৃদ্ধা অবস্থায় মা-বাবা কে পেল অথচ জান্নাত অর্জন করতে পারলনা সে ধ্বংশ হোক '' । আমরা কতটুকু দূর্ভাগা হলে মা-বাবা কে বৃদ্ধা অবস্থায় পেয়ে ও তাদের সেবা করতে পারি না বা করিনা ভাবুন এবার ।
আসুন এইসব পশ্চিমা দিবস পালন বাদ দেই , ইসলামের শিক্ষা নেই , মা-বাবা আমাদের যেভাবে লালন-পালন করেছেন সেভাবে আমরা (যারা তাদের সন্তান ) তাদের দেখাশোনা করি , যত্ন করি , শ্রদ্ধা করি , ভালোবাসি ।
হে খোদা আমায় তৌ ফিক দাও যেন মৃত্যুর আগে ও পরে মা-বাবার প্রতি তোমার দেয়া দায়িত্ব পালন করতে পারি । ---- আমীন ।
©somewhere in net ltd.